কলকাতা, প্রতিনিধি
ভারতের মহারাষ্ট্রের নন্দুরবার জেলার চাঁদসাইলি ঘাটে একটি মিনি ট্রাক খাদে পড়ে আটজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ১৫ জনের বেশি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিনি ট্রাকটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। তাঁরা একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে নিজেদের গ্রামে ফিরছিলেন।
গতকাল শনিবার সকাল প্রায় ১০টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি প্রথমে পাথরে ধাক্কা খায় এবং এর পরপরই গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে তালোদা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে দুর্গম এলাকা ও মোবাইল নেটওয়ার্কের অনুপস্থিতির কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে গেছে।
আহত ব্যক্তিদের প্রথমে তালোদা সাবডিস্ট্রিক্ট হাসপাতালে ও পরে নন্দুরবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নাশিকের বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে আহত ব্যক্তিদের চিকিৎসা ব্যয়ের দায়িত্ব নেওয়া হয়েছে।
নন্দুরবার জেলার পুলিশ সুপার শ্ৰবণ দাথ বলেন, প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে, অতিরিক্ত যাত্রীবোঝাই ও মেয়াদোত্তীর্ণ গাড়ির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
চালককে আহত অবস্থায় উদ্ধার করে তাঁর জবানবন্দি নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার।
জেলা প্রশাসক নীলেশ সাগর বলেন, চাঁদসাইলি ঘাট খুবই ঝুঁকিপূর্ণ। এখানে দ্রুত সুরক্ষা বেড়া ও গতিনিয়ন্ত্রণ চিহ্ন বসানো প্রয়োজন।
নিহত ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও দুই কিশোর রয়েছে। আশপাশের গ্রাম থেকে শত শত মানুষ হাসপাতালে ভিড় করেছেন। দুর্ঘটনার পর থেকে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চাঁদসাইলি গ্রামের বাসিন্দা প্রমীলা পাটিল কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামী আর ভাই দুজনেই সেই ট্রাকে ছিল। কেউ ফিরল না।’
নন্দুরবার হাসপাতালের চিকিৎসক আনন্দ রাও বলেন, ‘১৫ জন আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। চারজনের অবস্থা আশঙ্কাজনক। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’
এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহত ব্যক্তিদের পরিবারকে ৫ লাখ রুপি করে এবং আহত ব্যক্তিদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন।
নন্দুরবারের বিধায়ক ভারত প্যাটেল এ দুর্ঘটনার জন্য প্রশাসনের অবহেলাকে দায়ী করে দ্রুত রাস্তার সংস্কার ও ঘাটটিতে গার্ডরেল বসানোর দাবি জানান। তিনি বলেন, ‘এ ঘাটে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন, কিন্তু গার্ডরেল নেই। এটা প্রশাসনের অবহেলা। আমরা অবিলম্বে রাস্তার সংস্কার দাবি করছি।’
পরিবহন দপ্তরের এক কর্মকর্তা জানান, চাঁদসাইলি ঘাটে এর আগেও অন্তত ১২টি বড় দুর্ঘটনা ঘটেছে, অথচ এখন পর্যন্ত কোনো স্থায়ী সুরক্ষাব্যবস্থা নেওয়া হয়নি।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।
আজ রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়েছে—কোনো নিখোঁজ যাত্রী রয়ে গেছেন কি না, তা নিশ্চিত করতে। উদ্ধারকারী দলের সদস্য মহেশ যাদব বলেন, ‘আমরা সারা রাত কাজ করেছি। গাড়িটা সম্পূর্ণ ভেতরে ঢুকে গিয়েছিল, লোহার টুকরো চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে ছিল।’
ভারতের মহারাষ্ট্রের নন্দুরবার জেলার চাঁদসাইলি ঘাটে একটি মিনি ট্রাক খাদে পড়ে আটজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ১৫ জনের বেশি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিনি ট্রাকটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। তাঁরা একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে নিজেদের গ্রামে ফিরছিলেন।
গতকাল শনিবার সকাল প্রায় ১০টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি প্রথমে পাথরে ধাক্কা খায় এবং এর পরপরই গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে তালোদা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে দুর্গম এলাকা ও মোবাইল নেটওয়ার্কের অনুপস্থিতির কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে গেছে।
আহত ব্যক্তিদের প্রথমে তালোদা সাবডিস্ট্রিক্ট হাসপাতালে ও পরে নন্দুরবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নাশিকের বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে আহত ব্যক্তিদের চিকিৎসা ব্যয়ের দায়িত্ব নেওয়া হয়েছে।
নন্দুরবার জেলার পুলিশ সুপার শ্ৰবণ দাথ বলেন, প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে, অতিরিক্ত যাত্রীবোঝাই ও মেয়াদোত্তীর্ণ গাড়ির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
চালককে আহত অবস্থায় উদ্ধার করে তাঁর জবানবন্দি নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার।
জেলা প্রশাসক নীলেশ সাগর বলেন, চাঁদসাইলি ঘাট খুবই ঝুঁকিপূর্ণ। এখানে দ্রুত সুরক্ষা বেড়া ও গতিনিয়ন্ত্রণ চিহ্ন বসানো প্রয়োজন।
নিহত ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও দুই কিশোর রয়েছে। আশপাশের গ্রাম থেকে শত শত মানুষ হাসপাতালে ভিড় করেছেন। দুর্ঘটনার পর থেকে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চাঁদসাইলি গ্রামের বাসিন্দা প্রমীলা পাটিল কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামী আর ভাই দুজনেই সেই ট্রাকে ছিল। কেউ ফিরল না।’
নন্দুরবার হাসপাতালের চিকিৎসক আনন্দ রাও বলেন, ‘১৫ জন আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। চারজনের অবস্থা আশঙ্কাজনক। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’
এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহত ব্যক্তিদের পরিবারকে ৫ লাখ রুপি করে এবং আহত ব্যক্তিদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন।
নন্দুরবারের বিধায়ক ভারত প্যাটেল এ দুর্ঘটনার জন্য প্রশাসনের অবহেলাকে দায়ী করে দ্রুত রাস্তার সংস্কার ও ঘাটটিতে গার্ডরেল বসানোর দাবি জানান। তিনি বলেন, ‘এ ঘাটে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন, কিন্তু গার্ডরেল নেই। এটা প্রশাসনের অবহেলা। আমরা অবিলম্বে রাস্তার সংস্কার দাবি করছি।’
পরিবহন দপ্তরের এক কর্মকর্তা জানান, চাঁদসাইলি ঘাটে এর আগেও অন্তত ১২টি বড় দুর্ঘটনা ঘটেছে, অথচ এখন পর্যন্ত কোনো স্থায়ী সুরক্ষাব্যবস্থা নেওয়া হয়নি।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।
আজ রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়েছে—কোনো নিখোঁজ যাত্রী রয়ে গেছেন কি না, তা নিশ্চিত করতে। উদ্ধারকারী দলের সদস্য মহেশ যাদব বলেন, ‘আমরা সারা রাত কাজ করেছি। গাড়িটা সম্পূর্ণ ভেতরে ঢুকে গিয়েছিল, লোহার টুকরো চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে ছিল।’
ফ্রান্সের প্যারিসে বিশ্ববিখ্যাত ল্যুভর মিউজিয়ামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে মাত্র সাত মিনিটে। অবিশ্বাস্য এই অভিযানে চোরেরা ব্যবহার করেছে ‘চেরি পিকার’ (ট্রাকের ওপর বসানো একধরনের হাইড্রোলিক মই) ও ‘অ্যাঙ্গেল গ্রাইন্ডার’।
৩৭ মিনিট আগেআন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন। চলতি বছরের মে মাসে ইসরায়েল আইসিসির কাছে পরোয়ানা বাতিলের আবেদন করেছিল। একই সময়ে আদালতের এখতিয়ার
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে অন্যায়ের শিকার হয়ে টানা ৪৩ বছর কারাভোগের পর অবশেষে নির্দোষ প্রমাণিত হয়েছেন সুব্রহ্মণ্যম সুবু বেদাম। কিন্তু মুক্তির আনন্দ উপভোগ করার আগেই নতুন এক সংকটে পড়েছেন তিনি। রোববার (১৯ অক্টোবর) বিবিসি জানিয়েছে, মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ (আইসিই) এখন বেদামকে ভারতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
২ ঘণ্টা আগেকানাডা থেকে রেকর্ডসংখ্যক ভারতীয় নাগরিককে ‘জোরপূর্বক ফেরত’ পাঠানো হচ্ছে বলে জানা গেছে। দেশটির সীমান্তসেবা সংস্থা কানাডিয়ান বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এ সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে