Ajker Patrika

৩ কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যার পর নিজেও আত্মহত্যা করল ‘বর্ণবাদী’ শ্বেতাঙ্গ 

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৯: ৩৪
৩ কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যার পর নিজেও আত্মহত্যা করল ‘বর্ণবাদী’ শ্বেতাঙ্গ 

যুক্তরাষ্ট্রে আবারও শ্বেতাঙ্গ বর্ণবাদী ব্যক্তির গুলিতে তিন কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হয়েছেন। তিনজনকে হত্যার পর ওই ব্যক্তি নিজেও আত্মহত্যা করেন। স্থানীয় সময় গত শুক্রবার দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিলের একটি দোকানে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

জ্যাকসনভিলের শেরিফ জানিয়েছেন, জ্যাকসনভিলের ডলার জেনারেল স্টোর নামের একটি দোকানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শ্বেতাঙ্গ ওই ব্যক্তি একটি উচ্চশক্তির রাইফেল এবং একটি হ্যান্ডগান দিয়ে ওই তিনজনকে হত্যা করে। হ্যান্ডগানটি ছিল গ্লক এবং রাইফেলটি ছিল এআর-১৫ স্টাইল মডেলের। পরে নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করেন ওই ব্যক্তি। 

শেরিফ টি কে ওয়াটারস এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বর্ণবাদী মনোভাব থেকেই ওই ব্যক্তি গুলি করেছেন। তিনি কৃষ্ণাঙ্গদের অপছন্দ করতেন।’ তিনি জানান, ঘটনার সময় শ্বেতাঙ্গ ব্যক্তিটি একটি ভেস্ট পরিহিত ছিলেন। তাঁর পরিচয় এখনো জানা যায়নি। নিহতদের মধ্যে একজন নারী, বাকি দুজন পুরুষ। 
 
টি কে ওয়াটারস বলেন, আমরা ধারণা করছি, এটি কোনো সংঘবদ্ধ অপরাধ নয়। ব্যক্তি একাই এ ঘটনায় জড়িত ছিলেন। তিনি আরও জানান, এ ঘটনা ঘটানোর আগে তিনি কৃষ্ণাঙ্গ বিরোধী বেশ কিছু লেখা পাঠিয়েছিলেন গণমাধ্যমে। বাবা-মাও তাঁর কৃষ্ণাঙ্গবিদ্বেষী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
এ ঘটনায় শোক প্রকাশ করে ওয়াটারস বলেছেন, ‘ঘৃণাবাদী আচরণ থেকে উদ্ভূত এই হত্যাকাণ্ড আমাদের মনে শোকের আরেকটি স্তর সৃষ্টি করেছে।’ 
 
যুক্তরাষ্ট্রে বিগত কয়েক বছর ধরেই বন্দুক সহিংসতা প্রকট আকার ধারণ করেছে। দেশটি এই সহিংসতা যেন মহামারি আকার ধারণ করেছে। দেশটির বন্দুক সহিংসতার পরিসংখ্যান নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য বলছে, চলতি বছর এ পর্যন্ত ৪৬৯টিরও বেশি বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত