Ajker Patrika

প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই: নির্বাসন থেকে ফিরে নওয়াজ শরিফ

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৮: ৩৯
প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই: নির্বাসন থেকে ফিরে নওয়াজ শরিফ

প্রায় চার বছরের স্বেচ্ছায় নির্বাসনের পর লন্ডন থেকে দেশে ফিরেছেন পাকিস্তান মুসলিম লীগের (পিএমএলএন) প্রধান নওয়াজ শরিফ। গতকাল শনিবার তিনি বলেন, রাজনৈতিক বিরোধীদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই।

পাকিস্তানের জিও টিভির এক প্রতিবেদন অনুসারে, দেশের উন্নয়নের স্বার্থে সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনবারের এ প্রধানমন্ত্রী। 

নওয়াজ শরিফ লন্ডন থেকে সরাসরি ইসলামাবাদে পৌঁছান। ২০১৯ সালে দেশ ছাড়ার আগে আদালতের দেওয়া কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেন। সেখানে ঘণ্টাখানেক অবস্থান করার পর, আগামী বছরের নির্বাচনের জন্য হাজার হাজার সমর্থকের সমাবেশে তাঁর দলের প্রচার শুরু করতে লাহোরের উদ্দেশে রওনা হন। 

দোষী সাব্যস্ত হওয়ার কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বা সরকারি পদে থাকতে না পারলেও রেকর্ড মুদ্রাস্ফীতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছেন নওয়াজ। 

লাহোরের মিনার-ই-পাকিস্তানে দেওয়া ভাষণে ৭৩ বছর বয়সী প্রবীণ এ রাজনীতিবিদ বলেন, ‘প্রতিশোধ নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই, তবে আমি দেশে কোনো দারিদ্র্য বা নিরক্ষরতা দেখতে চাই না।’ 

চিরচেনা লাল রুমাল বেঁধে জনতার উদ্দেশে নওয়াজ বলেন, ‘আপনাদের সঙ্গে অনেক দিন পর আমার দেখা হচ্ছে, কিন্তু আপনাদের প্রতি আমার ভালোবাসা অটুট আছে। আপনারা কখনো আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি এবং আমিও কখনো আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি।’ 

নওয়াজ বলেন, চার বছর পরে ফিরলেও দেশের সেবা করার জন্য তাঁর যে হৃদয়ের অনুভূতি সেটি মরে যায়নি। 

দেশের সমস্যাগুলোর সমাধানের অঙ্গীকার ব্যক্ত করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কীভাবে হারানো মর্যাদা ফিরে পাওয়া যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত