Ajker Patrika

বাইডেনকে ঈশ্বরের দাওয়াত দিতে যাচ্ছিলেন, পথেই গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ২৩: ৫৪
Thumbnail image

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হুমকি দেওয়ার অভিযোগে কানসাস অঙ্গরাজ্যের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা। স্থানীয় সময় বুধবার তাঁকে মেরিল্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম স্কট রায়ান মেরিম্যান। তিনি গোয়েন্দাদের জানিয়েছেন, বাইডেনকে ঈশ্বরের দিকে ফেরানোর জন্যই হোয়াইট হাউসের দিকে যাচ্ছিলেন। 

স্কট জানান, বাইডেনের বিভাজনের কারণে যুক্তরাষ্ট্রের মানুষ বিরক্ত। আর এ জন্যই ঈশ্বর তাঁকে ওয়াশিংটন ডিসিতে যেতে বলেছেন। বাইডেন ঈশ্বরের দিকে না ফিরলে তাঁকে নরকে যেতে হবে বলেও জানান স্কট। 

সিএনএনকে মার্কিন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, স্কটের কাছ থেকে তিন রাউন্ড বুলেটভর্তি ম্যাগাজিন পাওয়া গেছে। তবে তাঁর কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি। 

স্কট জানিয়েছেন, ঈশ্বর তাঁকে গোলাবারুদ আনতে বলেছেন। 

আদালতের নথিতে দেখা যায়, হোয়াইট হাউসেও ফোন করেছিলেন স্কট। তখন তিনি বাইডেনের উদ্দেশে হুমকিমূলক কথা বলেন।

স্কট হোয়াইট হাউসে ফোন দিয়ে বলেন, ‘খ্রিস্টবিরোধীর মাথা কাটার জন্য আমি আসছি।’ পরে হোয়াইট হাউসের পক্ষ থেকে বিষয়টি মার্কিন গোয়েন্দাদের জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত