ডয়চে ভেলে
ইমরানের অনুমতি নিয়েই তাঁর বাড়িতে তল্লাশির জন্য ঢুকবে পাঞ্জাব পুলিশ। জানিয়ে দিলেন মন্ত্রী।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সরাসরি সংঘাতের রাস্তা এড়িয়ে যেতে চাইছে পাঞ্জাবের অন্তর্বর্তী সরকার। তথ্যমন্ত্রী আমির মীর বলেছেন, ইমরানের অনুমতি নিয়ে, ক্যামেরার সামনে তাঁরা সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি চালাতে চান। ইমরানের অনুমতি নিয়েই লাহোরের পুলিশ কমিশনারের নেতৃত্বে একটা দল পাঠাতে চায় সরকার।
ইমরানের জামান পার্কের বাড়ি পাঞ্জাব পুলিশের কর্মীরা ঘিরে রেখেছে। জামান পার্কে ঢোকা-বেরোনোও নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর আগে পাঞ্জাব সরকার একটা চরমসীমা বেঁধে দিয়ে বলেছিল, ওই সময়ের মধ্যে ইমরানকে তাঁর বাড়িতে আশ্রয় নেওয়া সন্ত্রাসীদের পুলিশের হাতে তুলে দিতে হবে। সেই সময়সীমা পার হয়ে গেছে। ডিডব্লিউকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান বলেছেন, পাকিস্তানের পরিস্থিতি অস্বাভাবিক। তাঁর দলের সব নেতা জেলে। সাড়ে ৭ হাজার কর্মী জেলে। এবার তাঁকে আবার গ্রেপ্তার করা হবে বলে তিনি মনে করছেন।
মীর অবশ্য আবার দাবি করেছেন, ইমরানের বাড়িতে ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী আশ্রয় নিয়েছে। তাঁরা সেনা সদর দপ্তরে হামলা করেছিল। তাঁদের পুলিশের হাতে তুলে দিতে হবে। তবে পাঞ্জাবের অন্তর্বর্তী মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে ঠিক হয়েছে, জোর করে ইমরানের বাড়িতে না ঢুকে তাঁর অনুমতি নিয়ে ঢোকা হবে। জুমার নামাজের পর প্রতিনিধিদল ইমরানের বাড়িতে যাবে।
ইমরান আগে বলেছিলেন, পুলিশ তার বাড়িতে তল্লাশির নাম করে কিছু মানুষকে ঢুকিয়ে দেবে। পরে বলবে, তারাই সন্ত্রাসী। মীর জানিয়েছেন, পুরো তল্লাশি অভিযান ক্যামেরার সামনে হবে। ফলে এ নিয়ে কোনো সন্দেহ থাকার কারণ নেই।
মীর দাবি করেছেন, জামান পার্ক এলাকা থেকে আটজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জেরা করা হচ্ছে।
বৃহস্পতিবার ইমরানের বাড়িতে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয় এবং তারা সর্বত্র ঘুরে দেখেছেন। জিও টিভির রিপোর্টারও তাঁদের মধ্যে ছিলেন। তিনি জানিয়েছেন, পুরো বাড়িতে তাঁরা ইচ্ছেমতো ঘুরে দেখেছেন। শুধু একটাই পরিবর্তন হয়েছে। বাড়ির ছাদে ও ইমরানের বসার ঘরে বুলেটপ্রুফ কাচ লাগানো হয়েছে।
ইমরানের বাড়িতে ১০-১২ জন কর্মী এসেছিলেন। তাঁরা যখন বাইরে যান, তখন পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
ইমরানের অনুমতি নিয়েই তাঁর বাড়িতে তল্লাশির জন্য ঢুকবে পাঞ্জাব পুলিশ। জানিয়ে দিলেন মন্ত্রী।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সরাসরি সংঘাতের রাস্তা এড়িয়ে যেতে চাইছে পাঞ্জাবের অন্তর্বর্তী সরকার। তথ্যমন্ত্রী আমির মীর বলেছেন, ইমরানের অনুমতি নিয়ে, ক্যামেরার সামনে তাঁরা সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি চালাতে চান। ইমরানের অনুমতি নিয়েই লাহোরের পুলিশ কমিশনারের নেতৃত্বে একটা দল পাঠাতে চায় সরকার।
ইমরানের জামান পার্কের বাড়ি পাঞ্জাব পুলিশের কর্মীরা ঘিরে রেখেছে। জামান পার্কে ঢোকা-বেরোনোও নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর আগে পাঞ্জাব সরকার একটা চরমসীমা বেঁধে দিয়ে বলেছিল, ওই সময়ের মধ্যে ইমরানকে তাঁর বাড়িতে আশ্রয় নেওয়া সন্ত্রাসীদের পুলিশের হাতে তুলে দিতে হবে। সেই সময়সীমা পার হয়ে গেছে। ডিডব্লিউকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান বলেছেন, পাকিস্তানের পরিস্থিতি অস্বাভাবিক। তাঁর দলের সব নেতা জেলে। সাড়ে ৭ হাজার কর্মী জেলে। এবার তাঁকে আবার গ্রেপ্তার করা হবে বলে তিনি মনে করছেন।
মীর অবশ্য আবার দাবি করেছেন, ইমরানের বাড়িতে ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী আশ্রয় নিয়েছে। তাঁরা সেনা সদর দপ্তরে হামলা করেছিল। তাঁদের পুলিশের হাতে তুলে দিতে হবে। তবে পাঞ্জাবের অন্তর্বর্তী মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে ঠিক হয়েছে, জোর করে ইমরানের বাড়িতে না ঢুকে তাঁর অনুমতি নিয়ে ঢোকা হবে। জুমার নামাজের পর প্রতিনিধিদল ইমরানের বাড়িতে যাবে।
ইমরান আগে বলেছিলেন, পুলিশ তার বাড়িতে তল্লাশির নাম করে কিছু মানুষকে ঢুকিয়ে দেবে। পরে বলবে, তারাই সন্ত্রাসী। মীর জানিয়েছেন, পুরো তল্লাশি অভিযান ক্যামেরার সামনে হবে। ফলে এ নিয়ে কোনো সন্দেহ থাকার কারণ নেই।
মীর দাবি করেছেন, জামান পার্ক এলাকা থেকে আটজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জেরা করা হচ্ছে।
বৃহস্পতিবার ইমরানের বাড়িতে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয় এবং তারা সর্বত্র ঘুরে দেখেছেন। জিও টিভির রিপোর্টারও তাঁদের মধ্যে ছিলেন। তিনি জানিয়েছেন, পুরো বাড়িতে তাঁরা ইচ্ছেমতো ঘুরে দেখেছেন। শুধু একটাই পরিবর্তন হয়েছে। বাড়ির ছাদে ও ইমরানের বসার ঘরে বুলেটপ্রুফ কাচ লাগানো হয়েছে।
ইমরানের বাড়িতে ১০-১২ জন কর্মী এসেছিলেন। তাঁরা যখন বাইরে যান, তখন পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
ইরানে নারীদের ওপর দুইটি পৃথক সহিংস হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেশজুড়ে এবং আন্তর্জাতিক পরিসরে তীব্র প্রতিক্রিয়ার তৈরি হয়েছে। একটি ভিডিওতে রাস্তায় এক নারীকে ভয়াবহভাবে নির্যাতন এবং অপরটিতে একটি পেশাদার সভায় নারীর ওপর হামলার ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকা সম্পূর্ণভাবে দখলের প্রস্তাব দিতে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। নেতানিয়াহুর পরিকল্পনার কথা জানিয়ে ইসরায়েলের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেছেন, ‘পথ ঠিক করা হয়েছে—আমরা পুরো গাজা দখলের পথে যাচ্ছি এবং হামাসকে পরাজিত করব।’
২ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত অবৈধ কন্যা এলিজাভেটা ক্রিভোনোগিখ ব্যক্তিগত একটি টেলিগ্রাম চ্যানেলে আবেগঘন পোস্ট করে আবারও আলোচনায় এসেছেন। তিনি এই পোস্টে একজন অজ্ঞাতনামা ব্যক্তির কথা উল্লেখ করে লিখেছেন, ‘যে লোক কোটি কোটি মানুষের জীবন নিয়েছে, সে আমার জীবনও ধ্বংস করে দিয়েছে।’
৪ ঘণ্টা আগেহাবিবুল্লাহ খাত্তি এখন তাঁর পরিবারকে নিয়ে কাছের করাচি শহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পাকিস্তানের বৃহত্তম এ শহরে সিন্ধু বদ্বীপসহ দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষের ভিড় ক্রমেই বাড়ছে।
৫ ঘণ্টা আগে