নিউইয়র্ক শহরে একজন শিখ বিচ্ছিন্নতাবাদী ও ভারত সরকারের সমালোচককে হত্যাচেষ্টার ঘটনায় ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক ব্যক্তির বিরুদ্ধে এমন প্রতিশোধমূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে। তারা ওই শিখ নেতাকে হত্যার ষড়যন্ত্রের জন্য যুক্তরাষ্ট্রে ভারতের এক সাবেক কর্মকর্তাকে অভিযুক্ত করেছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রে ভারতের সাবেক গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন মার্কিন আদালত। মার্কিন বিচার বিভাগে দেওয়া অভিযোগে যাদবকে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস (র)-এর সাবেক কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছে।
ওয়াশিংটন অভিযোগ করেছে, ভারতীয় এজেন্টরা মার্কিন-কানাডিয়ান দ্বৈত নাগরিক শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিল।
এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার ওয়ে এক বিবৃতিতে বলেছেন, এফবিআই সাংবিধানিকভাবে সুরক্ষিত অধিকার প্রয়োগ করার জন্য যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে কোনো সহিংসতা বা অন্যান্য অপচেষ্টা সহ্য করবে না।
অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের মে থেকে যাদব ভারত সরকারের একজন কর্মচারী হিসেবে যুক্তরাষ্ট্রে ছিলেন। পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে ভারতে এবং বিদেশে অন্যদের সঙ্গে যৌথভাবে কাজ করেছিলেন তিনি। অভিযোগে পান্নুনকে একজন রাজনৈতিক কর্মী, ভারত সরকারের সমালোচক এবং শিখদের জন্য আলাদা আবাসভূমি খালিস্তানের পক্ষের প্রচারক হিসেবে বর্ণনা করা হয়েছে।
ভারত সরকার শিখ বিচ্ছিন্নতাবাদীদের ‘সন্ত্রাসী’ এবং দেশের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে। শিখ বিচ্ছিন্নতাবাদীরা খালিস্তান নামে একটি স্বাধীন আবাসভূমি চায়। ১৯৮০ ও ১৯৯০-এর দশকে ভারতে শিখদের বিদ্রোহে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটে।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যাদব (৩৯) বর্তমানে ভারতে আছেন। যুক্তরাষ্ট্র তাঁর প্রত্যর্পণ চাইবে বলে আশা করা হচ্ছে।
আরো পড়ুন:
নিউইয়র্ক শহরে একজন শিখ বিচ্ছিন্নতাবাদী ও ভারত সরকারের সমালোচককে হত্যাচেষ্টার ঘটনায় ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক ব্যক্তির বিরুদ্ধে এমন প্রতিশোধমূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে। তারা ওই শিখ নেতাকে হত্যার ষড়যন্ত্রের জন্য যুক্তরাষ্ট্রে ভারতের এক সাবেক কর্মকর্তাকে অভিযুক্ত করেছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রে ভারতের সাবেক গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন মার্কিন আদালত। মার্কিন বিচার বিভাগে দেওয়া অভিযোগে যাদবকে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস (র)-এর সাবেক কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছে।
ওয়াশিংটন অভিযোগ করেছে, ভারতীয় এজেন্টরা মার্কিন-কানাডিয়ান দ্বৈত নাগরিক শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিল।
এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার ওয়ে এক বিবৃতিতে বলেছেন, এফবিআই সাংবিধানিকভাবে সুরক্ষিত অধিকার প্রয়োগ করার জন্য যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে কোনো সহিংসতা বা অন্যান্য অপচেষ্টা সহ্য করবে না।
অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের মে থেকে যাদব ভারত সরকারের একজন কর্মচারী হিসেবে যুক্তরাষ্ট্রে ছিলেন। পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে ভারতে এবং বিদেশে অন্যদের সঙ্গে যৌথভাবে কাজ করেছিলেন তিনি। অভিযোগে পান্নুনকে একজন রাজনৈতিক কর্মী, ভারত সরকারের সমালোচক এবং শিখদের জন্য আলাদা আবাসভূমি খালিস্তানের পক্ষের প্রচারক হিসেবে বর্ণনা করা হয়েছে।
ভারত সরকার শিখ বিচ্ছিন্নতাবাদীদের ‘সন্ত্রাসী’ এবং দেশের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে। শিখ বিচ্ছিন্নতাবাদীরা খালিস্তান নামে একটি স্বাধীন আবাসভূমি চায়। ১৯৮০ ও ১৯৯০-এর দশকে ভারতে শিখদের বিদ্রোহে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটে।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যাদব (৩৯) বর্তমানে ভারতে আছেন। যুক্তরাষ্ট্র তাঁর প্রত্যর্পণ চাইবে বলে আশা করা হচ্ছে।
আরো পড়ুন:
গাজায় দীর্ঘ কয়েক মাসের ইসরায়েলি অবরোধের পর যখন দুর্ভিক্ষে মানুষ প্রাণ হারানো শুরু করেছে ঠিক তখনই আন্তর্জাতিক চাপের মুখে অঞ্চলটিতে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। পাশাপাশি, আবারও আকাশপথে উড়োজাহাজ থেকেও ত্রাণ ফেলা শুরু হয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারের মনসা দেবীর মন্দিরে পদদলনের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৫ জন। মন্দিরে ওঠার সিঁড়িতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগেসব কাগজপত্র ছিল তাঁর কাছে—আধার, ভোটার কার্ড, এমনকি আত্মীয়দের পরিচয়পত্রও। তবু রাজস্থান পুলিশ বিশ্বাস করল না যে সে ভারতীয়। এরপর, এক সকালে চোখ খুলে দেখল, সে আছে অন্য এক দেশে, বাংলাদেশে। আর এখন পশ্চিমবঙ্গ সরকার আমির শেখ নামক ওই তরুণকে দেশে ফিরিয়ে নিতে চেষ্টা করে যাচ্ছে।
৪ ঘণ্টা আগে‘আমার বাবা ডায়বেটিস ও উচ্চ রক্তচাপের রোগী। পর্যাপ্ত খাবারের অভাবে প্রায়শই তিনি অজ্ঞান হয়ে পড়েন। একবার তো পড়ে গিয়ে হাত ভেঙেছেন। দুধ-ডিমের মতো পুষ্টিকর খাবার ছাড়া তার সুস্থ হয়ে ওঠার কোনো উপায় নেই। কিন্তু পুষ্টিকর খাবার তো দূর কোনোমতে পেট ভরার মতো খাবারও নেই। বেশির ভাগ দিনই আমরা না খেয়ে থাকছি। মাঝে মাঝ
৪ ঘণ্টা আগে