Ajker Patrika

ক্যাপিটাল হিলে হামলা: ৫ আইনপ্রণেতাকে কংগ্রেস কমিটির নোটিশ 

ক্যাপিটাল হিলে হামলা: ৫ আইনপ্রণেতাকে কংগ্রেস কমিটির নোটিশ 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন ক্যাপিটাল হিলে হামলার তদন্ত কমিটির সামনে হাজির হতে নোটিশ পেয়েছেন হাউস অব রিপ্রেজেনটেটিভের সদস্য ও শীর্ষ রিপাবলিকান কংগ্রেসম্যান কেভিন ম্যাককার্থি এবং আরও চার আইনপ্রণেতা। বৃহস্পতিবার তদন্তকারী হাউস কমিটির কাছ থেকে নোটিশ পেয়েছেন। কমিটির সঙ্গে স্বেচ্ছায় তদন্তে সহযোগিতার প্রস্তাব প্রত্যাখ্যানের পর তাদের বিরুদ্ধে এই নোটিশ জারি করা হয়। 

নোটিশ পাওয়া বাকি চার রিপাবলিকান আইনপ্রণেতা হলেন—জিম জর্ডান, মো ব্রুকস, স্কট পেরি এবং অ্যান্ডি বিগস। ম্যাককার্থিসহ পাঁচ আইনপ্রণেতাই বলেছেন, তাঁরা বিশ্বাস করেন যে—কমিটির তদন্ত পক্ষপাতমূলক এবং অবৈধ। তবে তাঁরা তদন্ত কমিটির নোটিশ মানবেন কিনা সেই বিষয়ে কোনো সরাসরি জবাব দেননি। 

এর আগে, চলতি বছরের জানুয়ারির প্রথম দিকেই ম্যাককার্থি এক বিবৃতিতে জানিয়েছিলেন, তিনি কমিটির তদন্তে সহযোগিতা করবেন না। ম্যাককার্থির বিবৃতিতে বলা হয়, ‘একজন জনপ্রতিনিধি এবং সংখ্যালঘু দলের নেতা হিসেবে, আমি ক্ষমতার অপব্যবহার করা কমিটির সঙ্গে সহযোগিতা না করা সিদ্ধান্তে পৌঁছেছি। এই কমিটির ক্ষমতার অপব্যবহার এরই মধ্যে এই প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে এবং সামনের দিকে আরও ক্ষতিগ্রস্ত করবে।’ 

ডেমোক্র্যাট দলের সদস্য এবং কমিটির চেয়ারম্যান বেনি থম্পসন একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, যে পাঁচজন হাউস রিপাবলিকানকে আইনপ্রণেতা নোটিশ পেয়েছেন তাদের কাছে হামলার ঘটনা সম্পর্কে তথ্য রয়েছে। আগামী মাসে কমিটির শুনানি শুরু হওয়ার আগে আমরা এই পাঁচজনকে এই বিষয়গুলো নিয়ে কমিটির সঙ্গে আলোচনা করার সুযোগ দিতে চেয়েছিলাম।’ 

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ৬ জানুয়ারি রিপাবলিকান দলের ট্রাম্প সমর্থকেরা ক্যাপিটাল ভবনে হামলা চালায়। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত