যুক্তরাষ্ট্রের মিনেসোটায় বিক্রির জন্য রাখা পুরোনো জিনিসপত্র থেকে নামমাত্র মূল্যে কেনা হয়েছিল চিত্রকর্মটি। চার বছর ধরে গবেষণা করে বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন, এটি বিশ্ববিখ্যাত ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের আঁকা।
সম্প্রতি প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে, ১৮৮৯ সালে ফ্রান্সের একটি মানসিক হাসপাতালে থাকার সময় ভ্যান গগ এই পোর্ট্রেটটি এঁকেছিলেন। চিত্রকর্মটির ক্যানভাসের বুনন, রঙের রাসায়নিক গঠন এবং অন্যান্য বৈশিষ্ট্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে‘ এলএমআই গ্রুপ ইন্টারন্যাশনাল’ নামে একটি শিল্প গবেষণা প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, ২০১৬ সালে এক প্রাচীন শিল্পসংগ্রাহক এটি কিনেছিলেন। চিত্রকর্মটির নিচের ডানদিকে ‘এলিমার’ নামে একটি শব্দ খোদাই করা আছে। ১৮ ইঞ্চি বাই ১৬.৫ ইঞ্চির ওই চিত্রকর্মটিতে দেখা যায়, একজন বৃদ্ধ জেলে পিপে মুখে দিয়ে মাছ ধরার জাল ঠিক করছেন।
বিশেষজ্ঞদের মতে, ভ্যান গগ এটি ডেনিশ শিল্পী মাইকেল অ্যাঙ্কারের (১৮৪৯-১৯২৭) একটি চিত্রকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে এঁকেছিলেন। তিনি প্রায় সময়ই অন্য শিল্পীদের কাজ থেকে অনুপ্রেরণা নিয়ে নিজস্ব শৈলীতে চিত্র আঁকতেন।
গবেষকেরা ক্যানভাসে একটি চুলও খুঁজে পান এবং সেটি বিশ্লেষণের জন্য পাঠানো হয়। পরীক্ষায় দেখা যায়—এটি একজন পুরুষের চুল। তবে এটিকে ভ্যান গগের বংশধরদের ডিএনএ-এর সঙ্গে মেলানো সম্ভব হয়নি। কারণ চুলটি অনেক বেশি পুরোনো ও ক্ষতিগ্রস্ত।
এত বিশদ গবেষণার পরও আমস্টারডামের ভ্যান গগ মিউজিয়ামের অনুমোদন পাওয়া এখনো বাকি রয়ে গেছে। ২০১৮ সালে আগের মালিক যখন চিত্রকর্মটি ভ্যান গগের বলে দাবি করেন, তখন ভ্যান গগ মিউজিয়াম এটিকে তাঁর চিত্রকর্ম হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেছিল। তবে এলএমআই গ্রুপ দৃঢ়ভাবে বিশ্বাস করে এটি ভ্যান গগের একটি আসল চিত্রকর্ম। সংস্থাটি ২০১৯ সালে মাত্র কয়েক শ ডলারের বিনিময়ে চিত্রকর্মটি কিনে নিয়েছিল।
ভ্যান গগ তাঁর জীবদ্দশায় প্রায় ৯০০টি চিত্রকর্ম এঁকেছিলেন। তিনি বাইপোলার ডিসঅর্ডার ও বর্ডারলাইন পারসোনালিটি ডিসঅর্ডারে ভুগছিলেন। ১৮৮৮ সালে নিজের কান নিজেই কেটে ফেলার পর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১৮৯০ সালে মাত্র ৩৭ বছর বয়সে আত্মহত্যা করেন।
এলএমআই গ্রুপ বলেছে, ‘ভ্যান গগের একটি নতুন চিত্রকর্ম আবিষ্কৃত হওয়া অস্বাভাবিক কিছু নয়।’ বলা হয়ে থাকে, ভ্যান গগ তাঁর অনেক কাজই হারিয়ে ফেলেছিলেন। অনেকগুলো চিত্রকর্ম বন্ধুদেরও দিয়ে দিয়েছিলেন। সংরক্ষণের প্রতি তিনি কিছুটা অমনোযোগী ছিলেন।
নতুন চিত্রকর্মটিকে ভ্যান গগের জীবনের শেষ ও সবচেয়ে অশান্ত সময়ের একটি গভীর ব্যক্তিগত চিত্রকর্ম বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় বিক্রির জন্য রাখা পুরোনো জিনিসপত্র থেকে নামমাত্র মূল্যে কেনা হয়েছিল চিত্রকর্মটি। চার বছর ধরে গবেষণা করে বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন, এটি বিশ্ববিখ্যাত ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের আঁকা।
সম্প্রতি প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে, ১৮৮৯ সালে ফ্রান্সের একটি মানসিক হাসপাতালে থাকার সময় ভ্যান গগ এই পোর্ট্রেটটি এঁকেছিলেন। চিত্রকর্মটির ক্যানভাসের বুনন, রঙের রাসায়নিক গঠন এবং অন্যান্য বৈশিষ্ট্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে‘ এলএমআই গ্রুপ ইন্টারন্যাশনাল’ নামে একটি শিল্প গবেষণা প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, ২০১৬ সালে এক প্রাচীন শিল্পসংগ্রাহক এটি কিনেছিলেন। চিত্রকর্মটির নিচের ডানদিকে ‘এলিমার’ নামে একটি শব্দ খোদাই করা আছে। ১৮ ইঞ্চি বাই ১৬.৫ ইঞ্চির ওই চিত্রকর্মটিতে দেখা যায়, একজন বৃদ্ধ জেলে পিপে মুখে দিয়ে মাছ ধরার জাল ঠিক করছেন।
বিশেষজ্ঞদের মতে, ভ্যান গগ এটি ডেনিশ শিল্পী মাইকেল অ্যাঙ্কারের (১৮৪৯-১৯২৭) একটি চিত্রকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে এঁকেছিলেন। তিনি প্রায় সময়ই অন্য শিল্পীদের কাজ থেকে অনুপ্রেরণা নিয়ে নিজস্ব শৈলীতে চিত্র আঁকতেন।
গবেষকেরা ক্যানভাসে একটি চুলও খুঁজে পান এবং সেটি বিশ্লেষণের জন্য পাঠানো হয়। পরীক্ষায় দেখা যায়—এটি একজন পুরুষের চুল। তবে এটিকে ভ্যান গগের বংশধরদের ডিএনএ-এর সঙ্গে মেলানো সম্ভব হয়নি। কারণ চুলটি অনেক বেশি পুরোনো ও ক্ষতিগ্রস্ত।
এত বিশদ গবেষণার পরও আমস্টারডামের ভ্যান গগ মিউজিয়ামের অনুমোদন পাওয়া এখনো বাকি রয়ে গেছে। ২০১৮ সালে আগের মালিক যখন চিত্রকর্মটি ভ্যান গগের বলে দাবি করেন, তখন ভ্যান গগ মিউজিয়াম এটিকে তাঁর চিত্রকর্ম হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেছিল। তবে এলএমআই গ্রুপ দৃঢ়ভাবে বিশ্বাস করে এটি ভ্যান গগের একটি আসল চিত্রকর্ম। সংস্থাটি ২০১৯ সালে মাত্র কয়েক শ ডলারের বিনিময়ে চিত্রকর্মটি কিনে নিয়েছিল।
ভ্যান গগ তাঁর জীবদ্দশায় প্রায় ৯০০টি চিত্রকর্ম এঁকেছিলেন। তিনি বাইপোলার ডিসঅর্ডার ও বর্ডারলাইন পারসোনালিটি ডিসঅর্ডারে ভুগছিলেন। ১৮৮৮ সালে নিজের কান নিজেই কেটে ফেলার পর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১৮৯০ সালে মাত্র ৩৭ বছর বয়সে আত্মহত্যা করেন।
এলএমআই গ্রুপ বলেছে, ‘ভ্যান গগের একটি নতুন চিত্রকর্ম আবিষ্কৃত হওয়া অস্বাভাবিক কিছু নয়।’ বলা হয়ে থাকে, ভ্যান গগ তাঁর অনেক কাজই হারিয়ে ফেলেছিলেন। অনেকগুলো চিত্রকর্ম বন্ধুদেরও দিয়ে দিয়েছিলেন। সংরক্ষণের প্রতি তিনি কিছুটা অমনোযোগী ছিলেন।
নতুন চিত্রকর্মটিকে ভ্যান গগের জীবনের শেষ ও সবচেয়ে অশান্ত সময়ের একটি গভীর ব্যক্তিগত চিত্রকর্ম বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
দীর্ঘ ২৯ বছর সরকারি বাস চালিয়েছেন তিনি। মাত্র ৭ ডলার (প্রায় ৮০০ টাকা) সমপরিমাণ ভাড়া আত্মসাতের দায়ে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। শুধু তা–ই নয়, সেই সঙ্গে তাঁর ৮৪ হাজার ডলার (প্রায় ৯২ লাখ টাকা) পেনশনও বাতিল করা হয়েছে।
১৩ মিনিট আগেভারতের উত্তর-পূর্ব দিল্লির সীলমপুরে ১৭ বছর বয়সী এক কিশোর হত্যার ঘটনায় ফের আলোচনায় জিকরা নামের এক তরুণী। তিনি নিজেকে ‘লেডি ডন’ বলে পরিচয় দেন। সামাজিক মাধ্যমে তাঁর কার্যকলাপ এবং অপরাধ জগতের সঙ্গে যোগাযোগের জন্য পরিচিত এই তরুণী।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে। মস্কো ও কিয়েভের মধ্যে একটি শান্তিচুক্তির অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আলোচনার সঙ্গে যুক্ত কয়েকজন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে। মার্কিন সংবাদমাধ্যম..
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক কঠোর পদক্ষেপ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে বিশেষ করে ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আমেরিকান ইমিগ্রেশন ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (এআইএলএ) একটি প্রতিবেদন অনুসারে, সংস্থাটি কর্তৃক সংগৃহীত ৩২৭টি সাম্প্রতিক ভিসা বাতিলের প্রায় অর্ধেকই ভারতীয়...
২ ঘণ্টা আগে