অনলাইন ডেস্ক
ভারতের সঙ্গে যুদ্ধে ১১ জন সেনা সদস্য নিহত হয়েছে এবং বেসামরিক নাগরিকসহ আহত হয়েছে ৭৮ জন। আজ মঙ্গলবার দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে পেহেলগাম হামলার জন্য ভারত ইসলামাবাদকে অভিযুক্ত করার পরই দুই দেশের মধ্যে এই সামরিক সংঘাতের সূত্রপাত হয়। গত ৬-৭ মে রাতের দিকে নয়াদিল্লি ‘অপারেশন সিন্দুর’-এর নামে পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায়, যার ফলে বেসামরিক হতাহতের ঘটনা ঘটে। এরপর উভয় পক্ষ এক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে উভয় পক্ষ অস্ত্র বিরতিতে সম্মত হয়।
গত শনিবার, যখন দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছিল, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করেন।
আইএসপিআর-এর ভাষ্য অনুযায়ী, ভারতীয় আগ্রাসনে ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে সাতজন নারী ও ১৫টি শিশু। এ ছাড়া আহত হয়েছেন আরও ১২১ জন।
বিবৃতিতে নিহত সেনা সদস্যদের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন—নায়েক আব্দুল রেহমান, ল্যান্স নায়েক দিলাওয়ার খান, ল্যান্স নায়েক ইকরামুল্লাহ, নায়েক ওয়াকার খালিদ, সিপাহি মুহাম্মদ আদিল আকবর এবং সিপাহি নিসার।
পাকিস্তান বিমানবাহিনীর যে সদস্যরা নিহত হয়েছেন তাঁরা হলেন—স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ, চিফ টেকনিশিয়ান আওরঙ্গজেব, সিনিয়র টেকনিশিয়ান নাজিব, কর্পোরাল টেকনিশিয়ান ফারুক এবং সিনিয়র টেকনিশিয়ান মুবাশির।
আইএসপিআর বিবৃতিতে আরও বলেছে, পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘মারকা-ই-হক’-এর অধীনে দৃঢ় প্রত্যয় নিয়ে জবাব দিয়েছে। ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’-এর মাধ্যমে সুনির্দিষ্ট ও কার্যকর প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।
আইএসপিআর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে চ্যালেঞ্জ করার যেকোনো ধরনের প্রচেষ্টাকে ভবিষ্যতে তাৎক্ষণিক কঠিন জবাব দেওয়া হবে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’-এর ‘দুর্দান্ত সাফল্য’ স্মরণে প্রতি বছর ১০ মে ‘ইয়াওম-ই-মার্ক-ই-হক’ উদ্যাপনের ঘোষণা করেছেন। তিনি আরও বলেছেন, আগামী ১৬ মে, শুক্রবার বিশেষ দিবস হিসেবে পালন করা হবে।
ভারতের সঙ্গে যুদ্ধে ১১ জন সেনা সদস্য নিহত হয়েছে এবং বেসামরিক নাগরিকসহ আহত হয়েছে ৭৮ জন। আজ মঙ্গলবার দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে পেহেলগাম হামলার জন্য ভারত ইসলামাবাদকে অভিযুক্ত করার পরই দুই দেশের মধ্যে এই সামরিক সংঘাতের সূত্রপাত হয়। গত ৬-৭ মে রাতের দিকে নয়াদিল্লি ‘অপারেশন সিন্দুর’-এর নামে পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায়, যার ফলে বেসামরিক হতাহতের ঘটনা ঘটে। এরপর উভয় পক্ষ এক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে উভয় পক্ষ অস্ত্র বিরতিতে সম্মত হয়।
গত শনিবার, যখন দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছিল, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করেন।
আইএসপিআর-এর ভাষ্য অনুযায়ী, ভারতীয় আগ্রাসনে ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে সাতজন নারী ও ১৫টি শিশু। এ ছাড়া আহত হয়েছেন আরও ১২১ জন।
বিবৃতিতে নিহত সেনা সদস্যদের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন—নায়েক আব্দুল রেহমান, ল্যান্স নায়েক দিলাওয়ার খান, ল্যান্স নায়েক ইকরামুল্লাহ, নায়েক ওয়াকার খালিদ, সিপাহি মুহাম্মদ আদিল আকবর এবং সিপাহি নিসার।
পাকিস্তান বিমানবাহিনীর যে সদস্যরা নিহত হয়েছেন তাঁরা হলেন—স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ, চিফ টেকনিশিয়ান আওরঙ্গজেব, সিনিয়র টেকনিশিয়ান নাজিব, কর্পোরাল টেকনিশিয়ান ফারুক এবং সিনিয়র টেকনিশিয়ান মুবাশির।
আইএসপিআর বিবৃতিতে আরও বলেছে, পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘মারকা-ই-হক’-এর অধীনে দৃঢ় প্রত্যয় নিয়ে জবাব দিয়েছে। ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’-এর মাধ্যমে সুনির্দিষ্ট ও কার্যকর প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।
আইএসপিআর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে চ্যালেঞ্জ করার যেকোনো ধরনের প্রচেষ্টাকে ভবিষ্যতে তাৎক্ষণিক কঠিন জবাব দেওয়া হবে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’-এর ‘দুর্দান্ত সাফল্য’ স্মরণে প্রতি বছর ১০ মে ‘ইয়াওম-ই-মার্ক-ই-হক’ উদ্যাপনের ঘোষণা করেছেন। তিনি আরও বলেছেন, আগামী ১৬ মে, শুক্রবার বিশেষ দিবস হিসেবে পালন করা হবে।
যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া ও ইসরায়েল। আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্র, তুরস্ক, জর্ডান ও অন্যান্য প্রতিবেশী রাষ্ট্র যুদ্ধবিরতির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
১৪ মিনিট আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণে তিন কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০) লস অ্যাঞ্জেলেসের পূর্বাঞ্চলে অবস্থিত বিস্কেলুজ সেন্টার একাডেমি ট্রেনিং ফ্যাসিলিটিতে এ দুর্ঘটনা ঘট
১ ঘণ্টা আগেভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। খবর এনডিটিভির।
১ ঘণ্টা আগেভিডিও ভাইরাল হওয়ার পরপরই কোম্পানিটির পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত চলাকালীন অভিযুক্ত সাময়িক বরখাস্ত থাকবেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
১ ঘণ্টা আগে