Ajker Patrika

পশ্চিম তীরে বসতি স্থাপনে জড়িতদের ওপর আবারও মার্কিন নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১৫: ৩৪
Thumbnail image

ফিলিস্তিনের পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ও সহিংসতার কারণে অভিযুক্ত ইসরায়েলিদের জন্য অর্থ সংগ্রহ করায় উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গাভিরের মিত্র এবং দুটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির জন্য ওয়াশিংটন যাদের দায়ী করে আসছে, তাদের বিরুদ্ধেই গতকাল শুক্রবার এই নিষেধাজ্ঞা দিয়েছে বাইডেন প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

এ বছর ইতিমধ্যেই বসতি স্থাপনকারী পাঁচ ব্যক্তি এবং দুটি অননুমোদিত সেনা চৌকির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির প্রতি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান হতাশার সর্বশেষ লক্ষণ এই নিষেধাজ্ঞা আরোপ।

মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই নিষেধাজ্ঞার অধীনে থাকা ব্যক্তি ও সেনা চৌকির কাছে থাকা যুক্তরাষ্ট্রের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকদের যেকোনো কাজ করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া, সহিংসতায় জড়িত যাদের বিরুদ্ধে পূর্ববর্তী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সেই অভিযুক্ত বসতি স্থাপনকারীদের সমর্থন করার লক্ষ্যে তহবিল সংগ্রহের প্রচারণা শুরু করা দুটি সংস্থার বিরুদ্ধেও দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা।

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে বাইডেন প্রশাসনের এই পদক্ষেপ স্বাভাবিকভাবেই নেতানিয়াহুর শাসক জোটের ডানপন্থী সদস্যদের বিচলিত করেছে। নেতানিয়াহু সরকারের সঙ্গে বাইডেন প্রশাসনের সম্পর্ক ক্রমেই ধারণ করছে জটিল রূপ। ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার প্রতিক্রিয়ায় সংযম দেখানোর আহ্বান জানিয়েছিল ওয়াশিংটন।

ইসরায়েলের ডানপন্থী গোষ্ঠী লেহাভার প্রতিষ্ঠাতা এবং নেতা বেন-জায়ন গোপস্টেইনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। লেহাভা অ-ইহুদিদের সঙ্গে ইহুদিদের আত্তীকরণের বিরোধিতাকারী। ধর্ম ও জাতীয় নিরাপত্তার নামে আরবদের বিরুদ্ধে আন্দোলন করে তারা। গোপস্টেইনের মতে, লেহাভার সদস্য সংখ্যা পাঁচ হাজার।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, গ্রুপটির সদস্যরা সহিংসতা উসকে দিয়ে পশ্চিম তীরকে অস্থিতিশীল করার কাজে নিয়োজিত ছিল। তিনি বলেন, গোপস্টেইনের নেতৃত্বাধীন লেহাভার সদস্যরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার সঙ্গে জড়িত ছিল। তারা প্রায়ই স্পর্শকাতর স্থাপনায় হামলাও করত।

সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি এবং চরমপন্থী হামলা প্রতিরোধে ইসরায়েল ব্যবস্থা না নিলে আরও পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছেন ম্যাথিউ মিলার।

লেহাভা এবং অন্যান্য গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞার ব্যাপারে গতকাল ইউরোপীয় ইউনিয়নও সম্মতি দিয়েছে।

মার্কিন নিষেধাজ্ঞায় পড়া ইসরায়েলের সবচেয়ে বিশিষ্ট ব্যক্তি গোপস্টেইন এবং তার পরিবারের সঙ্গে ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গাভিরের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বেন-গাভির নিজেও পশ্চিম তীরের একটি বসতিতে বসবাস করেন।

বেন-গাভির এবং গোপস্টেইন দুজনেই উগ্র জাতীয়তাবাদী র‍্যাবায় প্রয়াত মেয়ার কাহানের শিষ্য ছিলেন। কাহানের কাচ আন্দোলনকে বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল ওয়াশিংটন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত