পাকিস্তানের নবনিযুক্ত সেনাপ্রধান আসিম মুনির ভারতের বিপক্ষে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে কোনো ধরনের ‘দুঃসাহসিক’ কাজ করা থেকে বিরত থাকতে বলেছেন। অন্যথা পাকিস্তানও পূর্ণ শক্তিতেই জবাব দেবে বলে জানিয়েছেন তিনি। তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
জেনারেল আসিম মুনির পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়ার স্থলাভিষিক্ত হয়েছেন কয়েক দিন আগেই। সেনাপ্রধান হওয়ার পর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে লাইন অব কন্ট্রোল পরিদর্শনে গিয়ে এই সতর্কবার্তা উচ্চারণ করেন। তাঁর এই মন্তব্যের পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে।
কাশ্মীর উপত্যকা ও চীন সীমান্তবর্তী পাকিস্তানি এলাকা গিলগিট-বালটিস্তান অঞ্চলের অবস্থা সম্পর্কে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর পৃথক বিবৃতির পর পাকিস্তানি সেনাপ্রধানের পক্ষ থেকে এই মন্তব্য এল।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত অক্টোবরে আশা প্রকাশ করেছিলেন যে, শিগগিরই গিলগিট-বালটিস্তান অঞ্চলকে ভারত-শাসিত কাশ্মীরকে সংযুক্ত করা হবে। যে বিষয়ে বিজেপি সরকার ২০১৯ সালের আগস্টে কাজ শুরু করেছিল। তবে তাঁর এই মন্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছিল। বিশেষ করে ইসলামাবাদের দীর্ঘদিনের মিত্র বেইজিংয়ের কাছ থেকে। পরে, রাজনাথ সিংয়ের মন্তব্যের জের ধরে লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছিলেন, ‘সেনাবাহিনী সরকারে সিদ্ধান্ত বাস্তবায়নে পুরোপুরি প্রস্তুত।’
ভারতীয় কর্মকর্তাদের এমন মন্তব্যের জবাবে জেনারেল মুনির বলেন, ‘পাকিস্তানের সেনারাও তাদের দেশ আক্রান্ত হলে জবাব দিতে প্রস্তুত।’
জেনারেল মুনির আরও বলেন, ‘আমরা সম্প্রতি গিলগিট-বালটিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীর সম্পর্কে ভারতীয় নেতৃত্বের কাছ থেকে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন বিবৃতি লক্ষ্য করেছি। আমি স্পষ্ট করেই বলছি, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সব সময় প্রস্তুত থাকে—শুধু আমাদের মাতৃভূমির প্রতি ইঞ্চি রক্ষা করতেই নয় শত্রুর উপযুক্ত জবাব দিতেও—যদি কখনো আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়।’
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাবেক এই প্রধান ভারতকে ইঙ্গিত করে বলেন, ‘যেকোনো ধরনের ভুল ধারণার বশবর্তী হয়ে একটি ভুল ও দুঃসাহসিক পরিস্থিতি তৈরি করা হলে আমাদের সশস্ত্র বাহিনী তার জবাব পূর্ণ শক্তির সঙ্গেই দেবে।’
পাকিস্তানের নবনিযুক্ত সেনাপ্রধান আসিম মুনির ভারতের বিপক্ষে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে কোনো ধরনের ‘দুঃসাহসিক’ কাজ করা থেকে বিরত থাকতে বলেছেন। অন্যথা পাকিস্তানও পূর্ণ শক্তিতেই জবাব দেবে বলে জানিয়েছেন তিনি। তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
জেনারেল আসিম মুনির পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়ার স্থলাভিষিক্ত হয়েছেন কয়েক দিন আগেই। সেনাপ্রধান হওয়ার পর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে লাইন অব কন্ট্রোল পরিদর্শনে গিয়ে এই সতর্কবার্তা উচ্চারণ করেন। তাঁর এই মন্তব্যের পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে।
কাশ্মীর উপত্যকা ও চীন সীমান্তবর্তী পাকিস্তানি এলাকা গিলগিট-বালটিস্তান অঞ্চলের অবস্থা সম্পর্কে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর পৃথক বিবৃতির পর পাকিস্তানি সেনাপ্রধানের পক্ষ থেকে এই মন্তব্য এল।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত অক্টোবরে আশা প্রকাশ করেছিলেন যে, শিগগিরই গিলগিট-বালটিস্তান অঞ্চলকে ভারত-শাসিত কাশ্মীরকে সংযুক্ত করা হবে। যে বিষয়ে বিজেপি সরকার ২০১৯ সালের আগস্টে কাজ শুরু করেছিল। তবে তাঁর এই মন্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছিল। বিশেষ করে ইসলামাবাদের দীর্ঘদিনের মিত্র বেইজিংয়ের কাছ থেকে। পরে, রাজনাথ সিংয়ের মন্তব্যের জের ধরে লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছিলেন, ‘সেনাবাহিনী সরকারে সিদ্ধান্ত বাস্তবায়নে পুরোপুরি প্রস্তুত।’
ভারতীয় কর্মকর্তাদের এমন মন্তব্যের জবাবে জেনারেল মুনির বলেন, ‘পাকিস্তানের সেনারাও তাদের দেশ আক্রান্ত হলে জবাব দিতে প্রস্তুত।’
জেনারেল মুনির আরও বলেন, ‘আমরা সম্প্রতি গিলগিট-বালটিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীর সম্পর্কে ভারতীয় নেতৃত্বের কাছ থেকে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন বিবৃতি লক্ষ্য করেছি। আমি স্পষ্ট করেই বলছি, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সব সময় প্রস্তুত থাকে—শুধু আমাদের মাতৃভূমির প্রতি ইঞ্চি রক্ষা করতেই নয় শত্রুর উপযুক্ত জবাব দিতেও—যদি কখনো আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়।’
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাবেক এই প্রধান ভারতকে ইঙ্গিত করে বলেন, ‘যেকোনো ধরনের ভুল ধারণার বশবর্তী হয়ে একটি ভুল ও দুঃসাহসিক পরিস্থিতি তৈরি করা হলে আমাদের সশস্ত্র বাহিনী তার জবাব পূর্ণ শক্তির সঙ্গেই দেবে।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩২ মিনিট আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
৩ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
৩ ঘণ্টা আগেভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।’
৬ ঘণ্টা আগে