Ajker Patrika

প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করুন, উন্নত দেশগুলোর প্রতি গুতেরেস 

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ২০: ০২
প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করুন, উন্নত দেশগুলোর প্রতি গুতেরেস 

প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিশ্বের দেশগুলোর প্রতি এই আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘জৈব জ্বালানির ওপর নির্ভরশীলতার কারণে উন্নয়নশীল দেশগুলোকে ভয়াবহ মূল্য চোকাতে হচ্ছে। একই সঙ্গে জলবায়ু-সংকটকে গুরুত্ব না দেওয়ায় শিল্পোন্নত দেশগুলোর প্রতি ক্ষোভ জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

স্থানীয় সময় আজ শনিবার পাকিস্তানের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করতে গিয়ে এসব কথা বলেন গুতেরেস। বন্যার্তদের সহায়তার জন্য বৈশ্বিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশটিতে দুই দিনের সফরে রয়েছেন তিনি। এক টুইটে গুতেরেস বলেছেন, ‘পাকিস্তানসহ উন্নয়নশীল দেশগুলো বড় কার্বন নিঃসরণকারী রাষ্ট্রগুলোর নাছোড়বান্দা আচরণের মূল্য চোকাচ্ছে। তারা এখনো জীবাশ্ম জ্বালানির পক্ষে। ইসলামাবাদ থেকে আমি বিশ্বের প্রতি অনুরোধ জানাচ্ছি—পাগলামি বন্ধ করুন। নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করুন। প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করুন।’ 

গত জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া বন্যায় পাকিস্তানে অন্তত এক হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে দেশটির প্রায় এক-তৃতীয়াংশ যা যুক্তরাজ্যের আয়তনের প্রায় সমান। বন্যায় বিস্তীর্ণ অঞ্চলের ফসলের খেত, বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, রাস্তা ও সেতু ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের জন্য পাকিস্তানের অন্তত ১ হাজার কোটি ডলারের সহায়তা প্রয়োজন। 

তাঁর সফর পাকিস্তানের জন্য প্রয়োজনীয় সহায়তা ফান্ড গঠনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন গুতেরেস। জলবায়ু পরিবর্তনজনিত বন্যায় ভুগতে থাকা পাকিস্তান বৈশ্বিক হিসেবে ১ শতাংশেরও কম গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে। অথচ দেশটি জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতির মুখে থাকা দেশগুলোর তালিকায় অষ্টম অবস্থানে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত