Ajker Patrika

পাকিস্তানে ৯০০ ফুট উঁচুতে কেব্‌ল কারে আটকে পড়া ৮ জনকেই উদ্ধার 

পাকিস্তানে ৯০০ ফুট উঁচুতে কেব্‌ল কারে আটকে পড়া ৮ জনকেই উদ্ধার 

পাকিস্তানে কেব্‌ল কারের তার ছিঁড়ে ৯০০ ফুট উঁচুতে আটকে পড়া ৭ শিশুসহ ৮ জনকেই নিরাপদে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। উদ্ধারের আগে ওই ৮ জন সেখানে প্রায় ১৫ ঘণ্টা ধরে ঝুলে ছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার সকালে পাকিস্তানের উত্তর–পশ্চিমাঞ্চলের বট্টগ্রামের উপত্যকায় কেব্‌ল কারের তার ছিঁড়ে ৯০০ ফুট ওপরে আটকে পড়ে সাত শিশুসহ আট আরোহী। বট্টগ্রামের পার্বত্য এলাকায় ওই কেব্‌ল কারে চড়ে শিশুরা স্কুলে যাচ্ছিল। বট্টগ্রাম ইসলামাবাদের ২০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। চলন্ত অবস্থায় কেব্‌ল কারের একটি তার ছিঁড়ে গেলে সেটি উপত্যকা থেকে ২৭৪ মিটার (৯০০ ফুট) ওপরে ঝুলতে থাকে। 

উদ্ধার বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘এটি অনন্য একটি অভিযান ছিল যেখানে আমাদের সব ধরনের দক্ষতাকেই কাজে লাগাতে হয়েছে।’ 
 
পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকারও কেব্‌ল কারে আটকে পড়া ৮ জনের উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, ‘সব শিশুকেই সাফল্যের সঙ্গে নিরাপদে উদ্ধার করা হয়েছে।’ তিনি আরও লিখেন, ‘আমাদের সেনাবাহিনী, উদ্ধারকারী বিভাগ, জেলা প্রশাসন এবং স্থানীয় লোকজনসহ সবাই সম্মিলিতভাবে দারুণ কাজ করেছেন।’ 
 
এর আগে, রাত হয়ে আসলে হেলিকপ্টারের সাহায্যে চালাতে থাকা উদ্ধার তৎপরতা বন্ধ করে দেওয়া হয়। তবে তার আগে দুই শিশুকে নিরাপদে উদ্ধার করে আনা হয়। পরে কেব্‌ল কারের চারপাশে একাধিক ফ্লাড লাইট জ্বালানো হয় এবং আবারও শুরু হয় উদ্ধার অভিযান। 

গুলফ্রাজ নামে কেব্‌ল কারে আটকে পড়া এক যাত্রী পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজকে মোবাইল ফোনে বলে, ‘খোদার দোহাই, আমাদের সাহায্য করুন।’ কেব্‌ল কারে আটজন আছেন বলে তিনি নিশ্চিত করেন। 

স্থানীয় উদ্ধারকারী কর্মকর্তা জুলফিকার খান বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘কেব্‌ল কারটি এমন এক জায়গায় আটকে আছে, যেখানে হেলিকপ্টার ছাড়া পৌঁছানো প্রায় অসম্ভব।’ 

স্থানীয় এক শিক্ষক ডনকে বলেন, ‘এ এলাকায় রাস্তাঘাট ও যানবাহনের অভাবে প্রতিদিন প্রায় দেড় শ জন মানুষ কেব্‌ল কার দিয়ে ঝুঁকিপূর্ণভাবে স্কুলে যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত