Ajker Patrika

আদালতে টিকে গেল গরিবদের সুলভ স্বাস্থ্যবিমা ওবামাকেয়ার

আদালতে টিকে গেল গরিবদের সুলভ স্বাস্থ্যবিমা ওবামাকেয়ার

ঢাকা: রিপাবলিকান ও বিমা কোম্পানিগুলোর তীব্র আপত্তির মুখে আবার টিকে গেল যুক্তরাষ্ট্রে গরিবদের জন্য সুলভ স্বাস্থ্য পরিষেবা স্কিম। টেক্সাস এবং আরও ১৭টি রিপাবলিকান-শাসিত রাজ্যের আইনি চ্যালেঞ্জ খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ফলে ওবামাকেয়ার খ্যাত আইনটি বহাল থাকছে। এর মাধ্যমে সাশ্রয়ী স্বাস্থ্য বিমা পাওয়ার নিশ্চয়তা পাচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা।

২০১০ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট (এসিএ) শীর্ষক আইনটিতে স্বাক্ষর করেন। এরপর এ নিয়ে তৃতীয়বারের মতো আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছিল আইনটি।

আদালত আদেশে বলেছেন, বিদ্যমান পরিস্থিতিতে বিমা কোম্পানিগুলো নিম্ন আয়ের মানুষদের সাশ্রয়ী বিমা কভারেজ দিতে বাধ্য থাকবে। এ আইনের আওতায় লাখ লাখ স্বল্প আয়ের মার্কিন স্বাস্থ্যবিমার সুবিধা পেয়েছেন।

আদালতে ৭ জন বিচারপতি ওবামাকেয়ারের পক্ষে মত দিয়েছেন। আর দুজন বিচারপতি বিরুদ্ধে মত দিয়েছেন। সংখ্যাগরিষ্ঠ বিচারপতি বলেছেন, বাদীদের ওবামাকেয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করার আইনি অবস্থান নেই। অবশ্য এই আইনের সারবত্তা অসাংবিধানিক কি–না সে বিষয়ে রায়ে কিছু বলা হয়নি। 

এই আইনি চ্যালেঞ্জটি সমর্থন করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই আইনে যুক্তরাষ্ট্রে লাখ লাখ লোককে স্বাস্থ্য বিমা বাধ্যবাধকতা রাখা হয়েছে। তা না করলে তাঁদের জরিমানার মুখে পড়তে হবে। তবে ২০১৭ সালে জরিমানার বিধানটি রহিত করে কংগ্রেস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত