অনলাইন ডেস্ক
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একটি বাস খাদে পড়ে গিয়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে যে, দক্ষিণ বেলুচিস্তানের তুরবাত শহর থেকে বাসটি উত্তরে প্রায় ৭৫০ কিলোমিটার (৪৬৬ মাইল) দূরে প্রাদেশিক রাজধানী কোয়েটার দিকে যাওয়ার সময় আজ বুধবার ভোরে পার্বত্য অঞ্চলে খাদে পড়ে যায়।
দুর্ঘটনাস্থল ওয়াশুকের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা নূরুল্লাহ এসসাজাই আল জাজিরাকে মৃত্যুর সংখ্যা নিশ্চিত করে বলেছেন যে, বাসটিতে মোট ৫৪ জন যাত্রী ছিলেন। বেঁচে যাওয়া কয়েকজন গুরুতর আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘আমাদের কাছে আট থেকে ১০ জন গুরুতর আহত রোগী রয়েছেন এবং তাদের হেলিকপ্টারে করে কোয়েটায় পাঠানোর ব্যবস্থা করেছি। অন্য কয়েকজনকে খুজদারের একটি হাসপাতালে স্থানান্তর করা হবে।’
ওয়াশুকের সরকারি কর্মকর্তা মুহাম্মদ ইসমাইল বলেন, বাসটি একটি সেতুর ওপর থেকে পাথুরে খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে বাস চালকও রয়েছেন।
মর্মান্তিক এই দুর্ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শোক প্রকাশ করেছেন এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে আহতদের সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা এই কঠিন সময়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং তাদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি।’
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন এবং আহতদের জন্য প্রার্থনা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘প্রিয়জনদের হারানো পরিবারগুলোর দুঃখ আমরা ভাগ করে নিচ্ছি। দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা সুবিধা প্রদান করব।’
সড়ক দুর্ঘটনা পাকিস্তানে অনেকটাই সাধারণ ঘটনা। বেলুচিস্তান এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পার্বত্য অঞ্চলে সড়ক দুর্ঘটনার সংখ্যা আরও বেশি। এই মাসের শুরুর দিকে, দেশের উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে কমপক্ষে ২০ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হন।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একটি বাস খাদে পড়ে গিয়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে যে, দক্ষিণ বেলুচিস্তানের তুরবাত শহর থেকে বাসটি উত্তরে প্রায় ৭৫০ কিলোমিটার (৪৬৬ মাইল) দূরে প্রাদেশিক রাজধানী কোয়েটার দিকে যাওয়ার সময় আজ বুধবার ভোরে পার্বত্য অঞ্চলে খাদে পড়ে যায়।
দুর্ঘটনাস্থল ওয়াশুকের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা নূরুল্লাহ এসসাজাই আল জাজিরাকে মৃত্যুর সংখ্যা নিশ্চিত করে বলেছেন যে, বাসটিতে মোট ৫৪ জন যাত্রী ছিলেন। বেঁচে যাওয়া কয়েকজন গুরুতর আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘আমাদের কাছে আট থেকে ১০ জন গুরুতর আহত রোগী রয়েছেন এবং তাদের হেলিকপ্টারে করে কোয়েটায় পাঠানোর ব্যবস্থা করেছি। অন্য কয়েকজনকে খুজদারের একটি হাসপাতালে স্থানান্তর করা হবে।’
ওয়াশুকের সরকারি কর্মকর্তা মুহাম্মদ ইসমাইল বলেন, বাসটি একটি সেতুর ওপর থেকে পাথুরে খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে বাস চালকও রয়েছেন।
মর্মান্তিক এই দুর্ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শোক প্রকাশ করেছেন এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে আহতদের সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা এই কঠিন সময়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং তাদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি।’
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন এবং আহতদের জন্য প্রার্থনা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘প্রিয়জনদের হারানো পরিবারগুলোর দুঃখ আমরা ভাগ করে নিচ্ছি। দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা সুবিধা প্রদান করব।’
সড়ক দুর্ঘটনা পাকিস্তানে অনেকটাই সাধারণ ঘটনা। বেলুচিস্তান এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পার্বত্য অঞ্চলে সড়ক দুর্ঘটনার সংখ্যা আরও বেশি। এই মাসের শুরুর দিকে, দেশের উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে কমপক্ষে ২০ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হন।
ক্রিপটো রিজার্ভ গঠন করবে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর ক্রিপটোকারেন্সির বাজারে বড় ধরনের উত্থান দেখা গেছে। মার্কিন ক্রিপটো রিজার্ভের প্রথম ধাপে পাঁচটি ডিজিটাল টোকেন অন্তর্ভুক্ত করা হয়েছে।
২২ মিনিট আগেসংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চার মাস বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩৩ বছর বয়সী ভারতীয় নারী শাহজাদি খানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ সোমবার দিল্লি হাইকোর্টকে এই তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় হ্যারিসন ‘সোনালি বাহুর অধিকারী মানুষ’ হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর রক্তে বিরল একটি অ্যান্টিবডি (অ্যান্টি-ডি) ছিল। এই অ্যান্টিবডি এমন ওষুধ তৈরিতে ব্যবহৃত হতো, যা গর্ভবতী মায়েদের শরীরে প্রয়োগ করা হয়। মূলত যেসব মায়ের রক্ত অনাগত শিশুর রক্তের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তাঁদের শরীরেই এই ওষুধটি দেওয়া
৪ ঘণ্টা আগেএখন পর্যন্ত প্রায় অর্ধশত প্রতারিত নারীর তথ্য পেয়েছে দ্য গার্ডিয়ান। যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে শঙ্কা করা হচ্ছে। ভুক্তভোগীদের বয়ান ও স্বাধীনভাবে তদন্তের পর এই ইস্যু নিয়ে গত বৃহস্পতিবার থেকে অনুসন্ধানী প্রতিবেদনের সিরিজ ‘স্পাই কপস’ প্রচার শুরু করেছে ব্রিটিশ গণমাধ্যমটি। আর এরপরই এ নিয়ে শুরু হয়
৪ ঘণ্টা আগে