Ajker Patrika

যুক্তরাষ্ট্রের কথিত ‘হস্তক্ষেপের’ কঠোর প্রতিবাদ ইসলামাবাদের

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৩: ৫৭
যুক্তরাষ্ট্রের কথিত ‘হস্তক্ষেপের’ কঠোর প্রতিবাদ ইসলামাবাদের

পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের কথিত ‘হস্তক্ষেপের’ জন্য কঠোর প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কূটনীতিককে তলব করে ইসলামাবাদের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ৬৯ বছর বয়সী পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল বৃহস্পতিবার বলেছিলেন, যুক্তরাষ্ট্র একটি ‘হুমকিমূলক চিঠি’ দিয়েছে পাকিস্তানকে। এই চিঠিকে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অপসারণের একটি বিদেশি ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছিলেন। ইমরান খান বলেছিলেন, একটি স্বাধীন দেশের পররাষ্ট্রনীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের এমন হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। সেই চিঠির ব্যাপারে যুক্তরাষ্ট্রের কূটনীতিককে ডেকে এনে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাল পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে একটি প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়েছে মার্কিন কূটনীতিকের হাতে। সেই প্রতিবাদপত্রে বলা হয়েছে, ‘পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।’

পিটিআই আরও জানায়, গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) বৈঠকে মার্কিন চিঠির ব্যাপারে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিকে পাকিস্তানের জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্ক শুরু হওয়ার কথা ছিল গতকাল। তবে তা শুরু হয়নি। জাতীয় পরিষদের অধিবেশন আগামী রোববার পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়েছে। সেদিনই অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে। ইমরান খান দাবি করেছেন, তাঁর ওপরে আনীত অনাস্থা প্রস্তাবের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে।

তবে যুক্তরাষ্ট্র এই অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলেছে, তারা পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো চিঠি পাঠায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত