অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির উত্তরের সার্ফসাইড শহরে ১২তলা ভবনধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২৬ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছেন ১০৯ জন। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
মায়ামি-ডাড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা বলেন, উদ্ধারকারী বাহিনী আরও চারজনের মরদেহ উদ্ধার করেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়াল।
কর্তৃপক্ষ জানায়, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৭০ জন ধসে পড়ার সময় ভবনটির ভেতরে ছিলেন।
ক্রান্তীয় ঝড় এলসার প্রভাবে উদ্ধারকাজ কঠিন হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা। তিনি বলেন, ‘আমরা আবহাওয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’
যুক্তরাষ্ট্রের দ্য ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে, ১১০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে বুধবার ফ্লোরিডা উপকূল অতিক্রম করবে এলসার।
মায়ামি-ডাড কাউন্টির দমকল বাহিনীর প্রধান অ্যালান কমিনস্কি বলেন, দমকল বাহিনীর ২০০ কর্মী বিভিন্ন দেশ থেকে আসা উদ্ধারকারী দলের সঙ্গে মিলে উদ্ধারকাজ চালাচ্ছেন। এ পর্যন্ত ১২৪ টন ধ্বংসাবশেষ সরানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুন প্রথম প্রহরে মায়ামির উত্তরের সার্ফসাইড শহরে ভবনটি ধসে পড়ার পর থেকে ধ্বংসস্তূপের মধ্যে এ পর্যন্ত জীবিত কারও খোঁজ পাওয়া যায়নি। ধ্বংসস্তূপ থেকে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য এখনো অভিযান চালানো হচ্ছে। ধসেপড়া ১২তলা ভবনের অবশিষ্টাংশও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির উত্তরের সার্ফসাইড শহরে ১২তলা ভবনধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২৬ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছেন ১০৯ জন। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
মায়ামি-ডাড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা বলেন, উদ্ধারকারী বাহিনী আরও চারজনের মরদেহ উদ্ধার করেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়াল।
কর্তৃপক্ষ জানায়, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৭০ জন ধসে পড়ার সময় ভবনটির ভেতরে ছিলেন।
ক্রান্তীয় ঝড় এলসার প্রভাবে উদ্ধারকাজ কঠিন হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা। তিনি বলেন, ‘আমরা আবহাওয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’
যুক্তরাষ্ট্রের দ্য ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে, ১১০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে বুধবার ফ্লোরিডা উপকূল অতিক্রম করবে এলসার।
মায়ামি-ডাড কাউন্টির দমকল বাহিনীর প্রধান অ্যালান কমিনস্কি বলেন, দমকল বাহিনীর ২০০ কর্মী বিভিন্ন দেশ থেকে আসা উদ্ধারকারী দলের সঙ্গে মিলে উদ্ধারকাজ চালাচ্ছেন। এ পর্যন্ত ১২৪ টন ধ্বংসাবশেষ সরানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুন প্রথম প্রহরে মায়ামির উত্তরের সার্ফসাইড শহরে ভবনটি ধসে পড়ার পর থেকে ধ্বংসস্তূপের মধ্যে এ পর্যন্ত জীবিত কারও খোঁজ পাওয়া যায়নি। ধ্বংসস্তূপ থেকে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য এখনো অভিযান চালানো হচ্ছে। ধসেপড়া ১২তলা ভবনের অবশিষ্টাংশও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গ্লোবাল ভারতের ২০২৫ সালের ফেডারেল বাজেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর এর প্রভাব নিয়ে কনস্টান্টিনো জেভিয়ারের সঙ্গে কথা বলেছে। সাক্ষাৎকারে ভারতের কূটনৈতিক সক্ষমতা এবং এর ক্রমবর্ধমান বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য উল্লেখযোগ্য সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে...
৩৯ মিনিট আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এবার একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার এক আবাসিক এলাকায় টুইন-ইঞ্জিন মেডেভাক বা রোগী বহনকারী বিমান বিধ্বস্ত...
১ ঘণ্টা আগেমিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। সামরিক বাহিনী নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ গতকাল শুক্রবার রাজধানী নেপিডোতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। পরে রাষ্ট্রীয় গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়
১ ঘণ্টা আগেসীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
১০ ঘণ্টা আগে