Ajker Patrika

ইলন মাস্কের ‘আমেরিকা পার্টি’ নিয়ে কোটিপতিদের আগ্রহ

অনলাইন ডেস্ক
মাস্কের এই নতুন দল গঠনের প্রেক্ষাপটে ট্রাম্পের সঙ্গে তাঁর শীতল সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। ছবি: ব্রিমকো
মাস্কের এই নতুন দল গঠনের প্রেক্ষাপটে ট্রাম্পের সঙ্গে তাঁর শীতল সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। ছবি: ব্রিমকো

টেসলা ও এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। ‘আমেরিকা পার্টি’ নামে এই দল গঠনের ঘোষণার এক দিনের মধ্যেই কিছু প্রভাবশালী ও কোটিপতি এতে সমর্থনে আগ্রহ দেখিয়েছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মাস্ক বলেন, এই দল হবে ‘দুই প্রধান দলের বাইরে স্বাধীন একটি প্ল্যাটফর্ম’। পোস্টটির প্রতিক্রিয়ায় মার্কিন কোটিপতি মার্ক কিউবান ও সাবেক হোয়াইট হাউস উপদেষ্টা অ্যান্থনি স্কারামুচি ইতিবাচক সাড়া দেন এবং সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আগ্রহ প্রকাশ করেন।

উল্লিখিত পোস্টে মাস্কের ঘোষণাকে ইমোজি দিয়ে স্বাগত জানান মার্ক কিউবান। পাশাপাশি তিনি জানান, তিনি ‘সেন্টার ফর কম্পেটিটিভ ডেমোক্রেসি’র সঙ্গে কাজ করেন এবং দলটি যেন নির্বাচনে অংশ নিতে পারে, সে জন্য প্রার্থিতা অনুমোদনের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় সহায়তা করতে পারেন।

অন্যদিকে, স্কারামুচি এক্সে লিখেছেন, তিনি মাস্কের সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করতে আগ্রহী।

উল্লেখ্য, স্কারামুচি ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম দফার প্রেসিডেন্ট মেয়াদে মাত্র ১০ দিন হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক হিসেবে কাজ করার পর বরখাস্ত হন। পরে তিনি ট্রাম্পবিরোধী অবস্থান গ্রহণ করেন এবং ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ও কমলা হ্যারিসের প্রতি সমর্থন জানান।

মার্ক কিউবানও এর আগে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছেন এবং তাঁকে সহপ্রার্থী হিসেবেও বিবেচনা করা হয়েছিল বলে গুঞ্জন রয়েছে।

মাস্কের এই নতুন দল গঠনের প্রেক্ষাপটে ট্রাম্পের সঙ্গে তাঁর শীতল সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন। মাস্ক তাঁর এক্স পোস্টে জানান, প্রথম ধাপে আমেরিকা পার্টির লক্ষ্য হচ্ছে ‘দুই থেকে তিনটি সিনেট আসন ও ৮ থেকে ১০টি হাউস আসন দখল করা।’

তবে, ইলন মাস্ক আমেরিকা পার্টি গঠনের আনুষ্ঠানিক কাগজপত্র ফেডারেল ইলেকশন কমিশনে (এফইসি) জমা দিয়েছেন কি না, তা এখনো স্পষ্ট নয়। কমিশনের সর্বশেষ নথিপত্রে আমেরিকা পার্টি নাম উল্লেখ করা বেশ কয়েকটি দলীয় নিবন্ধন পাওয়া গেছে, তবে এসবের সত্যতা নিয়ে সংশয় রয়েছে।

এখন দেখার বিষয়, মাস্কের নেতৃত্বে এই নতুন রাজনৈতিক উদ্যোগ কতটা বাস্তবতা পায় এবং এটি মার্কিন রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে সক্ষম হয়।

তথ্যসূত্র: ইএনগেজেট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

বিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

বিমানবন্দর থেকেই ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত