Ajker Patrika

ইউক্রেনকে দূরপাল্লার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯: ৫৪
ইউক্রেনকে দূরপাল্লার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

রাশিয়ার বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনকে দূরপাল্লার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনর চলমান পাল্টা আক্রমণে সহায়তা করতেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই পরিকল্পনায় সায় দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

বিষয়টির সঙ্গে পরিচিত শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনকে দূরপাল্লার অত্যাধুনিক আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দেওয়া হবে। এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ১৯০ মাইল বা প্রায় ৩০০ কিলোমিটার। গত সপ্তাহের শেষ দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটন সফরের সময় এই ক্ষেপণাস্ত্র চাইলেও সে সময় যুক্তরাষ্ট্র কোনো প্রতিশ্রুতি দেয়নি।

বেনামি একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি ও ওয়াল স্ট্রিট জার্নাল পৃথক প্রতিবেদনে জানিয়েছে, গত বৃহস্পতিবার জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্টকে ‘অল্পসংখ্যক’ এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দেওয়া হবে বলে জানিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ক্ষেপণাস্ত্রগুলো সরবরাহ করা হবে।

এই ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনকে রণক্ষেত্রে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা দেবে। তবে ইউক্রেন বা যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

গত বৃহস্পতিবারের বৈঠকের সময় ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও আব্রামস ট্যাংকসহ প্রায় ১৩ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দেন জো বাইডেন। হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘আগামী সপ্তাহেই ইউক্রেনে প্রথম আব্রামস ট্যাংক পৌঁছাবে।’ বাইডেন জানান, তিনি ইউক্রেনের জন্য আরও নতুন সহায়তা প্যাকেজের প্রস্তাব দিয়েছেন। এই সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে—আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, হিমার্স রকেটের গোলা, অ্যান্টি ট্যাংক অস্ত্র এবং অন্যান্য গোলাবারুদ।

হোয়াইট হাউসে বাইডেন প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি অনবরত সাহায্যের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি দাবি করেন, ওয়াশিংটনের সঙ্গে তাঁর আলোচনা দৃঢ় ও ফলপ্রসূ হয়েছে।

ইউক্রেন যুদ্ধ চলার সময় উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘এই ৫৭৫ দিন আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।’ তিনি আরও বলেন, ‘মার্কিন জনগণকে ধন্যবাদ, তারা এত দিন ধরে আমাদের সঙ্গে, আমাদের সাধারণ জনগণের পাশে থেকেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত