Ajker Patrika

ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি চলছে

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০১: ৫২
ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি চলছে

ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবের বিপরীতে ভোটাভুটি চলছে। পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) এমপি আয়াজ সাদিক অধিবেশনের সভাপতিত্ব করছেন। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও পাকিস্থানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এদিকে ইমরান খানের দল অধিবেশন থেকে ওয়াক আউট করেছে। এর আগে পদত্যাগ করেন পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার। শনিবার দিনভর নানা নাটকীয়তার পর গভীর রাতে তিনি পদত্যাগের ঘোষণা দেন। 

এর আগে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন মুলতবি করা হয়। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য নির্ধারণী বলে খ্যাত এই অধিবেশনটি তৃতীয়বারের মতো মুলতবি করা হয়। 

এদিকে পাকিস্তানের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করে দেশটির ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। হাইকোর্ট দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলি পুনর্গঠন করে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট গ্রহণ করতে যে নির্দেশ দিয়েছে তা রিভিউ করতেই এই পিটিশন দায়ের করা হয়। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্য আল-জাজিরা ও পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির পৃথক দুই প্রতিবেদন থেকেই এই তথ্য জানা গেছে। 

পিটিআইয়ে সেক্রেটারি জেনারেল আসাদ উমর, প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা বাবর আওয়ান এবং অ্যাডভোকেট মুহাম্মদ আজহার সিদ্দিক হাইকোর্ট কর্তৃক ৭ এপ্রিল দেওয়া সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য আবেদনটি দায়ের করেছেন। 

এর আগে, গত বৃহস্পতিবার পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে বিচারপতি মুনীব আখতার, বিচারপতি আইজাজুল আহসান, বিচারপতি মাজহার আলম এবং বিচারপতি জামাল খান মন্দোখেলের সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের বেঞ্চ এই রুল জারি করেছিল। 

পিটিশনে বলা হয়েছে, সরকার যেখানে ক্ষমতাচ্যুত হওয়া এড়াতে সে অবস্থায় সংবিধানের ৬৯ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্ট কখনোই সংসদ অধিবেশনের সময়সীমা নির্ধারণ করতে পারে না। 

সুপ্রিম কোর্ট পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সারকে আজ শনিবার সকাল সাড়ে ১০টার মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ভোটাভুটিতে দেওয়ার নির্দেশ দেয়। শীর্ষ আদালতের আদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে অনাস্থা প্রস্তাব ভোটে দেওয়ার জন্য জাতীয় পরিষদের অধিবেশন শনিবার সকাল সাড়ে ১০টায় অধিবেশন ডাকা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত