অনলাইন ডেস্ক
যে সব আফগান নাগরিক যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর দোভাষী হিসেবে কাজ করেছেন, তাঁদেরকে বিশেষ ভিসায় যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ও মুখপাত্র জেন সাকি স্থানীয় সময় বুধবার এক ব্রিফিংএ এমনটি জানিয়েছেন।
ব্রিফিংয়ে জেন সাকি বলেন, প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী যে সব আফগান নাগরিক মার্কিনিদের এবং আমাদের সহযোগীদের সহায়তা করেছে তাঁদেরকে সরিয়ে নেওয়া হবে। তাঁরা প্রত্যেকেই সাহসী মানুষ।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকে তালেবান গোষ্ঠীর দৌরাত্ম্য দিন দিন বাড়তে থাকায় এত দিন যেসব আফগান নাগরিক মার্কিন বাহিনীর দোভাষী হিসেবে কাজ করেছেন, তাঁদের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
জানা গেছে, দোভাষী হিসেবে যুক্তরাষ্ট্রের সেনাদের সঙ্গে প্রায় ১৮ হাজার আফগান নাগরিক কাজ করেছে। তাঁদের পরিবারের সদস্যসহ প্রায় এক লাখের বেশি মানুষ যুক্তরাষ্ট্রে যেতে পারবেন।
এই পরিস্থিতিতে উগ্র ইসলামপন্থী এই গোষ্ঠীর আক্রোশ থেকে তাদের রক্ষা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে জেন সাকি বলেন, বিশেষ অভিবাসী ভিসার আওতায় তাঁদেরকে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে সরিয়ে আনা হবে। তারপর তাঁদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী ও বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের যেসব সামরিক ঘাঁটি রয়েছে, সেসব ঘাঁটিতে নিয়োগ দেওয়া হবে।
২০০১ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইট টাওয়ারে বিমান হামলাকারী আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার বিরুদ্ধে ওই বছরই আল কায়েদার তৎকালীন হেডকোয়ার্টার আফগানিস্তানে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। চলতি বছর জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদে আসীন হওয়ার পর সেই এ বিষয়টি আরও গতি পায়। গত মে মাসে বাইডেন ঘোষণা দিয়েছিলেন, ২০২১ সারের ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনাদের প্রত্যাহার করা হবে, পরে এই সময়সীমাকে আরও কমিয়ে আগস্টের ৩১ তারিখে আনেন তিনি।
যে সব আফগান নাগরিক যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর দোভাষী হিসেবে কাজ করেছেন, তাঁদেরকে বিশেষ ভিসায় যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ও মুখপাত্র জেন সাকি স্থানীয় সময় বুধবার এক ব্রিফিংএ এমনটি জানিয়েছেন।
ব্রিফিংয়ে জেন সাকি বলেন, প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী যে সব আফগান নাগরিক মার্কিনিদের এবং আমাদের সহযোগীদের সহায়তা করেছে তাঁদেরকে সরিয়ে নেওয়া হবে। তাঁরা প্রত্যেকেই সাহসী মানুষ।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকে তালেবান গোষ্ঠীর দৌরাত্ম্য দিন দিন বাড়তে থাকায় এত দিন যেসব আফগান নাগরিক মার্কিন বাহিনীর দোভাষী হিসেবে কাজ করেছেন, তাঁদের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
জানা গেছে, দোভাষী হিসেবে যুক্তরাষ্ট্রের সেনাদের সঙ্গে প্রায় ১৮ হাজার আফগান নাগরিক কাজ করেছে। তাঁদের পরিবারের সদস্যসহ প্রায় এক লাখের বেশি মানুষ যুক্তরাষ্ট্রে যেতে পারবেন।
এই পরিস্থিতিতে উগ্র ইসলামপন্থী এই গোষ্ঠীর আক্রোশ থেকে তাদের রক্ষা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে জেন সাকি বলেন, বিশেষ অভিবাসী ভিসার আওতায় তাঁদেরকে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে সরিয়ে আনা হবে। তারপর তাঁদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী ও বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের যেসব সামরিক ঘাঁটি রয়েছে, সেসব ঘাঁটিতে নিয়োগ দেওয়া হবে।
২০০১ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইট টাওয়ারে বিমান হামলাকারী আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার বিরুদ্ধে ওই বছরই আল কায়েদার তৎকালীন হেডকোয়ার্টার আফগানিস্তানে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। চলতি বছর জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদে আসীন হওয়ার পর সেই এ বিষয়টি আরও গতি পায়। গত মে মাসে বাইডেন ঘোষণা দিয়েছিলেন, ২০২১ সারের ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনাদের প্রত্যাহার করা হবে, পরে এই সময়সীমাকে আরও কমিয়ে আগস্টের ৩১ তারিখে আনেন তিনি।
তিনি ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ৮০০ বিলিয়ন ইউরো ব্যয়ে একটি সামরিক শক্তি বৃদ্ধির কর্মসূচি পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন। ডেনমার্কে সামরিক ক্যাডেটদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের ২০৩০ সালের মধ্যে এমন একটি কার্যকর ইউরোপীয় যোগাযোগ নেটওয়ার্ক প্রয়োজন, যা সেনা ও সামরিক সরঞ্জাম দ্রুত পরিবহনে সহায়ক হবে।
২২ মিনিট আগেরাফায়েল গ্লুক্সমান ইউরোপীয় সংসদের সদস্য এবং ফ্রান্সের ছোট বামপন্থী দল ‘প্লেস পাব্লিক’ এর প্রতিনিধি। গত রোববার এক সমাবেশে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের স্ট্যাচু অব লিবার্টি ফেরত দিন। এটি আমাদের উপহার ছিল আপনাদের জন্য।
৩৭ মিনিট আগেঅপ্রমাণিত সূত্রে জানা গেছে, আর্তেমি অস্তানিন রাশিয়ার মিত্র দেশ বেলারুশে পালানোর চেষ্টা করছিলেন। বেলারুশের কয়েকটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, তাঁর গলায় একটি ধাতব মাংস কাটার যন্ত্র বাঁধা রয়েছে।
২ ঘণ্টা আগেজর্জিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ছোট্ট গ্রাম শোরভিলা। এই গ্রামের সব মানুষই ধনী ব্যবসায়ী বিদজিনা ইভানিশভিলিকে সম্মান করেন। এখানকার রাস্তা উন্নত, বাড়িগুলো সুন্দর পরিপাটি এবং সর্বত্রই ঝুলছে শাসক দল ‘জর্জিয়ান ড্রিম’ (জিডি) এর নীল-হলুদ পতাকা। কারণ তাঁদের গর্বিত সন্তান বিদজিনা ইভানিশভিলি শুধু একজন বিলিয়নিয়ারই
৩ ঘণ্টা আগে