Ajker Patrika

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: জনমত জরিপে ট্রাম্পকে টেক্কা কমলা হ্যারিসের

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৪: ৫৩
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: জনমত জরিপে ট্রাম্পকে টেক্কা কমলা হ্যারিসের

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। কিছুদিন আগেই নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর জায়গায় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম। আনুষ্ঠানিকভাবে মনোনীত না হলেও ট্রাম্পের বিপরীতে তাঁর প্রার্থী হওয়ার বিষয়টি এক প্রকার নিশ্চিত। আর তিনি প্রার্থী হলে তাঁর ও ট্রাম্পের মধ্যে লড়াই জমবে বেশ। এমন ইঙ্গিত দিয়ে রাখল সাম্প্রতিক একটি জনমত জরিপ। 

বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন ট্রাম্পের বিপরীতে নিজের প্রার্থিতা প্রত্যাহারের পর পরিচালিত প্রথম জরিপেই বাজিমাত করেছেন কমলা হ্যারিস। তিনি জরিপে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন। তবে ব্যবধানটা খুব বেশি নয়। 

রয়টার্স/ইপসস পরিচালিত জরিপের ফলাফল বলছে, প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে কমলা হ্যারিস ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অন্তত ২ পয়েন্ট এগিয়ে আছেন। গত রোববার বাইডেন আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন এবং তাঁর জায়গায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন দেন। তার ঠিক দুদিন পর অর্থাৎ গতকাল মঙ্গলবার এই জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে। 

জরিপ অনুসারে, কমলা হ্যারিস পেয়েছেন ৪৪ পয়েন্ট। যেখানে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪২ পয়েন্ট। এর আগের সপ্তাহে পরিচালিত একই ধরনের জরিপে ৫৯ বছর বয়সী কমলা হ্যারিস ও ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প উভয় ৪৪ পয়েন্ট করে পেয়েছিলেন। 

অপর একটি জরিপে অবশ্য কমলা ট্রাম্পের চেয়ে পিছিয়ে আছেন। তবে এতে ব্যবধান আরও কম। গত সোমবার পিবিএস নিউজ, এনপিআর ও ম্যারিস্ট পরিচালিত জরিপ থেকে দেখা গেছে, অংশগ্রহণকারী মার্কিন ভোটারদের মধ্যে ৪৬ শতাংশ ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নিতে চান। বিপরীতে কমলাকে চান ৪৫ শতাংশ মার্কিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত