Ajker Patrika

পাকিস্তানের আফগান রাষ্ট্রদূতের কন্যাকে অপহরণ

অনলাইন ডেস্ক
পাকিস্তানের আফগান রাষ্ট্রদূতের কন্যাকে অপহরণ

পাকিস্তানের আফগান রাষ্ট্রদূত নাজিবুল্লাহ আলিখিলের কন্যাকে কিছু সময়ের জন্য অপহরণ করা হয়েছিল। তাঁকে নির্যাতনও করেছিল অজ্ঞাত হামলাকারীরা। আজ শনিবার আফগানিস্তান সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, সিলসিলা আলিখিল বাড়িতে যাওয়ার পথে ইসলামাবাদে অপহরণ হন। তাঁকে কয়েক ঘণ্টার জন্য আটকে রাখা হয় এবং মারাত্মকভাবে নির্যাতন করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, আলিখিল এখন হাসপাতালে ভর্তি আছেন। এই ঘটনার তদন্তের জন্য পাকিস্তানের সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, আফগান দূতাবাস থেকে তারা জানতে পেরেছেন যে একটি ভাড়া করা গাড়ি থেকে সিলসিলা আলিখিলকে অপহরণ করা হয়েছিল। এই ঘটনায় তদন্ত করা হচ্ছে। এ ছাড়া আফগান দূতাবাসের নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

আফগান সরকার দীর্ঘদিন থেকেই অভিযোগ করছে যে পাকিস্তান তালেবান বিদ্রোহীদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। এদিকে পাকিস্তানি সরকারের অভিযোগ জঙ্গিরা আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে।

পাকিস্তান এবং আফগানিস্তান উভয়ই এ সব অভিযোগ অস্বীকার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত