Ajker Patrika

গাজায় যুদ্ধবিরতির সংশোধিত মার্কিন প্রস্তাব গ্রহণ করল হামাস 

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১৪: ০৮
গাজায় যুদ্ধবিরতির সংশোধিত মার্কিন প্রস্তাব গ্রহণ করল হামাস 

গাজায় যুদ্ধবিরতি নিয়ে চলমান অচলাবস্থার মধ্যে আশার আলো দেখা দিয়েছে। হামাসের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যে যুদ্ধবিরতি প্রস্তাব আগে দিয়েছিল তার একটি সংশোধিত খসড়া গ্রহণ করেছে তারা। গতকাল মঙ্গলবার হামাসের ওই সূত্র সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়াকে এ তথ্য জানিয়েছে। 

সূত্রটি জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই হামাসের একটি প্রতিনিধিদল মিসরের রাজধানী কায়রো ভ্রমণ করবে। দলটি এই সংশোধিত প্রস্তাবের বিষয়টি নিয়ে চুক্তির অন্যান্য পক্ষের সঙ্গে আলোচনা করবে, যাতে করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায় এবং একটি যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হয়। 

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কার্যালয় হোয়াইট হাউস হামাসের হাতে জিম্মি ইসরায়েলি বয়স্ক, নারী ও আহত জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে এই অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করার শর্ত হিসেবে। এ বিষয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, ‘আজ ছয় সপ্তাহব্যাপী একটি যুদ্ধবিরতি আলোচনার টেবিলে আছে। তবে আরও স্থায়ী কিছু গড়ে তোলা যেতে পারে যদি হামাস নারী, আহত এবং বয়স্ক জিম্মিদের মুক্তি দেয়।’ 

সর্বশেষ প্রস্তাব অনুসারে, হামাস ইসরায়েলের একজন জিম্মিকে মুক্তি দিলে বিনিময়ে ইসরায়েল অন্তত ১০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। এই নতুন চুক্তি গাজার বাস্তুচ্যুতদের নিজ নিজ বাড়িতে ফেরারও সুযোগ দেবে। অবশ্য ইসরায়েলি হামলায় গাজার অধিকাংশ বাড়িই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 

হামাসের পলিটব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল বলেছেন, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, কিন্তু সেই আলোচনা দোদুল্যমান। কারণ, ইসরায়েল চায় অস্থায়ী যুদ্ধবিরতি কিন্তু হামাস তা কখনোই মেনে নেবে না। হামাস পুরোপুরি যুদ্ধবিরতি চায়। 
 
আল-আরাবিয়াকে নাজ্জাল বলেছেন, ‘গাজায় ইসরায়েলি বাহিনীর উপস্থিতি বাস্তুচ্যুতদের নিজ বাড়িতে ফিরতে বাধা দেবে।’ এ সময় তিনি জানান, এবং কোনো শর্ত বা বিধিনিষেধ ছাড়াই গাজায় মানবিক সহায়তাদানকারীদের প্রবেশ করতে দেওয়ার ব্যাপারে হামাসের অবস্থান অনড়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত