Ajker Patrika

করাচিতে ‘রহস্যময় ভাইরাল জ্বর’

করাচিতে ‘রহস্যময় ভাইরাল জ্বর’

পাকিস্তানের করাচিতে ‘রহস্যময় ভাইরাল জ্বর’-এ আক্রান্ত বেশ কয়েকজন রোগী পাওয়া গেছে। ডেঙ্গু জ্বরের মতো এই জ্বরেও কমে যাচ্ছে রোগীদের প্লাটিলেট এবং শ্বেত রক্তকণিকা। সংশ্লিষ্টদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে এমনটি বলা হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল চিকিৎসক ও প্যাথলজিস্টদের বরাত দিয়ে গত বৃহস্পতিবার জানায়, ভাইরাল জ্বরে আক্রান্ত রোগীদের ডেঙ্গুর জন্য পরীক্ষা করা হলেও তার ফলাফল নেগেটিভ এসেছে। 

করাচির ডাও ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের আণবিক প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক সাঈদ খান বলেন, কয়েক সপ্তাহ ধরে, আমরা ভাইরাল জ্বরের ঘটনা দেখছি। এই জ্বরে আক্রান্ত রোগী প্লাটিলেট এবং শ্বেত রক্তকণিকা কমে যাচ্ছে । পাশাপাশি অন্যান্য উপসর্গগুলো ডেঙ্গু জ্বরের মতো। কিন্তু ডেঙ্গু পরীক্ষা করালে তা নেগেটিভ আসছে। 

স্থানীয় বিভিন্ন হাসপাতালের চিকিৎসক এবং প্যাথোলজিস্টসহ অন্যান্য বিশেষজ্ঞরাও নিশ্চিত করেছেন যে করাচিতে একটি ডেঙ্গু ভাইরাসের মতো রোগ ছড়িয়ে পড়ছে।   

করাচির গুলশান-ই-ইকবালের শিশু হাসপাতালের আণবিক বিজ্ঞানী ড. মুহাম্মদ জোহাইবও করাচিতে ভাইরাল জ্বরের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডেঙ্গু রোগীর পাশাপাশি এই জ্বরে আক্রান্ত রোগী বাড়ায় হাসপাতালগুলোতে প্লাটিলেটের তীব্র সংকট দেখা দিয়েছে। 

গতকাল শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ৪৫ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। জেলা স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, চলতি মৌসুমে পাকিস্তানে ৪ হাজার ২৯২ জন মশাবাহিত রোগে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ডেঙ্গু হলো একটি মশা-বাহিত ভাইরাল সংক্রমণ যা উষ্ণ, গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে সাধারণ এবং প্রায়ই বর্ষাকালে বেশি দেখা যায়।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত