ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রস্তাবের পক্ষে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৫৯টি দেশ ভোট দেয়। এসব দেশের মধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্য অন্যতম। এই প্রস্তাব পাস জাতিসংঘের দীর্ঘদিনের অবস্থান থেকে সরে আসার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য পরিবর্তন।
প্রস্তাবে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের প্রাকৃতিক সম্পদের ওপর ফিলিস্তিনিদের স্থায়ী সার্বভৌম মালিকানা এবং সিরিয়ার কাছ থেকে অধিকৃত গোলান মালভূমির প্রাকৃতিক সম্পদে সেখানকার আরব জনগোষ্ঠীর স্থানীয় সার্বভৌম মালিকানা স্বীকার করার কথা বলা হয়েছে।
ভোটাভুটিতে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও কানাডাসহ সাতটি রাষ্ট্র প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় এবং ১১টি রাষ্ট্র ভোট দেওয়া থেকে বিরত থাকে। প্রস্তাবটি এখন জাতিসংঘের সাধারণ পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য ভোটাভুটিতে দেওয়া হবে। এই প্রথম অস্ট্রেলিয়ার সরকার ফিলিস্তিনের পক্ষে কোনো প্রস্তাবে ভোট দিল, যেখানে ফিলিস্তিনি জনগণের অধিকার স্বীকার করার কথা বলা হয়েছে।
প্রস্তাব অনুসারে, জাতিসংঘের সাধারণ পরিষদ দাবি করতে পারবে যে, দখলদার ইসরায়েলি শক্তি পূর্ব জেরুজালেম এবং অধিকৃত সিরিয়ার গোলানসহ ফিলিস্তিনি ভূখণ্ডে শোষণ, ক্ষয়ক্ষতি বন্ধ করার পাশাপাশি প্রাকৃতিক সম্পদ নষ্ট করা বন্ধ করবে।
খসড়ায় আরও বলা হয়েছে, এই প্রস্তাব দখলদার ইসরায়েল রাষ্ট্র এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গৃহীত অবৈধ পদক্ষেপের ফলে উল্লিখিত অঞ্চলগুলোতে যেসব ফিলিস্তিনি আরব আছেন তাদের প্রাকৃতিক সম্পদের যেকোনো শোষণ, ক্ষতি বা বিপন্ন হওয়ার ফলে ফিলিস্তিনি জনগণকে ক্ষতিপূরণ দাবি করার অধিকারকে স্বীকৃতি দেবে।
ভোটের পর জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের প্রতিনিধি বলেন, এই প্রস্তাবের অনুমোদন তাঁর দেশের জনগণের প্রাকৃতিক সম্পদের সার্বভৌমত্বসহ তাদের অবিচ্ছেদ্য অধিকারের একটি দৃঢ় পুনর্নিশ্চিতকরণের প্রতিনিধিত্ব করে। ইসরায়েল এক বছরেরও বেশি সময় ধরে জাতিসংঘের সনদকে পদদলিত করতে এবং গুরুতর লঙ্ঘন করে চলেছে।
ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রস্তাবের পক্ষে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৫৯টি দেশ ভোট দেয়। এসব দেশের মধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্য অন্যতম। এই প্রস্তাব পাস জাতিসংঘের দীর্ঘদিনের অবস্থান থেকে সরে আসার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য পরিবর্তন।
প্রস্তাবে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের প্রাকৃতিক সম্পদের ওপর ফিলিস্তিনিদের স্থায়ী সার্বভৌম মালিকানা এবং সিরিয়ার কাছ থেকে অধিকৃত গোলান মালভূমির প্রাকৃতিক সম্পদে সেখানকার আরব জনগোষ্ঠীর স্থানীয় সার্বভৌম মালিকানা স্বীকার করার কথা বলা হয়েছে।
ভোটাভুটিতে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও কানাডাসহ সাতটি রাষ্ট্র প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় এবং ১১টি রাষ্ট্র ভোট দেওয়া থেকে বিরত থাকে। প্রস্তাবটি এখন জাতিসংঘের সাধারণ পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য ভোটাভুটিতে দেওয়া হবে। এই প্রথম অস্ট্রেলিয়ার সরকার ফিলিস্তিনের পক্ষে কোনো প্রস্তাবে ভোট দিল, যেখানে ফিলিস্তিনি জনগণের অধিকার স্বীকার করার কথা বলা হয়েছে।
প্রস্তাব অনুসারে, জাতিসংঘের সাধারণ পরিষদ দাবি করতে পারবে যে, দখলদার ইসরায়েলি শক্তি পূর্ব জেরুজালেম এবং অধিকৃত সিরিয়ার গোলানসহ ফিলিস্তিনি ভূখণ্ডে শোষণ, ক্ষয়ক্ষতি বন্ধ করার পাশাপাশি প্রাকৃতিক সম্পদ নষ্ট করা বন্ধ করবে।
খসড়ায় আরও বলা হয়েছে, এই প্রস্তাব দখলদার ইসরায়েল রাষ্ট্র এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গৃহীত অবৈধ পদক্ষেপের ফলে উল্লিখিত অঞ্চলগুলোতে যেসব ফিলিস্তিনি আরব আছেন তাদের প্রাকৃতিক সম্পদের যেকোনো শোষণ, ক্ষতি বা বিপন্ন হওয়ার ফলে ফিলিস্তিনি জনগণকে ক্ষতিপূরণ দাবি করার অধিকারকে স্বীকৃতি দেবে।
ভোটের পর জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের প্রতিনিধি বলেন, এই প্রস্তাবের অনুমোদন তাঁর দেশের জনগণের প্রাকৃতিক সম্পদের সার্বভৌমত্বসহ তাদের অবিচ্ছেদ্য অধিকারের একটি দৃঢ় পুনর্নিশ্চিতকরণের প্রতিনিধিত্ব করে। ইসরায়েল এক বছরেরও বেশি সময় ধরে জাতিসংঘের সনদকে পদদলিত করতে এবং গুরুতর লঙ্ঘন করে চলেছে।
নয় বছর বয়সী মাহমুদ আজ্জুর। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখন্ড গাজার পুরোনো শহরের বাসিন্দা। একসময় বাজারে গিয়ে মায়ের জন্য সবজি কিনে আনত, খেলাধুলা করত, বন্ধুদের সঙ্গে হাসত। এখন সে হাত দুটো নেই। গত বছরের মার্চে ইসরায়েলি ড্রোন হামলায় ধ্বংস হয়ে যায় মাহমুদের বাড়ি। বিস্ফোরণে মাহমুদ তার দুই হাত হারায়...
১ ঘণ্টা আগেগাজার তরুণ ফটোসাংবাদিক ফাতেমা হাসসুনা জানতেন, মৃত্যু সব সময় তাঁর দরজায় ওঁত পেতে থাকে। গত ১৮ মাস ইসরায়েলের নির্বিচার বিমান হামলা, নিজের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হওয়া, বিপুলসংখ্যক মানুষের বাস্তুচ্যুতি এবং পরিবারের ১১ জন সদস্যের মৃত্যু নিজ হাতে নথিভুক্ত করেছেন তিনি। এই ঘটনাগুলো ক্যামেরাবন্দী করতে গিয়ে...
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মার্কিন ইমিগ্রেশন বিভাগ কয়েক শ বিদেশি শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের ভিসা বাতিল করেছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ভিসা বাতিল ও গ্রেপ্তারের শিকারদের বেশির ভাগই ফিলিস্তিনপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত...
২ ঘণ্টা আগেদীর্ঘ ২৯ বছর সরকারি বাস চালিয়েছেন তিনি। মাত্র ৭ ডলার (প্রায় ৮০০ টাকা) সমপরিমাণ ভাড়া আত্মসাতের দায়ে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। শুধু তা–ই নয়, সেই সঙ্গে তাঁর ৮৪ হাজার ডলার (প্রায় ৯২ লাখ টাকা) পেনশনও বাতিল করা হয়েছে।
৪ ঘণ্টা আগে