Ajker Patrika

বাইডেনের সৌদি সফর নিশ্চিত করল যুক্তরাষ্ট্র

বাইডেনের সৌদি সফর নিশ্চিত করল যুক্তরাষ্ট্র

এই প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই সফরে বাইডেন সৌদি আরবও সফর করবেন। সৌদি সফরে তিনি দেশটির ডি–ফ্যাক্টো শাসক যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

বাইডেন প্রশাসনের তরফ থেকে স্থানীয় সময় মঙ্গলবার বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে একাধিকবার বাইডেনের এই সম্ভাব্য সফরের ব্যাপারে বলা হয়েছে। শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হতে যাচ্ছে। মার্কিন প্রশাসন জানিয়েছে এই সফর আগামী ১৩ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। 

এই সফরে সৌদি আরবের পাশাপাশি বাইডেন ইসরায়েল এবং ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরেও সফর করবেন। এক সংবাদ বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারি জাঁ পিয়ের বলেছেন, এই সফরে বাইডেন জেদ্দায় মিসর, ইরাক এবং জর্ডানসহ উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। 

বাইডেনের এই সৌদি আরব সফর এবং বিশেষ করে মুহাম্মদ বিন সালমানের সঙ্গে তাঁর সাক্ষাৎ বাইডেনের চরিত্রের এক উল্টোদিককে সামনে এনেছে। কারণ, মার্কিন প্রশাসন এবং গোয়েন্দারা সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যার সঙ্গে মুহাম্মদ বিন সালমানের সরাসরি যোগসূত্র রয়েছে বলে জানিয়েছিল। জামাল খাসোগি হত্যার পর সৌদি আরব বিশ্ব থেকে অনেকটাই একঘরে হয়ে পড়েছিল। 

ধারণা করা হচ্ছে, সৌদি সফরে বাইডেন সৌদি আরবের তেল উৎপাদন বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত