Ajker Patrika

৬ বছর পর পাকিস্তান মুসলিম লীগের সভাপতি হলেন ‘রাজনীতিতে নিষিদ্ধ’ নওয়াজ 

আপডেট : ২৯ মে ২০২৪, ১৬: ০৪
৬ বছর পর পাকিস্তান মুসলিম লীগের সভাপতি হলেন ‘রাজনীতিতে নিষিদ্ধ’ নওয়াজ 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আবারও পাকিস্তানি মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি নির্বাচিত হয়েছেন। পানামা পেপারস মামলায় সুপ্রিম কোর্টের রায়ে দলের সভাপতির পদ হারানোর ৬ বছর পর গতকাল মঙ্গলবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি আবার দলের নেতৃত্বে ফেরেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

দলের সাধারণ সভার একটি ভিডিও শেয়ার করে নওয়াজের দল সেটির ক্যাপশনে লিখেছিল, সিংহ তাঁর সর্বোচ্চ আসন পুনরুদ্ধার করতে ফিরে এসেছেন। এ সময় সাধারণ সভায় নওয়াজ শরিফ উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, দলের সভাপতি হিসেবে তাঁর প্রত্যাবর্তন নয়, বরং (বিচারপতি) সাকিব নিসারের সিদ্ধান্ত (পানামা পেপারস মামলায় এই বিচারপতিই নওয়াজকে রাজনীতি থেকে নিষিদ্ধ করেছিলেন।) ছুড়ে ফেলার জন্য আনন্দ করতে হবে। 

এ সময় নওয়াজ শরিফ কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে আরও বলেন, ‘যারা মনে করেছিল, নওয়াজ চিরতরে হারিয়ে গেছে—আজ তাদের ডাকুন। আজ আবার আপনাদের সামনে দাঁড়িয়েছে নওয়াজ।’ এ সময় তিনি প্রশ্ন রাখেন কেন তাঁকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? 

সভায় নওয়াজ শরিফ তার দলের নেতা-কর্মী ও ছোট ভাই শাহবাজ শরিফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, দুর্দশার মধ্যেও দলকে শক্ত হাতে এগিয়ে নেওয়ার জন্য। দল ও দেশের স্বার্থে কারাদণ্ডসহ অনেক প্রতিকূলতা মুখোমুখির জন্য নওয়াজ প্রশংসা করেছেন মেয়ে মরিয়ম নওয়াজ ও ভাতিজা হামজা শাহবাজের। 

এ সময় পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন, অনেক শক্তিই তাঁর ভাই ও পিএমএল-এন সমর্থকদের সঙ্গে তাঁর বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে কিন্তু শাহবাজ শরিফ তা এড়িয়ে গেছেন। পিএমএল-এন সভাপতি এ সময় দাবি করেন, অনেক বছর আগেই তাঁকে পাশ কাটিয়ে ছোট ভাই শাহবাজকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু শাহবাজ সেই প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিলেন। 

নওয়াজ শরিফ এ সময় পিএমএল-এন সরকারের কার্যকলাপ তুলে ধরেন ও ভাইয়ের প্রশংসা করে বলেন, ‘অর্থনৈতিক সূচকগুলো এরই মধ্যে উন্নতি করছে।’ তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘দু-এক বছর কষ্ট হবে কিন্তু তারপর আসবে সমৃদ্ধি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত