নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো ১১ নারীকে আপত্তিকর স্পর্শ করেছেন, চুমু ও অনৈতিক প্রস্তাব দিয়েছেন। এভাবে আইন লঙ্ঘন করে তিনি কর্মস্থলকে 'বিষাক্ত' করে তোলেন। কুমোর বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ তদন্তে এসব ঘটনার প্রমাণ পাওয়া গেছে। মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল জানান, হোয়াইট হাউস কুমোর এসব কর্মকাণ্ডকে ঘৃণ্য বলে উল্লেখ করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর পাঁচ মাস ধরে স্বাধীন ও গভীরতর তদন্ত হয়। মঙ্গলবার (৩ আগস্ট) এই তদন্তের ফল প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস। তদন্তে উঠে আসা বিষয়গুলো সংবাদ সম্মেলনে উপস্থাপনের পরে একটি রেকর্ড করা বিবৃতি চালু করেন লেটিটিয়া। সেই রেকর্ডে কুমো বলেন, তিনি কোন অনুপযুক্ত কাজ করেননি এবং পদত্যাগের কোনো পরিকল্পনাও নেই। দেওয়ানি তদন্তও কুমোর বিরুদ্ধে সরাসরি ফৌজদারি অভিযোগ আনবে না।
কুমো তৃতীয় মেয়াদে ডেমোক্রেটিক গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১১ সাল থেকে তিনি এই পদে আছেন। এই তদন্তের ফলকে তিনি ভুল এবং অন্যায্য মনে করেন। কুমোর অভিযোগ, তাঁর কথা, অঙ্গভঙ্গি এবং আচরণের ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে সব সময় নারীদের প্রতি তাঁকে আকৃষ্ট দেখানো হয়েছে।
কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের অনুসন্ধান করে ১৬৮ পৃষ্ঠার একটি প্রতিবেদন দিয়েছে তদন্তকারীরা। একসময়ের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনে করা কুমোর জন্য এই ফল বিধ্বংসীই হলো। এ ফল তাঁর প্রশাসনকেও বাধাগ্রস্ত করতে পারে।
এ তদন্ত প্রসঙ্গে ডেমোক্র্যাট জেমস বলেন, 'এই তদন্তে যা বেরিয়ে এসেছে তা নিউইয়র্ক রাজ্যের গভর্নরের আচরণের একটি বিরক্তিকর রূপ। এই ১১ জন নারী প্রতিকূল এবং বিষাক্ত পরিবেশে কাজ করেছেন।'
হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন (কুমোর সহকর্মী ডেমোক্র্যাট) আগেই বলেছিলেন যে তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে কুমোর পদত্যাগ করা উচিত। প্রেসিডেন্ট বাইডেন আগামী দুদিন পরে এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া দেবেন বলেও জানান এ মুখপাত্র।
সাকি আরও বলেন, 'আমি জানি না এমন কেউ আছে কিনা যে সকালে এই ব্রিফিং (জেমসের ব্রিফিং) দেখেছে এবং অভিযোগগুলোকে ঘৃণ্য মনে করেনি। আমার কাছে অবশ্যই ঘৃণ্য মনে হয়েছে।'
প্রতিবেদনের ফল প্রকাশের পর কিছু মার্কিন আইন প্রণেতা এবং নিউইয়র্কের সিনিয়র ডেমোক্র্যাট কুমোর পদত্যাগের দাবি তোলেন। তবে কুমোর যে সহসাই পদত্যাগ করার কোন ইচ্ছা নেই তাও তাঁর কথায় পরিষ্কার। করোনাকালে টেলিভিশনের নিয়মিত মুখ হয়ে ওঠা কুমো স্পষ্ট বললেন, মহামারির বিরুদ্ধে লড়াইয়ের কাজ থেকে আমি 'বিভ্রান্ত হব না'। কুমো বলেন, 'আমি চাই তোমরা আমার কাছ থেকে সরাসরি জানো যে আমি কখনো কাউকে অনুপযুক্তভাবে স্পর্শ করিনি বা যৌন হয়রানি করিনি। আমার বয়স এখন ৬৩ বছর। আমি আমার পুরো প্রাপ্তবয়স্ক জীবন জনসাধারণের চোখের সামনে কাটিয়েছি। এটা আমি নই। এবং আমি কখনোই এমন ছিলাম না।'
প্রসঙ্গত, গভর্নর কুমো তিন প্রাপ্তবয়স্ক কন্যার তালাকপ্রাপ্ত বাবা। প্রতিবেদনে উঠে আসা অভিযোগগুলোর মধ্যে একটিতে বলা হয়—'রাষ্ট্রের একজন নারী সৈন্য অ্যান ক্লার্ক কুমোর লক্ষ্যবস্তু হয়েছিল। একদিন লিফটে কুমো ক্লার্কের পেছনে দাঁড়িয়েছিলেন। একপর্যায়ে তিনি একটি আঙুল ক্লার্কের ঘার থেকে স্পর্শ করে মেরুদণ্ড বেয়ে নিচে নামিয়ে এনে বলেন 'আরে তুমি'। কুমো আরেকটি হাত ক্লার্কের পেট থেকে শুরু করে হিপ পর্যন্ত নিয়ে আসেন। ওই দিন কুমো তাঁর বুকের ব্যক্তিগত অঙ্গ পর্যন্ত স্পর্শ করেছিল।'
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো ১১ নারীকে আপত্তিকর স্পর্শ করেছেন, চুমু ও অনৈতিক প্রস্তাব দিয়েছেন। এভাবে আইন লঙ্ঘন করে তিনি কর্মস্থলকে 'বিষাক্ত' করে তোলেন। কুমোর বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ তদন্তে এসব ঘটনার প্রমাণ পাওয়া গেছে। মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল জানান, হোয়াইট হাউস কুমোর এসব কর্মকাণ্ডকে ঘৃণ্য বলে উল্লেখ করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর পাঁচ মাস ধরে স্বাধীন ও গভীরতর তদন্ত হয়। মঙ্গলবার (৩ আগস্ট) এই তদন্তের ফল প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস। তদন্তে উঠে আসা বিষয়গুলো সংবাদ সম্মেলনে উপস্থাপনের পরে একটি রেকর্ড করা বিবৃতি চালু করেন লেটিটিয়া। সেই রেকর্ডে কুমো বলেন, তিনি কোন অনুপযুক্ত কাজ করেননি এবং পদত্যাগের কোনো পরিকল্পনাও নেই। দেওয়ানি তদন্তও কুমোর বিরুদ্ধে সরাসরি ফৌজদারি অভিযোগ আনবে না।
কুমো তৃতীয় মেয়াদে ডেমোক্রেটিক গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১১ সাল থেকে তিনি এই পদে আছেন। এই তদন্তের ফলকে তিনি ভুল এবং অন্যায্য মনে করেন। কুমোর অভিযোগ, তাঁর কথা, অঙ্গভঙ্গি এবং আচরণের ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে সব সময় নারীদের প্রতি তাঁকে আকৃষ্ট দেখানো হয়েছে।
কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের অনুসন্ধান করে ১৬৮ পৃষ্ঠার একটি প্রতিবেদন দিয়েছে তদন্তকারীরা। একসময়ের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনে করা কুমোর জন্য এই ফল বিধ্বংসীই হলো। এ ফল তাঁর প্রশাসনকেও বাধাগ্রস্ত করতে পারে।
এ তদন্ত প্রসঙ্গে ডেমোক্র্যাট জেমস বলেন, 'এই তদন্তে যা বেরিয়ে এসেছে তা নিউইয়র্ক রাজ্যের গভর্নরের আচরণের একটি বিরক্তিকর রূপ। এই ১১ জন নারী প্রতিকূল এবং বিষাক্ত পরিবেশে কাজ করেছেন।'
হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন (কুমোর সহকর্মী ডেমোক্র্যাট) আগেই বলেছিলেন যে তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে কুমোর পদত্যাগ করা উচিত। প্রেসিডেন্ট বাইডেন আগামী দুদিন পরে এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া দেবেন বলেও জানান এ মুখপাত্র।
সাকি আরও বলেন, 'আমি জানি না এমন কেউ আছে কিনা যে সকালে এই ব্রিফিং (জেমসের ব্রিফিং) দেখেছে এবং অভিযোগগুলোকে ঘৃণ্য মনে করেনি। আমার কাছে অবশ্যই ঘৃণ্য মনে হয়েছে।'
প্রতিবেদনের ফল প্রকাশের পর কিছু মার্কিন আইন প্রণেতা এবং নিউইয়র্কের সিনিয়র ডেমোক্র্যাট কুমোর পদত্যাগের দাবি তোলেন। তবে কুমোর যে সহসাই পদত্যাগ করার কোন ইচ্ছা নেই তাও তাঁর কথায় পরিষ্কার। করোনাকালে টেলিভিশনের নিয়মিত মুখ হয়ে ওঠা কুমো স্পষ্ট বললেন, মহামারির বিরুদ্ধে লড়াইয়ের কাজ থেকে আমি 'বিভ্রান্ত হব না'। কুমো বলেন, 'আমি চাই তোমরা আমার কাছ থেকে সরাসরি জানো যে আমি কখনো কাউকে অনুপযুক্তভাবে স্পর্শ করিনি বা যৌন হয়রানি করিনি। আমার বয়স এখন ৬৩ বছর। আমি আমার পুরো প্রাপ্তবয়স্ক জীবন জনসাধারণের চোখের সামনে কাটিয়েছি। এটা আমি নই। এবং আমি কখনোই এমন ছিলাম না।'
প্রসঙ্গত, গভর্নর কুমো তিন প্রাপ্তবয়স্ক কন্যার তালাকপ্রাপ্ত বাবা। প্রতিবেদনে উঠে আসা অভিযোগগুলোর মধ্যে একটিতে বলা হয়—'রাষ্ট্রের একজন নারী সৈন্য অ্যান ক্লার্ক কুমোর লক্ষ্যবস্তু হয়েছিল। একদিন লিফটে কুমো ক্লার্কের পেছনে দাঁড়িয়েছিলেন। একপর্যায়ে তিনি একটি আঙুল ক্লার্কের ঘার থেকে স্পর্শ করে মেরুদণ্ড বেয়ে নিচে নামিয়ে এনে বলেন 'আরে তুমি'। কুমো আরেকটি হাত ক্লার্কের পেট থেকে শুরু করে হিপ পর্যন্ত নিয়ে আসেন। ওই দিন কুমো তাঁর বুকের ব্যক্তিগত অঙ্গ পর্যন্ত স্পর্শ করেছিল।'
দক্ষিণ আফ্রিকায় চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ প্রবেশ করানোর অভিনব এক প্রকল্প চালু করেছেন বিজ্ঞানীরা। জোহানেসবার্গের উইটওয়াটারস্র্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল জানিয়েছে, এই পদ্ধতিতে গন্ডারদের কোনো ক্ষতি হবে না।
৫ ঘণ্টা আগেপ্রবাদ আছে, ‘চোরের দশ দিন গেরস্তের এক দিন।’ ঠিক এমনই এক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। স্থানীয় পুলিশ এক ‘লুটেরা দুলহান’কে (প্রতারক কনে) গ্রেপ্তার করেছে। যাঁর বিরুদ্ধে এক-দুজন নয়, আটজন পুরুষকে বিয়ে করে তাঁদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগেভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি ও জেডিএসের সাবেক সাংসদ প্রজ্জ্বল রেভান্না ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। বেঙ্গালুরুর একটি আদালত দীর্ঘ ১৪ মাস ধরে চলা এই মামলার রায় আজ শুক্রবার ঘোষণা করেছেন। এই রায়ের মাধ্যমে কার্যত তাঁর রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটল বলে মনে করা হচ্ছে।
৭ ঘণ্টা আগেআন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে নয়াদিল্লির ওপর। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফনীতি, রুশ তেল কেনা নিয়ে পশ্চিমা বিশ্বে সমালোচনা, এফ-৩৫ যুদ্ধবিমান চুক্তি নিয়ে দ্বিধা, ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিষা প্রিয়াকে ফিরিয়ে আনার মানবিক ইস্যু এবং এর পাশাপাশি কোয়াড ও চীন-পাকিস্তান ঘিরে ক
৮ ঘণ্টা আগে