Ajker Patrika

বাইবেলের দোহাই দিয়ে ডিভোর্স চাইলেন মার্কিন রাজনীতিকের স্ত্রী

অনলাইন ডেস্ক
আপডেট : ১১ জুলাই ২০২৫, ২০: ৪১
স্বামী কেন প্যাক্সটনের সঙ্গে অ্যাঞ্জেলা প্যাক্সটন। ছবি: সংগৃহীত
স্বামী কেন প্যাক্সটনের সঙ্গে অ্যাঞ্জেলা প্যাক্সটন। ছবি: সংগৃহীত

বাইবেলের দোহাই দিয়ে বিবাহবিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সিনেটর অ্যাঞ্জেলা প্যাক্সটন। তিনি বলেছেন, তাঁর বৈবাহিক জীবন ঈশ্বরকে সম্মান করছে না বিধায় তাঁকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

গতকাল বৃহস্পতিবার অ্যাঞ্জেলা সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা দি ইনডিপেনডেন্ট।

রিপাবলিকান পার্টির এই সিনেটর ঘোষণাটি এমন সময় দিলেন, যখন তাঁর স্বামী টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন আগামী বছরে অঙ্গরাজ্যটির সিনেট নির্বাচনে দলটির মনোনয়ন পেতে ব্যস্ত সময় পার করছেন। তাঁর প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ সিনেটর জন করনিন।

বিবাহবিচ্ছেদের বিষয়ে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অ্যাঞ্জেলা বলেন, ‘আজ ৩৮ বছরের দাম্পত্যজীবনের পর আমি বাইবেলের নির্দেশিত নীতিমালার ভিত্তিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছি।

‘আমি বিশ্বাস করি, বিয়ে একটি পবিত্র অঙ্গীকারনামা। আমি আন্তরিকভাবে মিটমাটের চেষ্টা চালিয়ে গিয়েছি। কিন্তু সম্প্রতি কিছু বিষয় আমার গোচরে এসেছে। তার ভিত্তিতে আমি মনে করি না এই সম্পর্ক ঈশ্বরকে সম্মান জানাচ্ছে বা আমার নিজের, আমার সন্তানদের বা কেনের জন্য ভালো কিছু বয়ে আনবে।’

২০১৯ সাল থেকে উত্তর-পূর্ব টেক্সাসের একটি জেলার প্রতিনিধিত্ব করে আসা অ্যাঞ্জেলা পোস্টটিতে আরও বলেন, ‘আমি দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছি। কারণ, আমি জানি, ঈশ্বর সবকিছু এমনভাবে ঘটান, যাতে শেষ পর্যন্ত তা তাঁর প্রিয় মানুষদের মঙ্গলের জন্যই হয়।’

দি ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, অ্যাঞ্জেলার এই পোস্ট তাঁর স্বামীর সিনেট নির্বাচনের প্রচারে বিঘ্ন ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে, এই বিবাহবিচ্ছেদের ঘোষণাকে কেন্দ্র করে যদি আগামী দিনে কোনো আপত্তিকর বা বিতর্কিত তথ্য সামনে আসে।

টেক্সাসের আদালতে স্ত্রী ডিভোর্সের আবেদন জমা দেওয়ার পর অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন এক বিবৃতি দেন।

তাতে তিনি বলেন, ‘অসংখ্য রাজনৈতিক আক্রমণ ও জনসমালোচনার মধ্য দিয়ে যাওয়ার পর অ্যাঞ্জেলা ও আমি আমাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।

‘আমি আমাদের অসাধারণ পরিবার নিয়ে ভীষণ গর্বিত এবং কৃতজ্ঞ, যা ঈশ্বর আমাদের উপহার দিয়েছেন। আমি সব সময় আমাদের সন্তান ও নাতি-নাতনিদের পাশে থাকব। এই সময়ে আমি আপনাদের প্রার্থনা ও গোপনীয়তা কামনা করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারা দেশে আরও ১০ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা

‘আজ বুঝলাম, সময়ের কাছে মানুষ কত অসহায়’—মৃত্যুর আগে স্ট্যাটাস স্বেচ্ছাসেবক লীগ নেতার

পাথর দিয়ে মাথা থেঁতলে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার

রামদা হাতে ভাইরাল সেই সাবেক যুবদল নেতাকে গুলি ও পায়ের রগ কেটে হত্যা

জগন্নাথপুরে এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া রাইদা হতে চায় চিকিৎসক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত