Ajker Patrika

কানাডায় আদালতের আদেশ অমান্য করে রাস্তায় টিকাবিরোধী আন্দোলনকারীরা 

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৯: ২৩
কানাডায় আদালতের আদেশ অমান্য করে রাস্তায় টিকাবিরোধী আন্দোলনকারীরা 

কানাডায় কোভিড-১৯ ভ্যাকসিন বাধ্যতামূলক করার প্রতিবাদে চলা বিক্ষোভ শেষ করতে নির্দেশ দিয়েছেন কানাডার একটি আদালত। তবে আদালতের নির্দেশের পরও আন্দোলনকারীরা আন্দোলনস্থল ত্যাগ করেননি। আদালতের ওই আদেশে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। 

তবে বিক্ষোভকারীরা এখনো যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ‘অ্যাম্বাসেডর ব্রিজ’ নামক একটি ব্রিজ অবরোধ করেছেন। ব্রিজটি কানাডার অন্টারিওর উইন্ডসরের সঙ্গে যুক্তরাষ্ট্রের মিশিগানের অঙ্গরাজ্যের ডেট্রয়েটের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ সংযোগ সেতু। 

এদিকে কানাডার আদালতে উইন্ডসরের অটোমোটিভ পার্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন চলমান আন্দোলন তুলে নিতে নির্দেশ দিতে আবেদন জানিয়েছিল। তারা তাদের অভিযোগে বলেছিল, ট্রাকচালকদের আন্দোলনের কারণে তারা প্রতিদিন ৫ কোটি ডলার সমমূল্যের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে আদালত আন্দোলনকারীদের আন্দোলন বন্ধের নির্দেশ দেন। 

আদালতের নির্দেশের পর উইন্ডসর পুলিশ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, তাদের উদ্দেশ্য হলো আন্দোলনকারীদের ‘স্পষ্টভাবে সচেতন করা’ যে দুই দেশের সীমান্তবর্তী যোগাযোগ বন্ধ করা একটি ফৌজদারি অপরাধ। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। নির্দেশের কয়েক ঘণ্টা পরেই আরও আন্দোলনকারীরা কানাডার পতাকা সঙ্গে নিয়ে ‘কোভিড স্বাস্থ্যবিধি’ অমান্য করে সেতুটি দখল করতে থাকে। 

দেশের রাজধানী অটোয়া শহরের কেন্দ্রস্থলে আরও শত শত বিক্ষোভকারী বিক্ষোভ অব্যাহত রেখেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও দুটি সীমান্ত ক্রসিংও ভ্যাকসিনবিরোধী বিক্ষোভকারীরা অবরুদ্ধ করে রেখেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত