Ajker Patrika

পাকিস্তানে প্রবল বর্ষণে ৭৭ জনের মৃত্যু: জলবায়ু পরিবর্তনমন্ত্রী

আপডেট : ০৬ জুলাই ২০২২, ২১: ২৬
পাকিস্তানে প্রবল বর্ষণে ৭৭ জনের মৃত্যু: জলবায়ু পরিবর্তনমন্ত্রী

পাকিস্তানে প্রবল বর্ষণে চলতি মৌসুমে ৭৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির কেন্দ্রীয় জলবায়ু পরিবর্তনমন্ত্রী শেরি রহমানের বরাত দিয়ে আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। 

এক সংবাদ সম্মেলনে বুধবার শেরি রেহমান জানান, গত ১৪ জুন থেকে প্রবল বর্ষণ শুরু হয়। এ পর্যন্ত শিশুসহ ৭৭ জনের প্রাণহানি ঘটেছে। শুধু বেলুচিস্তানেই মৃত্যু হয়েছে ৩৯ জনের। 

এক সংবাদ সম্মেলনে শেরি রেহমান বলেন, ‘দুর্যোগপূর্ণ এলাকার মানুষের জন্য আমরা জাতীয় এবং প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে সহায়তা দিচ্ছি। বেলুচিস্তানের কোয়েটা, পাসনি এবং তুরবাত শহরে বন্যা দেখা দিয়েছে। পানির স্তর বেশি হওয়ায় মানুষকে সতর্ক থাকতে হবে। বেলুচিস্তানে গড় বৃষ্টিপাতের চেয়ে ২৭৪ শতাংশ বেশি বৃষ্টিপাত হচ্ছে। আর সিন্ধুতে গড় বৃষ্টিপাতের চেয়ে ২৬১ শতাংশ বেশি বৃষ্টিপাত হচ্ছে। এটি আশঙ্কাজনক।’ 

প্রদেশগুলোকে নালা পরিষ্কার রাখার নির্দেশ দিয়ে সতর্কতা জারি করেছেন তিনি। কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত