Ajker Patrika

শোষণের তিনগুণ কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করছে আমাজন

শোষণের তিনগুণ কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করছে আমাজন

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে বাঁচাতে বাতাসে থাকা কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে অরণ্য। এতে করে ক্ষতিকর গ্রিনহাউস গ্যাসও কমে যায়। পৃথিবীকে বাঁচিয়ে রাখা এ অরণ্যগুলোর মধ্যে আমাজন অন্যতম। একে বলা হয় ‘পৃথিবীর ফুসফুস’। কিন্তু এ ফুসফুস এখন রক্ষক থেকে হয়ে গেছে ভক্ষক। গ্রহণের চেয়ে তিনগুণ কার্বন ডাই-অক্সাইড গ্যাস নিঃসরণ করছে আমাজন। 

এক দশক ধরে গবেষণা করার পর এ তথ্য জানিয়েছেন ব্রাজিলের একদল বিজ্ঞানী। আমাজনের এ পরিবর্তন প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো। সম্প্রতি ‘নেচার’ জার্নালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এতে আরও বলা হয়, আমাজনের বিভিন্ন জায়গায় বন পুড়ে যাওয়ায় এমনটি হয়েছে। 

আমাজনের কার্বন নিঃসরণের ব্যাপারটি এর আগেই স্যাটেলাইটের মাধ্যমে জানা গিয়েছিল। তবে অনেক প্রতিবন্ধকতা থাকায় তথ্যগুলো আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়নি। এবার আমাজনের সাড়ে ৪ হাজার মিটার ওপর দিয়ে অনেক ছোট উড়োজাহাজ ব্যবহার করে এ গবেষণা করা হয়েছে। 

গবেষক দলের প্রধান ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চের গবেষক লুসিয়ানা গাত্তি জানান, আমাজন যে পরিমাণ কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করছে এর তিনগুণ নিঃসরণ করছে। যেসব এলাকায় বনায়ন নির্মূলের হার ৩০ শতাংশের বেশি, সেখানে এ গ্যাস গ্রহণের চেয়ে ১০ গুণ নিঃসৃত হয়। 

এ সংকটের বাইরে আরেকটি সমস্যার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, আমাজনে গাছ কমে যাচ্ছে। ফলে বৃষ্টিও কম হবে। এতে করে বেড়ে যাবে খরা। ইতিমধ্যেই বিশ্বের উন্নত দেশগুলোতে জলবায়ুর বিরূপ আচরণ দেখা যাচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত