Ajker Patrika

ইসলামাবাদের উদ্দেশে পিটিআইয়ের ‘হাকিকি আজাদি’ লংমার্চ শুরু 

অনলাইন ডেস্ক
আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৮: ৪৭
Thumbnail image

পাকিস্তানের লাহোর থেকে দেশটির রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ‘হাকিকি আজাদি’ লংমার্চ শুরু হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের নেতৃত্বে লাহোরের লিবার্টি চক থেকে এই লংমার্চ শুরু হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পাকিস্তান জাতীয় পরিষদের আগাম নির্বাচনের দাবিতে স্থানীয় সময় আজ শুক্রবার দুপুরের পর লাহোরের লিবার্টি চক থেকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কর্মী ও সমর্থকেরা পদযাত্রায় অংশ নেন। এই লংমার্চ নিয়ে ৩৮০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে রাজধানী ইসলামাবাদে যাওয়ার পরিকল্পনা করেছে পিটিআই।

লংমার্চ প্রসঙ্গে দলটির অন্যতম নেতা বাবর আওয়ান বলেন, ‘এটি একটি শান্তিপূর্ণ পদযাত্রা, কোনো যুদ্ধ নয়। পাকিস্তানের অর্থনৈতিক সংকট ও দাসত্ব থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে আগাম নির্বাচন।’ পদযাত্রাকে বিদেশি সহায়তাপুষ্ট মন্তব্য করে ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ–নওয়াজ (পিএমএল–এন) তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, ‘জাতি এই রক্তাক্ত পদযাত্রাকে প্রত্যাখ্যান করেছে।’

এদিকে, পিটিআই এক টুইটে ছবি শেয়ার করে জানিয়েছে, ‘লিবার্টি চকে জনসমুদ্র তৈরি হয়েছে।’ পদযাত্রায় অংশ নেওয়া পিটিআইয়ের কর্মী মুহাম্মদ মাজহার বলেন, ‘আমাদের দেশকে বাঁচাতে হবে এবং এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে, তাই আমি ইমরান খানকে সমর্থন করছি।’

অন্যদিকে রাজধানী ইসলামাবাদে এরই মধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ১৩ হাজারেরও বেশি পুলিশ। এর আগে চলতি বছরের মে মাসেও লংমার্চের আয়োজন করেছিল ইমরানের দল। সে সময় দলটির সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত