Ajker Patrika

নাটকীয় জয়ের পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হামজা শাহবাজ

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ জুলাই ২০২২, ১১: ৪৭
নাটকীয় জয়ের পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হামজা শাহবাজ

পিএমএল-কিউ ও পিটিআইয়ের যৌথ প্রার্থী চৌধুরী পারভেজ এলাহিকে তিন ভোটের ব্যবধানে নাটকীয়ভাবে পরাজিত করার পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হামজা শাহবাজ। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে।

পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, আজ শনিবার পিএমএল-এন নেতা হামজা শাহবাজ শপথ গ্রহণ করেছেন। পাঞ্জাবের গভর্নর বালিগ উর রহমান তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণ অনুষ্ঠানটি গভর্নর হাউসে অনুষ্ঠিত হয় এবং এতে পিএমএল-এন নেতারা এবং অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচনে হামজা শাহবাজ ১৭৯ ভোট পেয়েছেন এবং ১৭৬টি ভোট পেয়েছেন পিটিআই সমর্থিত চৌধুরী পারভেজ এলাহি। 

ভোটের ফলাফল ঘোষণার পর পাঞ্জাব প্রদেশের আইনসভার ডেপুটি স্পিকার দোস্ত মাজারি এই ফল প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, পিএমএল-কিউ সদস্যদের দেওয়া ১০টি ভোট গণনা করা হয়নি। 

এদিকে পিটিআই ও পিএমএল-কিউর নেতারা পাঞ্জাব নির্বাচনের বিরুদ্ধে পিটিশন দাখিল করেছেন। জিও নিউজ জানিয়েছে, পারভেজ এলাহির আইনজীবী আমির সাঈদ রাউন গতকাল রাতে এসসি লাহোর রেজিস্ট্রিতে আবেদনটি দাখিল করেছেন। 

এর আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন উসমান বুজদার। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেশটির পার্লামেন্টে উত্থাপিত অনাস্থা ভোটকে ঘিরে যখন দেশটিতে তুমুল উত্তেজনা চলছিল, তখন পাঞ্জাবের গভর্নর চৌধুরী সারওয়ারের কাছে তিনি পদত্যাগপত্র দিলে মুখ্যমন্ত্রীর পদটি খালি হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত