নিজ বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেছে দুবারের অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়ার মৃতদেহ। স্থানীয় সময় বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সান্তা ফের বাড়িতে তাঁদের মৃতদেহ পাওয়া যায়। ৯৫ বছর বয়সী হ্যাকম্যান ও ৬৪ বছর বয়সী আরাকাওয়ার সঙ্গে তাঁদের একটি পালিত কুকুরকেও মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সান্তা ফে কাউন্টির শেরিফ আদান মেনডোজা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবিসি শেরিফ আদান মেনডোজার বরাত দিয়ে জানিয়েছে, তাঁদের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। শেরিফ আদান মেনডোজা বিবিসিকে বলেন, ‘সানসেট ট্রেইলে নিজ বাড়িতে জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আমরা তদন্ত করছি। তবে এই মুহূর্তে আমরা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাইনি।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রাথমিক তদন্ত করছি। সার্চ ওয়ারেন্টের অনুমতি পেলে আরও বিস্তারিত তদন্ত করা হবে।’
সিনেমা জগতে হ্যাকম্যানের কর্মজীবন চার দশকের বেশি সময়জুড়ে বিস্তৃত ছিল। তিনি ১৯৭১ সালে ‘দা ফ্রেঞ্চ কানেকশন’ ছবিতে জিমি ‘পপেয়ি’ ডয়েল চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার জেতেন। এরপর ১৯৯২ সালে ‘আনফরগিভেন’ সিনেমায় লিটল বিল ড্যাগেট চরিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পান।
এ ছাড়া, ‘বনি অ্যান্ড ক্লাইড’ (১৯৬৭), ‘দা কনভারসেশন’ (১৯৭৪) এবং ‘সুপারম্যান’ সিরিজে লেক্স লুথর চরিত্রে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। ২০০৪ সালে অভিনয় থেকে অবসর নেওয়ার পর তিনি লেখালেখিতে মনোনিবেশ করেন এবং বেশ কয়েকটি উপন্যাস রচনা করেন।
হ্যাকম্যানের বেটসি আরাকাওয়া ছিলেন একজন ক্লাসিক্যাল পিয়ানোবাদক। ১৯৯১ সালে হ্যাকম্যানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এই দম্পতি ১৯৮০-এর দশক থেকে সান্তা ফেতে বসবাস করছিলেন।
নিজ বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেছে দুবারের অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়ার মৃতদেহ। স্থানীয় সময় বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সান্তা ফের বাড়িতে তাঁদের মৃতদেহ পাওয়া যায়। ৯৫ বছর বয়সী হ্যাকম্যান ও ৬৪ বছর বয়সী আরাকাওয়ার সঙ্গে তাঁদের একটি পালিত কুকুরকেও মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সান্তা ফে কাউন্টির শেরিফ আদান মেনডোজা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবিসি শেরিফ আদান মেনডোজার বরাত দিয়ে জানিয়েছে, তাঁদের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। শেরিফ আদান মেনডোজা বিবিসিকে বলেন, ‘সানসেট ট্রেইলে নিজ বাড়িতে জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আমরা তদন্ত করছি। তবে এই মুহূর্তে আমরা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাইনি।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রাথমিক তদন্ত করছি। সার্চ ওয়ারেন্টের অনুমতি পেলে আরও বিস্তারিত তদন্ত করা হবে।’
সিনেমা জগতে হ্যাকম্যানের কর্মজীবন চার দশকের বেশি সময়জুড়ে বিস্তৃত ছিল। তিনি ১৯৭১ সালে ‘দা ফ্রেঞ্চ কানেকশন’ ছবিতে জিমি ‘পপেয়ি’ ডয়েল চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার জেতেন। এরপর ১৯৯২ সালে ‘আনফরগিভেন’ সিনেমায় লিটল বিল ড্যাগেট চরিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পান।
এ ছাড়া, ‘বনি অ্যান্ড ক্লাইড’ (১৯৬৭), ‘দা কনভারসেশন’ (১৯৭৪) এবং ‘সুপারম্যান’ সিরিজে লেক্স লুথর চরিত্রে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। ২০০৪ সালে অভিনয় থেকে অবসর নেওয়ার পর তিনি লেখালেখিতে মনোনিবেশ করেন এবং বেশ কয়েকটি উপন্যাস রচনা করেন।
হ্যাকম্যানের বেটসি আরাকাওয়া ছিলেন একজন ক্লাসিক্যাল পিয়ানোবাদক। ১৯৯১ সালে হ্যাকম্যানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এই দম্পতি ১৯৮০-এর দশক থেকে সান্তা ফেতে বসবাস করছিলেন।
দীর্ঘ ২৯ বছর সরকারি বাস চালিয়েছেন তিনি। মাত্র ৭ ডলার (প্রায় ৮০০ টাকা) সমপরিমাণ ভাড়া আত্মসাতের দায়ে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। শুধু তা–ই নয়, সেই সঙ্গে তাঁর ৮৪ হাজার ডলার (প্রায় ৯২ লাখ টাকা) পেনশনও বাতিল করা হয়েছে।
১ ঘণ্টা আগেভারতের উত্তর-পূর্ব দিল্লির সীলমপুরে ১৭ বছর বয়সী এক কিশোর হত্যার ঘটনায় ফের আলোচনায় জিকরা নামের এক তরুণী। তিনি নিজেকে ‘লেডি ডন’ বলে পরিচয় দেন। সামাজিক মাধ্যমে তাঁর কার্যকলাপ এবং অপরাধ জগতের সঙ্গে যোগাযোগের জন্য পরিচিত এই তরুণী।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে। মস্কো ও কিয়েভের মধ্যে একটি শান্তিচুক্তির অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আলোচনার সঙ্গে যুক্ত কয়েকজন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে। মার্কিন সংবাদমাধ্যম..
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক কঠোর পদক্ষেপ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে বিশেষ করে ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আমেরিকান ইমিগ্রেশন ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (এআইএলএ) একটি প্রতিবেদন অনুসারে, সংস্থাটি কর্তৃক সংগৃহীত ৩২৭টি সাম্প্রতিক ভিসা বাতিলের প্রায় অর্ধেকই ভারতীয়...
৩ ঘণ্টা আগে