Ajker Patrika

আফগান নারীদের স্কুলে নিষিদ্ধ করা হবে ইসলাম পরিপন্থী: ইমরান খান 

আফগান নারীদের স্কুলে নিষিদ্ধ করা হবে ইসলাম পরিপন্থী: ইমরান খান 

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আফগানিস্তানে নারীদের শিক্ষাগ্রহণে বাধা দেওয়া হবে ইসলাম পরিপন্থী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান এমনটি জানিয়েছেন।

 ইমরান খান জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাওয়ার জন্য আফগানিস্তানে নতুন তালেবান সরকারকে পাকিস্তানের শর্ত পূরণ করতে হবে। 
পাকিস্তানের প্রধানমন্ত্রী আফগানিস্তানের নতুন তালেবান শাসকদের একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন এবং মানবাধিকারে প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। 

 ইমরান খান বলেছেন, আফগানিস্তানকে সন্ত্রাসীদের আস্তানা হিসেবে ব্যবহার করতে দেওয়া উচিত হবে না। এটি পাকিস্তানের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিতে পারে। 

 গত সপ্তাহে আফগানিস্তানে মাধ্যমিক বিদ্যালয় খোলার ঘোষণা দিলেও মেয়েদের বাদ দিয়ে শুধু ছেলে শিক্ষার্থী ও পুরুষ শিক্ষকদের শিক্ষা কার্যক্রম শুরু করার অনুমতি দিয়েছে তালেবান। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন, তিনি বিশ্বাস করেন মেয়েরা শিগগিরই স্কুলে ফিরতে পারবে। 

সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, তালেবান ক্ষমতায় আসার পর থেকে যেসব প্রতিশ্রুতি দিয়েছে তা খুবই উৎসাহব্যাঞ্জক। আমি মনে করি তারা মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি দেবে। 

তালেবানকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন , তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে কিনা অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্ত নেবে পাকিস্তান। সব প্রতিবেশী একত্রিত হয়ে দেখবে,  তালেবান কীভাবে অগ্রসর হয়। 
 
অভিযোগ রয়েছে, পাকিস্তানের সঙ্গে তালেবানের গভীর সম্পর্ক রয়েছে। যদিও পাকিস্তান তা অস্বীকার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত