Ajker Patrika

মুম্বাই এয়ারপোর্টে অল্পের জন্য রক্ষা পেলেন কয়েক শ যাত্রী

আপডেট : ০৯ জুন ২০২৪, ১৮: ২৭
মুম্বাই এয়ারপোর্টে অল্পের জন্য রক্ষা পেলেন কয়েক শ যাত্রী

ভারতের মুম্বাই এয়ারপোর্টে সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন কয়েক শ যাত্রী। গতকাল শনিবার এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়নের সময় একই রানওয়েতে ইনডিগোর আরেকটি বিমান অবতরণ করলে প্রায় সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। 

আজ রোববার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারতের রেগুলার ডিরেক্টরেট অব সিভিল অ্যাভিয়েশন একটি তদন্ত শুরু করেছে। এ ঘটনায় ইতিমধ্যে একজন এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্মকর্তাকে পদচ্যুতও করা হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দুটি বিমানই একই রানওয়েতে। এয়ার ইন্ডিয়ার একটি জেট যখন রানওয়ে থেকে উড্ডয়ন করছিল, তখন এটির ঠিক পেছনেই ওই রানওয়েতে নামছিল ইনডিগোর বিমানটি। শিডিউল অনুযায়ী, ভারতের ইন্দোর থেকে মুম্বাই এসেছিল ইনডিগো বিমানটি, আর মুম্বাই থেকে কেরালার তিরুবনন্তপুরমের উদ্দেশে যাত্রা করেছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি।

দুর্ঘটনা পরিস্থিতির ব্যাখ্যায় ইনডিগো এক বিবৃতিতে জানিয়েছে, ইন্দোর-মুম্বাই ফ্লাইটের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশ অনুসরণ করেছিলেন। বিবৃতিতে বলা হয়, ‘যাত্রীদের নিরাপত্তাকে আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিই। ঘটনাটি পদ্ধতি অনুসারে হয়েছে বলে আমরা ইতিমধ্যেই রিপোর্ট করেছি।’ 

এয়ার ইন্ডিয়াও দাবি করেছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল তাদের বিমানটি উড্ডয়নের জন্য ছাড়পত্র দিয়েছিল। এ বিষয়ে চলমান তদন্তে সংস্থাটি সহযোগিতা করছে বলেও জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত