পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আবারও পাকিস্তানি মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি নির্বাচিত হয়েছেন। পানামা পেপারস মামলায় সুপ্রিম কোর্টের রায়ে দলের সভাপতির পদ হারানোর ৬ বছর পর গতকাল মঙ্গলবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি আবার দলের নেতৃত্বে ফেরেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
দলের সাধারণ সভার একটি ভিডিও শেয়ার করে নওয়াজের দল সেটির ক্যাপশনে লিখেছিল, সিংহ তাঁর সর্বোচ্চ আসন পুনরুদ্ধার করতে ফিরে এসেছেন। এ সময় সাধারণ সভায় নওয়াজ শরিফ উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, দলের সভাপতি হিসেবে তাঁর প্রত্যাবর্তন নয়, বরং (বিচারপতি) সাকিব নিসারের সিদ্ধান্ত (পানামা পেপারস মামলায় এই বিচারপতিই নওয়াজকে রাজনীতি থেকে নিষিদ্ধ করেছিলেন।) ছুড়ে ফেলার জন্য আনন্দ করতে হবে।
এ সময় নওয়াজ শরিফ কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে আরও বলেন, ‘যারা মনে করেছিল, নওয়াজ চিরতরে হারিয়ে গেছে—আজ তাদের ডাকুন। আজ আবার আপনাদের সামনে দাঁড়িয়েছে নওয়াজ।’ এ সময় তিনি প্রশ্ন রাখেন কেন তাঁকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল?
সভায় নওয়াজ শরিফ তার দলের নেতা-কর্মী ও ছোট ভাই শাহবাজ শরিফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, দুর্দশার মধ্যেও দলকে শক্ত হাতে এগিয়ে নেওয়ার জন্য। দল ও দেশের স্বার্থে কারাদণ্ডসহ অনেক প্রতিকূলতা মুখোমুখির জন্য নওয়াজ প্রশংসা করেছেন মেয়ে মরিয়ম নওয়াজ ও ভাতিজা হামজা শাহবাজের।
এ সময় পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন, অনেক শক্তিই তাঁর ভাই ও পিএমএল-এন সমর্থকদের সঙ্গে তাঁর বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে কিন্তু শাহবাজ শরিফ তা এড়িয়ে গেছেন। পিএমএল-এন সভাপতি এ সময় দাবি করেন, অনেক বছর আগেই তাঁকে পাশ কাটিয়ে ছোট ভাই শাহবাজকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু শাহবাজ সেই প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিলেন।
নওয়াজ শরিফ এ সময় পিএমএল-এন সরকারের কার্যকলাপ তুলে ধরেন ও ভাইয়ের প্রশংসা করে বলেন, ‘অর্থনৈতিক সূচকগুলো এরই মধ্যে উন্নতি করছে।’ তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘দু-এক বছর কষ্ট হবে কিন্তু তারপর আসবে সমৃদ্ধি।’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আবারও পাকিস্তানি মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি নির্বাচিত হয়েছেন। পানামা পেপারস মামলায় সুপ্রিম কোর্টের রায়ে দলের সভাপতির পদ হারানোর ৬ বছর পর গতকাল মঙ্গলবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি আবার দলের নেতৃত্বে ফেরেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
দলের সাধারণ সভার একটি ভিডিও শেয়ার করে নওয়াজের দল সেটির ক্যাপশনে লিখেছিল, সিংহ তাঁর সর্বোচ্চ আসন পুনরুদ্ধার করতে ফিরে এসেছেন। এ সময় সাধারণ সভায় নওয়াজ শরিফ উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, দলের সভাপতি হিসেবে তাঁর প্রত্যাবর্তন নয়, বরং (বিচারপতি) সাকিব নিসারের সিদ্ধান্ত (পানামা পেপারস মামলায় এই বিচারপতিই নওয়াজকে রাজনীতি থেকে নিষিদ্ধ করেছিলেন।) ছুড়ে ফেলার জন্য আনন্দ করতে হবে।
এ সময় নওয়াজ শরিফ কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে আরও বলেন, ‘যারা মনে করেছিল, নওয়াজ চিরতরে হারিয়ে গেছে—আজ তাদের ডাকুন। আজ আবার আপনাদের সামনে দাঁড়িয়েছে নওয়াজ।’ এ সময় তিনি প্রশ্ন রাখেন কেন তাঁকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল?
সভায় নওয়াজ শরিফ তার দলের নেতা-কর্মী ও ছোট ভাই শাহবাজ শরিফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, দুর্দশার মধ্যেও দলকে শক্ত হাতে এগিয়ে নেওয়ার জন্য। দল ও দেশের স্বার্থে কারাদণ্ডসহ অনেক প্রতিকূলতা মুখোমুখির জন্য নওয়াজ প্রশংসা করেছেন মেয়ে মরিয়ম নওয়াজ ও ভাতিজা হামজা শাহবাজের।
এ সময় পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন, অনেক শক্তিই তাঁর ভাই ও পিএমএল-এন সমর্থকদের সঙ্গে তাঁর বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে কিন্তু শাহবাজ শরিফ তা এড়িয়ে গেছেন। পিএমএল-এন সভাপতি এ সময় দাবি করেন, অনেক বছর আগেই তাঁকে পাশ কাটিয়ে ছোট ভাই শাহবাজকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু শাহবাজ সেই প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিলেন।
নওয়াজ শরিফ এ সময় পিএমএল-এন সরকারের কার্যকলাপ তুলে ধরেন ও ভাইয়ের প্রশংসা করে বলেন, ‘অর্থনৈতিক সূচকগুলো এরই মধ্যে উন্নতি করছে।’ তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘দু-এক বছর কষ্ট হবে কিন্তু তারপর আসবে সমৃদ্ধি।’
গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিতর্কিত এক মার্কিন বাইকার গ্যাংয়ের সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে বলে বিবিসির এক অনুসন্ধানে জানা গেছে। এই গ্যাংটির নাম ‘ইনফিডেলস মোটরসাইকেল ক্লাব’। অতীতে এই ক্লাবের ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের ইতিহাস রয়েছে।
১৯ মিনিট আগেনেপালের প্রভাবশালী রাজনৈতিক নেতা, সাবেক উপপ্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী টপ বাহাদুর রায়মাঝি আবারও শিরোনাম হলেন। তবে নেপাল কমিউনিস্ট পার্টির (মার্কস ও লেনিনপন্থী) এই নেতা এবার শিরোনাম হয়েছেন দেশে বিশৃঙ্খলার সুযোগে কারাগার থেকে পলায়ন করে।
১ ঘণ্টা আগেনেপালের রাজধানী কাঠমান্ডুতে মঙ্গলবারের তুলনায় বুধবার সকাল কিছুটা শান্ত মনে হলেও পরিস্থিতি এখনো ভয়াবহ। ভোর থেকে এই শহরের প্রধান মোড়গুলোতে ব্যারিকেড বসিয়ে ভেতরের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে সেনারা।
২ ঘণ্টা আগেহিমালয়কন্যা নেপালে সরকারের দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যে আন্দোলন শুরু হয়েছে, এরই মধ্যে অন্তত ২৯ জনের প্রাণ ঝরেছে। এরপর নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করায় সরকারেরও পতন হয়েছে। দেশের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী।
৩ ঘণ্টা আগে