পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় এক রাজনৈতিক সমাবেশে বোমা হামলার ঘটনায় অন্তত ৩৯ জন নিহত হয়েছে। আজ রোববার প্রদেশের বাজাউর জেলায় এই বোমা হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি এবং পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখাওয়ার বাজাউর জেলায় জমিয়ত উলেমা ইসলাম-ফজলের (জেইউআই-এফ) জনসভায় এই বোমা হামলার ঘটনা ঘটে। বাজাউর জেলার জরুরি বিভাগের কর্মকর্তা সাদ খান বোমা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
হতাহতের বিষয়টি নিশ্চিত করে খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক গভর্নর হাজি গোলাম আলী এএফপিকে বলেছেন, ‘আমি নিশ্চিত করছি, আমরা হাসপাতালে যে কয়জনকে পেয়েছি তার মধ্যে ৩৯ জন নিহত, আহত ১২৩ জন। আহতদের মধ্যে ১৭ জনের অবস্থা খুবই সংকটাপন্ন।’
এই হামলায় জেইউআই-এফের শীর্ষস্থানীয় নেতা মাওলানা জিয়াউল্লাহ জানও নিহত হয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত ডনের সাংবাদিক জানিয়েছেন, স্থানীয় কয়েকজন সাংবাদিকও এই হামলায় আহত হয়েছেন।
এদিকে, বাজাউর জেলার স্বাস্থ্য কর্মকর্তা ফয়সাল খান বলেছেন, হামলায় নিহতের সংখ্যা ৪৫। তিনি জানিয়েছেন, আহতের সংখ্যা ১৫০। আহতদের বাজাউর জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর অসুস্থদের সেনাবাহিনীর হেলিকপ্টারে পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে নেওয়া হয়েছে।
রহিম শাহ নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, সব মিলিয়ে পাঁচ শতাধিক লোক জমিয়ত উলেমা ইসলাম-ফজলের জনসভায় যোগ দিয়েছিলেন। যখন বিস্ফোরণ ঘটে তখন সভায় একজন ধর্মীয় বক্তা বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, ‘আমি বিস্ফোরণের শব্দে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর আমি দেখতে পাই চারদিকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে।’
পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় এক রাজনৈতিক সমাবেশে বোমা হামলার ঘটনায় অন্তত ৩৯ জন নিহত হয়েছে। আজ রোববার প্রদেশের বাজাউর জেলায় এই বোমা হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি এবং পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখাওয়ার বাজাউর জেলায় জমিয়ত উলেমা ইসলাম-ফজলের (জেইউআই-এফ) জনসভায় এই বোমা হামলার ঘটনা ঘটে। বাজাউর জেলার জরুরি বিভাগের কর্মকর্তা সাদ খান বোমা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
হতাহতের বিষয়টি নিশ্চিত করে খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক গভর্নর হাজি গোলাম আলী এএফপিকে বলেছেন, ‘আমি নিশ্চিত করছি, আমরা হাসপাতালে যে কয়জনকে পেয়েছি তার মধ্যে ৩৯ জন নিহত, আহত ১২৩ জন। আহতদের মধ্যে ১৭ জনের অবস্থা খুবই সংকটাপন্ন।’
এই হামলায় জেইউআই-এফের শীর্ষস্থানীয় নেতা মাওলানা জিয়াউল্লাহ জানও নিহত হয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত ডনের সাংবাদিক জানিয়েছেন, স্থানীয় কয়েকজন সাংবাদিকও এই হামলায় আহত হয়েছেন।
এদিকে, বাজাউর জেলার স্বাস্থ্য কর্মকর্তা ফয়সাল খান বলেছেন, হামলায় নিহতের সংখ্যা ৪৫। তিনি জানিয়েছেন, আহতের সংখ্যা ১৫০। আহতদের বাজাউর জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর অসুস্থদের সেনাবাহিনীর হেলিকপ্টারে পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে নেওয়া হয়েছে।
রহিম শাহ নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, সব মিলিয়ে পাঁচ শতাধিক লোক জমিয়ত উলেমা ইসলাম-ফজলের জনসভায় যোগ দিয়েছিলেন। যখন বিস্ফোরণ ঘটে তখন সভায় একজন ধর্মীয় বক্তা বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, ‘আমি বিস্ফোরণের শব্দে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর আমি দেখতে পাই চারদিকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে।’
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর দমনমূলক নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে বলেছে...
৮ মিনিট আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি অবরোধের কারণে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ব্যাপক সংকট দেখা দিয়েছে। সংকট এতটাই তীব্র যে, এরই মধ্যে অঞ্চলটিতে আর কোনো খাবারই পাওয়া যাচ্ছে। ফলে, স্থানীয়রা এক দুর্ভিক্ষময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে অঞ্চলটি না খেতে পেয়ে মারা গেছে আরও অন্তত ১৪ জন। আর
১ ঘণ্টা আগেচীনের রাজধানী বেইজিং ও এর পার্শ্ববর্তী অঞ্চলে টানা ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও কয়েকজন। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৮০ হাজার বাসিন্দাকে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেনিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে এক অভিবাসী পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, নিহত ওই পুলিশ কর্মকর্তা বাংলাদেশি নাগরিক। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত হয়েছে আততায়ী নিজেও।
১ ঘণ্টা আগে