Ajker Patrika

চাকরিজীবীদের বেতন বাড়ানোর ঘোষণা পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ এপ্রিল ২০২২, ০৭: ৪৮
চাকরিজীবীদের বেতন বাড়ানোর ঘোষণা পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) নেতা শাহবাজ শরিফ। জাতীয় পরিষদে দেওয়া প্রথম ভাষণেই তিনি সরকারি চাকরিজীবীদের ন্যূনতম বেতন বাড়িয়ে ২৫ হাজার রুপি করার ঘোষণা দিয়েছেন। যা ১ এপ্রিল থেকেই কার্যকর হচ্ছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন।

ভাষণে তিনি পেনশন ১০ শতাংশ বাড়িয়ে দেওয়ার ঘোষণাও দিয়েছেন। এছাড়া তিনি রমজান প্যাকেজের আওতায় কম দামে গমের আটা দেওয়ার কথা বলেছেন। 

দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ছোট প্রদেশের অগ্রগতির জন্য ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, তরুণদের কারিগরি শিক্ষা ও ল্যাপটপ দেওয়া হবে। 

প্রসঙ্গত, জাতীয় পরিষদ অধিবেশন শুরুর আগেই সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) জাতীয় পরিষদের সদ্যসার একযোগে পদত্যাগের ঘোষণা দেন। পিটিআই প্রধানমন্ত্রী নির্বাচনের অধিবেশন বর্জন করায় শাহবাজ শরিফ তাঁর জোটের ১৭৪ জন আইনপ্রণেতার রায়ে নির্বাচিত হন। শাহবাজের প্রতিদ্বন্দ্বী ছিলেন পিটিআইয়ের শাহ মাহমুদ কোরেশি। কিন্তু ইমরানের দল পদত্যাগ করায় শাহবাজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই।

এর আগে পাকিস্তানের জাতীয় পরিষদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ইমরান খানের দল পিটিআইয়ের সদস্যরা। সোমবার দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের মাত্র কয়েক মিনিট আগে তাঁরা এ ঘোষণা দেন।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত