Ajker Patrika

সুস্থ হয়েই ময়দানে ইমরান 

সুস্থ হয়েই ময়দানে ইমরান 

দলীয় কর্মসূচি হাকিকি আজাদি লংমার্চে গুলিবিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান। এর থেকে দীর্ঘ সময় চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে সম্প্রতি সুস্থ হয়েই আবারও রাজনীতির ময়দানে ফিরে এসেছেন তিনি। স্থানীয় সময় আজ শনিবার রাওয়ালপিন্ডিতে দলীয় সমাবেশে ভাষণও দিয়েছেন তিনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাহোর থেকে হেলিকপ্টারে করে রাওয়ালপিন্ডিতে পৌঁছান তিনি। পরে সেখানে সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান দলীয় সমাবেশে ভাষণ দেন। 

এর আগে, আগাম নির্বাচনের দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হাকিকি আজাদি লংমার্চ নিয়ে যাওয়ার পথে দেশটির পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে গত ৩ নভেম্বর গুলিবিদ্ধ হন তিনি। এর পর থেকেই লাহোরের শওকত খানম মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে থেকেই অনলাইনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে যুক্ত ছিলেন। এখন কিছুটা সুস্থ হওয়ায় আবারও সশরীরে যোগ দিয়েছেন তিনি। 

এর আগে ইমরানের জনসমাবেশে সন্ত্রাসী হামলার আশঙ্কায় লংমার্চ স্থগিত রাখার আহ্বান জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। জবাবে ইমরান খান এক টুইটে, তাঁর রাওয়ালপিন্ডির সমাবেশে যোগ দেওয়ার বিষয়টি জানান। তিনি টুইটে লিখেন, ‘আমার জীবন শঙ্কার মধ্যে থাকা সত্ত্বেও দেশের মানুষের কথা চিন্তা করে রাওয়ালপিন্ডি যাব আমি।’ তিনি জানান, তাঁর বিশ্বাস দেশের মানুষ তাঁর জন্য রাওয়ালপিন্ডিতে আসবেন। 

এদিকে, রাওয়ালপিন্ডির সমাবেশকে ঘিরে দেশটিতে উত্তেজনা তৈরি হয়েছে। মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী ইসলামাবাদে পিটিআই সমর্থকদের ঢুকে আশঙ্কায় নিরাপত্তা জোরদার করেছে সরকার। ইসলামাবাদের প্রবেশদ্বারে কনটেইনার দিয়ে রাখা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত