পাকিস্তানের করাচিতে ‘রহস্যময় ভাইরাল জ্বর’-এ আক্রান্ত বেশ কয়েকজন রোগী পাওয়া গেছে। ডেঙ্গু জ্বরের মতো এই জ্বরেও কমে যাচ্ছে রোগীদের প্লাটিলেট এবং শ্বেত রক্তকণিকা। সংশ্লিষ্টদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে এমনটি বলা হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল চিকিৎসক ও প্যাথলজিস্টদের বরাত দিয়ে গত বৃহস্পতিবার জানায়, ভাইরাল জ্বরে আক্রান্ত রোগীদের ডেঙ্গুর জন্য পরীক্ষা করা হলেও তার ফলাফল নেগেটিভ এসেছে।
করাচির ডাও ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের আণবিক প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক সাঈদ খান বলেন, কয়েক সপ্তাহ ধরে, আমরা ভাইরাল জ্বরের ঘটনা দেখছি। এই জ্বরে আক্রান্ত রোগী প্লাটিলেট এবং শ্বেত রক্তকণিকা কমে যাচ্ছে । পাশাপাশি অন্যান্য উপসর্গগুলো ডেঙ্গু জ্বরের মতো। কিন্তু ডেঙ্গু পরীক্ষা করালে তা নেগেটিভ আসছে।
স্থানীয় বিভিন্ন হাসপাতালের চিকিৎসক এবং প্যাথোলজিস্টসহ অন্যান্য বিশেষজ্ঞরাও নিশ্চিত করেছেন যে করাচিতে একটি ডেঙ্গু ভাইরাসের মতো রোগ ছড়িয়ে পড়ছে।
করাচির গুলশান-ই-ইকবালের শিশু হাসপাতালের আণবিক বিজ্ঞানী ড. মুহাম্মদ জোহাইবও করাচিতে ভাইরাল জ্বরের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডেঙ্গু রোগীর পাশাপাশি এই জ্বরে আক্রান্ত রোগী বাড়ায় হাসপাতালগুলোতে প্লাটিলেটের তীব্র সংকট দেখা দিয়েছে।
গতকাল শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ৪৫ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। জেলা স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, চলতি মৌসুমে পাকিস্তানে ৪ হাজার ২৯২ জন মশাবাহিত রোগে আক্রান্ত রোগী পাওয়া গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ডেঙ্গু হলো একটি মশা-বাহিত ভাইরাল সংক্রমণ যা উষ্ণ, গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে সাধারণ এবং প্রায়ই বর্ষাকালে বেশি দেখা যায়।
পাকিস্তানের করাচিতে ‘রহস্যময় ভাইরাল জ্বর’-এ আক্রান্ত বেশ কয়েকজন রোগী পাওয়া গেছে। ডেঙ্গু জ্বরের মতো এই জ্বরেও কমে যাচ্ছে রোগীদের প্লাটিলেট এবং শ্বেত রক্তকণিকা। সংশ্লিষ্টদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে এমনটি বলা হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল চিকিৎসক ও প্যাথলজিস্টদের বরাত দিয়ে গত বৃহস্পতিবার জানায়, ভাইরাল জ্বরে আক্রান্ত রোগীদের ডেঙ্গুর জন্য পরীক্ষা করা হলেও তার ফলাফল নেগেটিভ এসেছে।
করাচির ডাও ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের আণবিক প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক সাঈদ খান বলেন, কয়েক সপ্তাহ ধরে, আমরা ভাইরাল জ্বরের ঘটনা দেখছি। এই জ্বরে আক্রান্ত রোগী প্লাটিলেট এবং শ্বেত রক্তকণিকা কমে যাচ্ছে । পাশাপাশি অন্যান্য উপসর্গগুলো ডেঙ্গু জ্বরের মতো। কিন্তু ডেঙ্গু পরীক্ষা করালে তা নেগেটিভ আসছে।
স্থানীয় বিভিন্ন হাসপাতালের চিকিৎসক এবং প্যাথোলজিস্টসহ অন্যান্য বিশেষজ্ঞরাও নিশ্চিত করেছেন যে করাচিতে একটি ডেঙ্গু ভাইরাসের মতো রোগ ছড়িয়ে পড়ছে।
করাচির গুলশান-ই-ইকবালের শিশু হাসপাতালের আণবিক বিজ্ঞানী ড. মুহাম্মদ জোহাইবও করাচিতে ভাইরাল জ্বরের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডেঙ্গু রোগীর পাশাপাশি এই জ্বরে আক্রান্ত রোগী বাড়ায় হাসপাতালগুলোতে প্লাটিলেটের তীব্র সংকট দেখা দিয়েছে।
গতকাল শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ৪৫ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। জেলা স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, চলতি মৌসুমে পাকিস্তানে ৪ হাজার ২৯২ জন মশাবাহিত রোগে আক্রান্ত রোগী পাওয়া গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ডেঙ্গু হলো একটি মশা-বাহিত ভাইরাল সংক্রমণ যা উষ্ণ, গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে সাধারণ এবং প্রায়ই বর্ষাকালে বেশি দেখা যায়।
চীনের তৈরি অত্যাধুনিক মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার জেট-১০ এখন পাকিস্তান সেনাবাহিনীর হাতে। এক সপ্তাহ ধরে পাকিস্তানি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, পাকিস্তান আর্মি এভিয়েশন কর্পস এই হেলিকপ্টারগুলো মাঠপর্যায়ে ব্যবহার শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন...
৯ ঘণ্টা আগেপাকিস্তান সেনাবাহিনীর বিমান ইউনিটে চীনের তৈরি আধুনিক জেট-১০ অ্যাটাক হেলিকপ্টার আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে। আজ শনিবার মুলতান গ্যারিসনে সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সাইয়েদ আসিম মুনির এই হেলিকপ্টারগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১০ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাবে ভারত। এই বিষয়ে ভারত সরকারের সংশ্লিষ্ট দুজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন। একজন কর্মকর্তা বলেছেন, ‘এগুলো দীর্ঘমেয়াদি তেল চুক্তি। রাশিয়া থেকে রাতারাতি তেল কেনা বন্ধ করা এত সহজ নয়।’
১২ ঘণ্টা আগে১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ব্রিটিশ পণ্য বর্জন করে স্বদেশি পণ্য ব্যবহারের ডাক দিয়েছিল ভারতীয়রা। এই ঘটনার প্রায় ১২০ বছর পর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেন আবার এক স্বদেশি আন্দোলনের ডাক দিলেন! তবে এবার বিদেশি পণ্য বর্জন নয়, স্বদেশি পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
১৩ ঘণ্টা আগে