Ajker Patrika

‘একাত্তরে পাকিস্তানের ব্যর্থতা রাজনৈতিক, সামরিক নয়’

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ২০: ৪৪
‘একাত্তরে পাকিস্তানের ব্যর্থতা রাজনৈতিক, সামরিক নয়’

পাকিস্তানের বিদায়ী সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছে পাকিস্তান, সামরিকভাবে নয়। স্থানীয় সময় আজ বুধবার রাওয়ালপিন্ডিতে দেশটির সশস্ত্রবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার্সে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন অনুসারে, অনুষ্ঠানে জেনারেল বাজওয়া বলেন, ‘আমি এখানে কিছু বিষয় ঠিক করে দিতে চাই। প্রথমত, সাবেক পূর্ব পাকিস্তান একটি রাজনৈতিক ব্যর্থতা ছিল, সামরিক নয়।’ জেনারেল বাজওয়া তাঁর বক্তব্যে আরও দাবি করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি যুদ্ধ করেছে ৯২ হাজার নয় ৩৪ হাজার পাকিস্তানি সেনা। বাকি সেনারা সে সময় সরকারের বিভিন্ন বিভাগে কর্মরত ছিল।

জেনারেল বাজওয়া আরও মন্তব্য করেন, অনেকেই সশস্ত্র বাহিনীর সিদ্ধান্তকে স্বাগত না জানিয়ে সেসবের সমালোচনা করতে অনুপযুক্ত এবং অপমানজনক শব্দ ব্যবহার করে সমালোচনা করে থাকেন। তিনি বলেন, ‘সেনাবাহিনীর সমালোচনা করা জনগণ এবং রাজনৈতিক দলগুলোর অধিকার তবে যে ভাষায় সমালোচনা করা হয় তার প্রতি খেয়াল রাখতে হবে।’

পাকিস্তানের সেনাপ্রধান আরও বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে এটি মিথ্যা বয়ান তৈরি হয়েছে। তবে সম্প্রতি এসব মিথ্যা থেকে সেনাবাহিনীকে রক্ষা করারও উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন, ‘সেনাবাহিনী এরই মধ্যে পরিশোধন প্রক্রিয়া শুরু করেছে এবং আমরা আশা করি রাজনৈতিক দলগুলোও একই ধারা অনুসরণ করবে এবং তাঁদের আচরণে তা প্রতি ফলিত করবে।

পাকিস্তানের বিদায়ী সেনাপ্রধান আরও বলেন, ‘বাস্তবতা হলো—আমাদের সবগুলো প্রতিষ্ঠান থেকেই কোনো না কোনো ভুল-ভ্রান্তি রয়েছে। এর মধ্যে আমাদের রাজনৈতিক দলগুলো এবং নাগরিক সমাজও রয়েছে।’ তিনি এ সময় আরও বলেন, এসব ভুল-ভ্রান্তি থেকে আমাদের শিক্ষা নিতে হবে যাতে জাতি এগিয়ে যেতে পারে।

উল্লেখ্য, জেনারেল কমর জাভেদ বাজওয়া ২০১৬ সালে তিন বছরের জন্য পাকিস্তানের সেনাপ্রধান নিযুক্ত হন। পরে ২০১৯ সালে তাঁর মেয়াদ আরও ৩ বছর বাড়ানো হয়। কারণ, সে সময় আদালতের নির্দেশে দেশটির জাতীয় পরিষদ সেনাপ্রধানের মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে ৬ বছর করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত