Ajker Patrika

ইমরানের লং মার্চে বন্দুকধারীদের হামলায় এককর্মীর মৃত্যু, আহত ৭

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ২১: ৩৬
ইমরানের লং মার্চে বন্দুকধারীদের হামলায় এককর্মীর মৃত্যু, আহত ৭

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) ‘হাকিকি আজাদি’ লং মার্চে বন্দুকধারীদের হামলায় অন্তত ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। দেশটির পাঞ্জাব প্রদেশের পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

পাঞ্জাব পুলিশ জানিয়েছে, নিহত ওই ব্যক্তি পিটিআইয়ের একজন কর্মী। তিনি ওয়াজিরাবাদেরই বাসিন্দা। তিনি ঘটনার সময় ইমরান খানের গাড়িবহরকে স্বাগত জানাতে ইমরানকে বহনকারী গাড়ির কাছেই অবস্থান করছিলেন। পুলিশ আরও জানিয়েছে, এক হামলাকারীকে তাঁরা আটক করে হেফাজতে নিয়েছে। 

পুলিশ আরও জানিয়েছে, আহতদের মধ্যে ইমরান খান, দেশটির জাতীয় পরিষদের সিনেটর ফয়সাল জাভেদসহ সব মিলিয়ে সাতজন রয়েছেন। তবে পিটিআই জানিয়েছে ইমরান খান শঙ্কামুক্ত। একই সঙ্গে গুলির আঘাতে আহত হওয়া বাকি ৩ জন—ওমর মায়ার, ফয়সাল জাভেদ এবং দলটির আরেক কর্মী—শঙ্কামুক্ত। তবে বাকি ৪ জন আহত ব্যক্তির ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। 

এদিকে, আজ বৃহস্পতিবার বিকেলে পাকিস্তানের ওয়াজিরাবাদ শহরে ‘হাকিকি আজাদ’ লংমার্চে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন ইমরান। এ সময় পিটিআইয়ের আরেক নেতা ফয়সাল জাভেদসহ আরও একজন গুরুতর আহত হন। হামলাকারীকে আটক করা হয়েছে। 

অপরদিকে, বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে ইমরান খানের ওপর সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে হত্যা করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী রওফ হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দ্বিতীয় আরেকজন হামলাকারীকে আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।’ তবে, মূল হামলাকারী কে সে বিষয়ে রওফ কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত