কয়েক দিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের টানে চার সন্তানকে নিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন এক পাকিস্তানি নারী। পরে প্রেমিকসহ সন্তানদের নিয়ে নয়াদিল্লির নয়ডায় বসবাসও শুরু করেন তিনি। তিনি অবশ্য এখন পুলিশ হেফাজতে।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ফেসবুকে প্রেমের সূত্র ধরে ভারতীয় আরেক গৃহবধূ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়ায় গিয়ে অবস্থান করছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হয়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘটনাটি নতুন মোড় নিয়েছে বলে আভাস দিয়ে ভারতীয় গণমাধ্যম পিটিআই।
আজ সোমবার সন্ধ্যায় প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেমের টানে সীমান্ত পাড়ি দেওয়া ৩৪ বছর বয়সী গৃহবধূ অঞ্জুকে বিয়ে করবেন না বলে জানিয়ে দিয়েছেন তাঁর ২৯ বছর বয়সী পাকিস্তানি প্রেমিক নাসরুল্লাহ। এমনকি দুজনের মধ্যে প্রেমের সম্পর্কের কথাও এখন অস্বীকার করছেন ওই যুবক। প্রেমের বিষয়টি এড়িয়ে যাচ্ছেন অঞ্জুও।
এর আগে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছিল, ভারতের উত্তর প্রদেশের কাইলর নামক একটি গ্রামে অঞ্জুর বাবার বাড়ি। স্বামীর সঙ্গে তিনি রাজস্থানের আলওয়ারে থাকতেন।
২০১৯ সালে ফেসবুকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাসিন্দা নাসরুল্লাহর সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। সীমান্ত পাড়ি দেওয়া অঞ্জু বর্তমানে নাসরুল্লাহর সঙ্গে সেখানেই অবস্থান করছেন।
অঞ্জু জানান, পাকিস্তানে প্রবেশের পর প্রেমিকসহ তিনি পুলিশের হেফাজতে ছিলেন। পরে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মুশতাক খাব ভিসাসহ বিভিন্ন নথিপত্র যাচাই করে তাঁদের ছেড়ে দেন। নথিপত্র ঠিক থাকায় অঞ্জুকে পাকিস্তানে অবস্থান করার অনুমতি দেওয়া হয়। দেশের ভাবমূর্তি যেন ক্ষুণ্ন না হয়, সে জন্য তাঁকে পর্যাপ্ত নিরাপত্তাও দেয় স্থানীয় প্রশাসন।
এ বিষয়ে অঞ্জুর স্বামী অরবিন্দ জানান, গত বৃহস্পতিবার অঞ্জু জয়পুর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে তাঁর পরিবার জানতে পারে, অঞ্জু পাকিস্তানে অবস্থান করছেন।
অরবিন্দ পুলিশকে বলেন, ‘বন্ধুর সঙ্গে দেখা করবেন বলে অঞ্জু বাসা থেকে বের হন। কয়েক দিন আগে হোয়াটসঅ্যাপে তাঁর সঙ্গে যোগাযোগ হলে জানতে পারি, সে লাহোরে আছে।’
অঞ্জু ও অরবিন্দ ২০০৭ সালে বিয়ে করেন। তাঁরা একসঙ্গেই থাকতেন। দুজনই বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। তাঁদের ১৫ বছরের একটি মেয়ে ও ৬ বছরের একটি ছেলে আছে।
অরবিন্দ জানান, দেশের বাইরে চাকরির জন্য আবেদন করবেন বলে ২০২০ সালে অঞ্জু পাসপোর্ট তৈরি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কারও সঙ্গে তাঁর যোগাযোগের কথা জানতেন না তিনি।
কয়েক দিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের টানে চার সন্তানকে নিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন এক পাকিস্তানি নারী। পরে প্রেমিকসহ সন্তানদের নিয়ে নয়াদিল্লির নয়ডায় বসবাসও শুরু করেন তিনি। তিনি অবশ্য এখন পুলিশ হেফাজতে।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ফেসবুকে প্রেমের সূত্র ধরে ভারতীয় আরেক গৃহবধূ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়ায় গিয়ে অবস্থান করছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হয়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘটনাটি নতুন মোড় নিয়েছে বলে আভাস দিয়ে ভারতীয় গণমাধ্যম পিটিআই।
আজ সোমবার সন্ধ্যায় প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেমের টানে সীমান্ত পাড়ি দেওয়া ৩৪ বছর বয়সী গৃহবধূ অঞ্জুকে বিয়ে করবেন না বলে জানিয়ে দিয়েছেন তাঁর ২৯ বছর বয়সী পাকিস্তানি প্রেমিক নাসরুল্লাহ। এমনকি দুজনের মধ্যে প্রেমের সম্পর্কের কথাও এখন অস্বীকার করছেন ওই যুবক। প্রেমের বিষয়টি এড়িয়ে যাচ্ছেন অঞ্জুও।
এর আগে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছিল, ভারতের উত্তর প্রদেশের কাইলর নামক একটি গ্রামে অঞ্জুর বাবার বাড়ি। স্বামীর সঙ্গে তিনি রাজস্থানের আলওয়ারে থাকতেন।
২০১৯ সালে ফেসবুকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাসিন্দা নাসরুল্লাহর সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। সীমান্ত পাড়ি দেওয়া অঞ্জু বর্তমানে নাসরুল্লাহর সঙ্গে সেখানেই অবস্থান করছেন।
অঞ্জু জানান, পাকিস্তানে প্রবেশের পর প্রেমিকসহ তিনি পুলিশের হেফাজতে ছিলেন। পরে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মুশতাক খাব ভিসাসহ বিভিন্ন নথিপত্র যাচাই করে তাঁদের ছেড়ে দেন। নথিপত্র ঠিক থাকায় অঞ্জুকে পাকিস্তানে অবস্থান করার অনুমতি দেওয়া হয়। দেশের ভাবমূর্তি যেন ক্ষুণ্ন না হয়, সে জন্য তাঁকে পর্যাপ্ত নিরাপত্তাও দেয় স্থানীয় প্রশাসন।
এ বিষয়ে অঞ্জুর স্বামী অরবিন্দ জানান, গত বৃহস্পতিবার অঞ্জু জয়পুর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে তাঁর পরিবার জানতে পারে, অঞ্জু পাকিস্তানে অবস্থান করছেন।
অরবিন্দ পুলিশকে বলেন, ‘বন্ধুর সঙ্গে দেখা করবেন বলে অঞ্জু বাসা থেকে বের হন। কয়েক দিন আগে হোয়াটসঅ্যাপে তাঁর সঙ্গে যোগাযোগ হলে জানতে পারি, সে লাহোরে আছে।’
অঞ্জু ও অরবিন্দ ২০০৭ সালে বিয়ে করেন। তাঁরা একসঙ্গেই থাকতেন। দুজনই বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। তাঁদের ১৫ বছরের একটি মেয়ে ও ৬ বছরের একটি ছেলে আছে।
অরবিন্দ জানান, দেশের বাইরে চাকরির জন্য আবেদন করবেন বলে ২০২০ সালে অঞ্জু পাসপোর্ট তৈরি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কারও সঙ্গে তাঁর যোগাযোগের কথা জানতেন না তিনি।
চকলেটপ্রেমীদের জন্য ২০২৫ সাল নিয়ে এসেছে এক দুঃসংবাদ। চকলেটের প্রধান উপাদান কোকো’র ঘাটতি ও দাম বেড়ে যাওয়ার কারণে এবার চকলেট বার, ইস্টার এগ, এমনকি কোকো পাউডারের দামও আকাশছোঁয়া। গত এক বছরে কোকোর দাম প্রায় ৩০০ শতাংশ বেড়েছে।
১৪ মিনিট আগেপোপ ফ্রান্সিসের পোপ হিসেবে পথচলা ছিল অনন্য। দুর্নীতি দমন, শিশুদের ওপর যৌন নিপীড়ন প্রতিরোধ এবং চার্চের আইন আধুনিকীকরণের যে চেষ্টা তিনি করেছিলেন, তা সব সময় সফল না হলেও কোটি কোটি ক্যাথলিকের হৃদয় জিতে নিয়েছে।
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন, রাশিয়া ও ইউক্রেন কয়েক দিনের মধ্যেই যুদ্ধ বন্ধে একটি শান্তিচুক্তিতে পৌঁছাতে পারে। এমনকি এই সপ্তাহের মধ্যেই এই চুক্তি হতে পারে। ট্রাম্প মনে করেন, এরপর দুই দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে মনযোগ দিতে পারবে।
১ ঘণ্টা আগেইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ওপর গত মার্চে চালানো মার্কিন সামরিক হামলার তথ্য একটি সিগন্যাল চ্যাট গ্রুপে শেয়ার করে নতুন বিতর্কের মুখে পড়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বার্তা সংস্থা রয়টার্স একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। যে চ্যাট গ্রুপে তিনি এই গোপনীয় তথ্য শেয়ার করেছেন...
১ ঘণ্টা আগে