অর্থের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তানের সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তান অংশ নিয়েছিল বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ইমরান খান বলেন, জনগণের ইচ্ছার বিপক্ষে গিয়ে পাকিস্তান ওই যুদ্ধে অংশ নেয় যা দেশটির জন্য একটি স্ব-প্ররোচিত ক্ষত। গতকাল মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠকে অংশ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এসব কথা বলেন। ভারতভিত্তিক বার্তা সংস্থা পিটিআইর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
২০০১ সালে সেনা শাসক জেনারেল পারভেজ মোশারফের শাসনামলে আফগানিস্তানের যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করে পাকিস্তান। ইমরান খান জানান, ওই সময়ে তিনি নীতি নির্ধারকদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, এই সিদ্ধান্তের পেছনে কী বিবেচনা করা হয়েছিল তা আমি ভালো করেই জানি। দুর্ভাগ্যবশত, পাকিস্তানের জনগণের তখন চিন্তা করা হয়নি।
ইমরান খান বলেন, তখনকার বিবেচনাগুলো ১৯৮০ সালের মতো ছিল না। ওই সময় পাকিস্তান আফগান জিহাদে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করেছিল। এই পরিস্থিতির জন্য আমরা নিজেরাই দায়ী। যেহেতু আমরা অন্যদের আমাদের ব্যবহার করতে দিয়েছি। সাহায্যের জন্য আমাদের দেশের সুনাম বিসর্জন দিয়েছি ও একটি বৈদেশিক নীতি তৈরি করেছি যা অর্থের জন্য জনস্বার্থের বিরুদ্ধে যায়।
যুক্তরাষ্ট্রের জন্য কাজ করাকে স্ব-প্ররোচিত ক্ষত হিসেবে উল্লেখ ইমরান খান বলেন, এই ফলাফলের জন্য আমরা অন্য কাউকে দোষ দিতে পারি না
এর আগেও ইমরান খান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে অংশ নিয়ে ৮০ হাজারের বেশি পাকিস্তানির মৃত্যু হয়েছে। এ ছাড়া ২০ বছরের আফগান যুদ্ধে পাকিস্তানে ক্ষতি হয়েছে ১০০ বিলিয়ন ডলারের বেশি।
অর্থের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তানের সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তান অংশ নিয়েছিল বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ইমরান খান বলেন, জনগণের ইচ্ছার বিপক্ষে গিয়ে পাকিস্তান ওই যুদ্ধে অংশ নেয় যা দেশটির জন্য একটি স্ব-প্ররোচিত ক্ষত। গতকাল মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠকে অংশ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এসব কথা বলেন। ভারতভিত্তিক বার্তা সংস্থা পিটিআইর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
২০০১ সালে সেনা শাসক জেনারেল পারভেজ মোশারফের শাসনামলে আফগানিস্তানের যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করে পাকিস্তান। ইমরান খান জানান, ওই সময়ে তিনি নীতি নির্ধারকদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, এই সিদ্ধান্তের পেছনে কী বিবেচনা করা হয়েছিল তা আমি ভালো করেই জানি। দুর্ভাগ্যবশত, পাকিস্তানের জনগণের তখন চিন্তা করা হয়নি।
ইমরান খান বলেন, তখনকার বিবেচনাগুলো ১৯৮০ সালের মতো ছিল না। ওই সময় পাকিস্তান আফগান জিহাদে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করেছিল। এই পরিস্থিতির জন্য আমরা নিজেরাই দায়ী। যেহেতু আমরা অন্যদের আমাদের ব্যবহার করতে দিয়েছি। সাহায্যের জন্য আমাদের দেশের সুনাম বিসর্জন দিয়েছি ও একটি বৈদেশিক নীতি তৈরি করেছি যা অর্থের জন্য জনস্বার্থের বিরুদ্ধে যায়।
যুক্তরাষ্ট্রের জন্য কাজ করাকে স্ব-প্ররোচিত ক্ষত হিসেবে উল্লেখ ইমরান খান বলেন, এই ফলাফলের জন্য আমরা অন্য কাউকে দোষ দিতে পারি না
এর আগেও ইমরান খান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে অংশ নিয়ে ৮০ হাজারের বেশি পাকিস্তানির মৃত্যু হয়েছে। এ ছাড়া ২০ বছরের আফগান যুদ্ধে পাকিস্তানে ক্ষতি হয়েছে ১০০ বিলিয়ন ডলারের বেশি।
ইরানের শাহেদ ড্রোনের নকশা ব্যবহার করে এই ড্রোন উৎপাদনের জন্য বিশাল এক কারখানা নির্মাণ করেছে রাশিয়া। তাতারস্তান অঞ্চলের আলাবুগা শিল্প এলাকায় অবস্থিত এই কারখানা বর্তমানে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন উৎপাদন কেন্দ্র।
৬ ঘণ্টা আগেইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে। প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধের মধ্যে এই সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক অভিযান আরও বিস্তৃত হবে। শুক্রবার এই সিদ্ধান্ত দেশি-বিদেশি মহলে নতুন করে তীব্র সমালোচনার মুখে পড়েছে...
৮ ঘণ্টা আগেগাজায় চলমান যুদ্ধ, অর্থনৈতিক বিপর্যয় এবং খাদ্যসহ জরুরি পণ্যের তীব্র সংকটের মধ্যে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই আরও কঠিন হয়ে উঠেছে। ব্যাংকগুলো দীর্ঘদিন বন্ধ, স্থানীয় বাজারে ডিজিটাল লেনদেনও প্রায় অগ্রহণযোগ্য।
৮ ঘণ্টা আগেভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের পর সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এর মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আজ শুক্রবার (৮ আগস্ট) সাম্প্রতিক নানা বিষয়ে কথা হয় এই দুই নেতার।
৯ ঘণ্টা আগে