পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমে আজ মঙ্গলবার গুজব ছড়িয়ে পড়ে যে, পিটিআই-এর প্রতিষ্ঠাতা কারাবন্দী ইমরান খানকে আদিয়ালা জেল থেকে ইসলামাবাদের বানি গালায় নিজ বাসভবনে স্থানান্তর করা হবে। সেখানেই গৃহবন্দী থাকবেন তিনি। তবে নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো।
পাকিস্তানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাক্সে ‘হ্যাশট্যাগ (#) বানিগালা’ লিখে বিভিন্ন পোস্ট ও ভিডিওতে দাবি করা হয়েছে, নির্বাচনের পরবর্তী পরিস্থিতি বিবেচনায় ইমরান খানকে বানি গালায় স্থানান্তরিত করা হচ্ছে। তবে গণমাধ্যমগুলোর কাছে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি দায়িত্বশীল কোনো পক্ষই।
এদিকে আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কারাগার থেকে পাঠানো এক বার্তায় ইমরান খান জানিয়েছেন, জেল থেকে তিনি তাঁর ইসলামাবাদের বাড়িতে স্থানান্তর হচ্ছেন না। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডিতে অবস্থিত আদিয়ালা জেলে বন্দী আছেন।
কারাগার থেকে পরিবারের মাধ্যমে পাঠানো ওই বার্তায় ইমরান খান বলেছেন, ‘জাতি জেগে উঠেছে। পাকিস্তানের ইতিহাসে জনগণ আমাদের সবচেয়ে বড় ম্যান্ডেট দিয়েছে। এই আদেশটি এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব।’
বার্তায় পিটিআই নেতাদের যেখানেই সরকার গঠন করতে হবে সেখানে কাজ শুরু করার আহ্বান জানান ইমরান খান।
এদিকে ইসলামাবাদের বাড়ি থেকে জেলে আদিয়ালা কারাগারে স্থানান্তর করার জন্য আদালতে আবেদন করেছেন গৃহবন্দী থাকা ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। গতকাল সোমবার ইসলামাবাদ হাইকোর্ট বানি গালা থেকে আদিয়ালা জেলে স্থানান্তরের জন্য বুশরা বিবির আবেদনের শুনানি হবে বলে স্থির করেছে। রেজিস্ট্রার অফিস থেকে জারি করা আদালতের কার্য তালিকা অনুযায়ী, বিচারপতি মিয়া গুল হাসান আওরঙ্গজেব ওই মামলাটি গ্রহণ করবেন।
পাকিস্তানি গণমাধ্যমের বরাতে জানা গেছে, বুশরা বিবি তাঁর আবেদনে ‘সমান অধিকারের নীতি’ উদ্ধৃত করে আদিয়ালা জেলে সাজা ভোগ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি যুক্তি দেন—অন্যান্য রাজনৈতিক কর্মীদের মতো, তাঁকেও কারাগারে সাধারণ বন্দীদের মধ্যে রাখা উচিত।
উল্লেখ্য, ইদ্দত নিকাহ মামলায় বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ড এবং তোশাখানা মামলায় ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই সাজা ভোগ করার জন্য ইসলামাবাদের বানি গালায় অবস্থিত তাঁদের বাড়িটিকে কারাগারে রূপান্তরিত করা হয়েছে।
পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমে আজ মঙ্গলবার গুজব ছড়িয়ে পড়ে যে, পিটিআই-এর প্রতিষ্ঠাতা কারাবন্দী ইমরান খানকে আদিয়ালা জেল থেকে ইসলামাবাদের বানি গালায় নিজ বাসভবনে স্থানান্তর করা হবে। সেখানেই গৃহবন্দী থাকবেন তিনি। তবে নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো।
পাকিস্তানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাক্সে ‘হ্যাশট্যাগ (#) বানিগালা’ লিখে বিভিন্ন পোস্ট ও ভিডিওতে দাবি করা হয়েছে, নির্বাচনের পরবর্তী পরিস্থিতি বিবেচনায় ইমরান খানকে বানি গালায় স্থানান্তরিত করা হচ্ছে। তবে গণমাধ্যমগুলোর কাছে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি দায়িত্বশীল কোনো পক্ষই।
এদিকে আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কারাগার থেকে পাঠানো এক বার্তায় ইমরান খান জানিয়েছেন, জেল থেকে তিনি তাঁর ইসলামাবাদের বাড়িতে স্থানান্তর হচ্ছেন না। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডিতে অবস্থিত আদিয়ালা জেলে বন্দী আছেন।
কারাগার থেকে পরিবারের মাধ্যমে পাঠানো ওই বার্তায় ইমরান খান বলেছেন, ‘জাতি জেগে উঠেছে। পাকিস্তানের ইতিহাসে জনগণ আমাদের সবচেয়ে বড় ম্যান্ডেট দিয়েছে। এই আদেশটি এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব।’
বার্তায় পিটিআই নেতাদের যেখানেই সরকার গঠন করতে হবে সেখানে কাজ শুরু করার আহ্বান জানান ইমরান খান।
এদিকে ইসলামাবাদের বাড়ি থেকে জেলে আদিয়ালা কারাগারে স্থানান্তর করার জন্য আদালতে আবেদন করেছেন গৃহবন্দী থাকা ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। গতকাল সোমবার ইসলামাবাদ হাইকোর্ট বানি গালা থেকে আদিয়ালা জেলে স্থানান্তরের জন্য বুশরা বিবির আবেদনের শুনানি হবে বলে স্থির করেছে। রেজিস্ট্রার অফিস থেকে জারি করা আদালতের কার্য তালিকা অনুযায়ী, বিচারপতি মিয়া গুল হাসান আওরঙ্গজেব ওই মামলাটি গ্রহণ করবেন।
পাকিস্তানি গণমাধ্যমের বরাতে জানা গেছে, বুশরা বিবি তাঁর আবেদনে ‘সমান অধিকারের নীতি’ উদ্ধৃত করে আদিয়ালা জেলে সাজা ভোগ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি যুক্তি দেন—অন্যান্য রাজনৈতিক কর্মীদের মতো, তাঁকেও কারাগারে সাধারণ বন্দীদের মধ্যে রাখা উচিত।
উল্লেখ্য, ইদ্দত নিকাহ মামলায় বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ড এবং তোশাখানা মামলায় ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই সাজা ভোগ করার জন্য ইসলামাবাদের বানি গালায় অবস্থিত তাঁদের বাড়িটিকে কারাগারে রূপান্তরিত করা হয়েছে।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় জলবায়ু পরিবর্তনের ফলস্বরূপ প্রতিনিয়ত বাড়ছে উদ্বাস্তুদের সংখ্যা। রোববার আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, এক দশক আগেও এই বিষয়টি বড় কোনো আলোচনার কেন্দ্রে ছিল না, অথচ আজ তা ভয়াবহ বাস্তবতায় পরিণত হয়েছে।
৭ মিনিট আগেপূর্ব কঙ্গোর কোমান্ডা শহরে একটি ক্যাথলিক চার্চে ভয়াবহ হামলায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার রাত ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে ইসলামিক স্টেট-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্স (এডিএফ) এ হামলা চালিয়েছে। তবে, এখনো
৪৩ মিনিট আগেএই গণপদত্যাগকে ট্রাম্প প্রশাসনের ‘ফেডারেল কর্মী বাহিনী হ্রাস’ নীতির অংশ হিসেবে দেখা যাচ্ছে। প্রশাসনের অধীনে কাজ করা সরকারি দক্ষতাসংক্রান্ত বিভাগ নাসায় বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের সুপারিশ করে। এ বিষয়ে মন্তব্য চেয়ে এনপিআর হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেভাবমূর্তি পুনরুদ্ধারে এবার চতুর এক পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমার। মুখপাত্র হিসেবে নিয়োগ দিয়েছে অস্কারজয়ী অভিনেত্রী গ্বয়েনেথ পালট্রোকে। মজার ব্যাপার হলো, এই অভিনেত্রী কোল্ডপ্লের ভোকালিস্ট ক্রিস মার্টিনের প্রাক্তন স্ত্রী। প্রায় ১৩ বছর সংসার করেছেন তারা।
১ ঘণ্টা আগে