অনলাইন ডেস্ক
গাজার খান ইউনিস অঞ্চলের আল-মাওয়াসিতে ইসরায়েলি হত্যাকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছেন ৯০। এই হত্যাযজ্ঞের সময় ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও ৩ শতাধিক। হতাহতদের অধিকাংশই শিশু ও নারী। ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আল-কুদসের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার খান ইউনিসের আল-মাওয়াসিতে হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। জায়গাটি তাঁবুতে পরিপূর্ণ। এর আগে ইসরায়েল এই জায়গাকে নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করেছিল।
গাজা স্বাস্থ্যসেবা বিভাগের বরাত দিয়ে আল-কুদসের প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিমানগুলো আল-মাওয়াসি এলাকার বিভিন্ন স্থানকে লক্ষ্যবস্তু করে বেশ কয়েকটি ধারাবাহিক হামলা চালায়। যার ফলে এর আগে, ইসরায়েলি বাহিনীর হত্যাকাণ্ডের শিকার হতাহতদের সরিয়ে নেওয়ার সময় উদ্ধারকারী ও অ্যাম্বুলেন্স ক্রুসহ শ খানেক মানুষ নিহত ও তিন শতাধিক আহত হয়।
সব মিলিয়ে আল-মাওয়াসিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০। নিহতদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। এ ছাড়া তিন শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছে, যাদের অধিকাংশের অবস্থাই গুরুতর। গাজার পশ্চিমে সমুদ্র উপকূলে অবস্থিত একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আরও ২০ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে। ইসরায়েলি যুদ্ধবিমান একটি মসজিদকে লক্ষ্য করে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় স্থল, সমুদ্র ও আকাশপথে আগ্রাসন অব্যাহত রেখেছে, যার ফলে এখন পর্যন্ত ৩৮ হাজার ৪৪৩ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের বেশির ভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ৮৮ হাজার ৪৮১ জন। আশঙ্কা করা হচ্ছে, আরও অন্তত ১০ হাজারের বেশি মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।
গাজার খান ইউনিস অঞ্চলের আল-মাওয়াসিতে ইসরায়েলি হত্যাকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছেন ৯০। এই হত্যাযজ্ঞের সময় ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও ৩ শতাধিক। হতাহতদের অধিকাংশই শিশু ও নারী। ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আল-কুদসের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার খান ইউনিসের আল-মাওয়াসিতে হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। জায়গাটি তাঁবুতে পরিপূর্ণ। এর আগে ইসরায়েল এই জায়গাকে নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করেছিল।
গাজা স্বাস্থ্যসেবা বিভাগের বরাত দিয়ে আল-কুদসের প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিমানগুলো আল-মাওয়াসি এলাকার বিভিন্ন স্থানকে লক্ষ্যবস্তু করে বেশ কয়েকটি ধারাবাহিক হামলা চালায়। যার ফলে এর আগে, ইসরায়েলি বাহিনীর হত্যাকাণ্ডের শিকার হতাহতদের সরিয়ে নেওয়ার সময় উদ্ধারকারী ও অ্যাম্বুলেন্স ক্রুসহ শ খানেক মানুষ নিহত ও তিন শতাধিক আহত হয়।
সব মিলিয়ে আল-মাওয়াসিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০। নিহতদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। এ ছাড়া তিন শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছে, যাদের অধিকাংশের অবস্থাই গুরুতর। গাজার পশ্চিমে সমুদ্র উপকূলে অবস্থিত একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আরও ২০ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে। ইসরায়েলি যুদ্ধবিমান একটি মসজিদকে লক্ষ্য করে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় স্থল, সমুদ্র ও আকাশপথে আগ্রাসন অব্যাহত রেখেছে, যার ফলে এখন পর্যন্ত ৩৮ হাজার ৪৪৩ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের বেশির ভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ৮৮ হাজার ৪৮১ জন। আশঙ্কা করা হচ্ছে, আরও অন্তত ১০ হাজারের বেশি মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।
লিবিয়া থেকে অবৈধ পথে ইতালি যাওয়ার সময় নৌকাডুবিতে অন্তত ২০ বাংলাদেশির প্রাণহানি হয়েছে। ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছে। দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
৪ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
৫ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের আমলাদের দেশটির সরকারি কর্মচারীদের ব্যক্তিগত তথ্যভান্ডারে প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে। ইলন মাস্কের নেতৃত্বে মার্কিন সরকারি মানবসম্পদ বিভাগ পরিচালনার দায়িত্বে থাকা তাঁর সহযোগীরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন বলে জানা গেছে...
৭ ঘণ্টা আগে