২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ। মাহা জানুদ বর্তমানে আইসল্যান্ডের শীর্ষস্থানীয় ক্লাব ব্রেইদাব্লিক ফুটবল একাডেমিতে কাজ করছেন।
সম্প্রতি জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে ফুটবল ও দেশ নিয়ে কথা বলেছেন মাহা জানুদ।
জানুদ বলেন, ‘এই যন্ত্রণা অসহনীয়—১২ বছর ধরে আমি আমার পরিবারের সঙ্গে দেখা করিনা। আমি আশা করি, শিগগিরই আমরা পুনরায় একত্র হতে পারব এবং শরণার্থীদের সিরিয়া সফরের অনুমতি দেওয়া হবে। প্রতিটি সিরিয়ানের নিজের ঘরে ফেরার অধিকার আছে, সেখানে যাই থাকুক না কেন—হোক তা ধ্বংসস্তূপ।’
স্মৃতির পাতা উল্টে জানুদ বলেন, ‘২০০০ সালের কথা। যখন আমি কিশোরী, তখনই ফুটবল খেলা শুরু করি। এরপর সিরিয়ার জাতীয় দলের হয়ে ২০০৫ সালের পশ্চিম এশিয়ান চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অধিকার করি।’
জানুদ আক্ষেপ করে বলেন, ‘আমি ভালো খেলতাম। কিন্তু ফুটবল ফেডারেশনের কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি।’
তিনি আরও বলেন, ‘আমাদের কোনো শক্তিশালী ঘরোয়া লিগ ছিল না। দেশের ফুটবল ফেডারেশন আমাদের আন্তর্জাতিক টুর্নামেন্টে পাঠালেও কোনো আর্থিক সহায়তা বা দলের উন্নয়ন পরিকল্পনা ছিল না।’
২০১১ সালে পেশাদার ফুটবল ছেড়ে মাহা জানুদ কোচিংয়ের দিকে ঝোঁকেন। ২০১৮ সালে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) নারীদের ফুটবলের জন্য প্রযুক্তিগত বিভাগ গঠনের নির্দেশ দিলে তিনি সিরিয়ার প্রথম নারী কোচ হিসেবে নিয়োগ পান।
কিন্তু জানুদ অভিযোগ করেন, সিরিয়ার ফুটবল ফেডারেশন (এসএফএ) তাঁর বেতন আত্মসাৎ করত।
তিনি বলেন, ‘এএফসি আমার জন্য যে বেতন বরাদ্দ করত, তা আমাকে না দিয়ে ফেডারেশন আমাকে জোর করে সই করিয়ে নিত, যেন আমি বেতন পেয়েছি।’
একই সময়ে তিনি দামেস্কের আল-মুহাফাজা ক্লাবের সহকারী কোচ ছিলেন। তিনি বলেন, তৎকালীন সরকার তাঁকে ‘নারীর ক্ষমতায়নের প্রতীক’ হিসেবে ব্যবহার করলেও বাস্তবে কোনো স্বীকৃতি দেয়নি।
জানুদ অভিযোগ করে বলেন, ‘বিশ্বজুড়ে আমাকে প্রথম নারী কোচ হিসেবে প্রচার করা হলেও, সিরিয়ার কর্মকর্তারা আমাকে কোনো ধন্যবাদ পর্যন্ত জানায়নি। কোনো নৈতিক বা আর্থিক স্বীকৃতি দেয়নি।’
২০২০ সালে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে গেলে তিনি সিরিয়া ছেড়ে ওমানের নারী ফুটবল দলের সঙ্গে কাজ শুরু করেন। এরপর ২০২৩ সালে আইসল্যান্ডে চলে যান জানুদ।
মাহা জানুদ বর্তমানে সিরিয়ার রাজনৈতিক পরিবর্তনের দিকে চেয়ে আছেন। জানুদ বলেন, ‘সিরিয়া এখন নতুন জন্মের যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের দীর্ঘদিনের স্বৈরশাসনের অবসান হওয়ায় সবাই আনন্দিত। তবে আমরা যেন এক আগুন থেকে আরেক আগুনে ঝাঁপ না দিই।’
যুদ্ধের মধ্যেও সিরিয়ার পুরুষ ফুটবল দল এশিয়ায় প্রতিদ্বন্দ্বিতা ধরে রেখেছে। তবে নারী ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা রয়েছে।
নতুন প্রশাসন বলেছে, ‘নারীদের শিক্ষা ও খেলাধুলা চালিয়ে নেওয়া হবে’। তবে বাস্তবে কী হয়, সেটাই দেখার বিষয় বলে মনে করেন জানুদ। তিনি বলেন, ‘নারীদের খেলার সুযোগ এবং বাজেট বরাদ্দ যদি নিশ্চিত করা হয়, তবে সিরিয়ার ভবিষ্যৎ বদলে যেতে পারে।’
সিরিয়ায় ফিরতে চান কি না জানতে চাইলে মাহা জানুদ বলেন, ‘সিরিয়া যদি সত্যিই নিরাপদ হয় এবং ন্যায়সংগত সংবিধানের ভিত্তিতে পরিচালিত হয়, তবে ফিরতে চাই।’
২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ। মাহা জানুদ বর্তমানে আইসল্যান্ডের শীর্ষস্থানীয় ক্লাব ব্রেইদাব্লিক ফুটবল একাডেমিতে কাজ করছেন।
সম্প্রতি জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে ফুটবল ও দেশ নিয়ে কথা বলেছেন মাহা জানুদ।
জানুদ বলেন, ‘এই যন্ত্রণা অসহনীয়—১২ বছর ধরে আমি আমার পরিবারের সঙ্গে দেখা করিনা। আমি আশা করি, শিগগিরই আমরা পুনরায় একত্র হতে পারব এবং শরণার্থীদের সিরিয়া সফরের অনুমতি দেওয়া হবে। প্রতিটি সিরিয়ানের নিজের ঘরে ফেরার অধিকার আছে, সেখানে যাই থাকুক না কেন—হোক তা ধ্বংসস্তূপ।’
স্মৃতির পাতা উল্টে জানুদ বলেন, ‘২০০০ সালের কথা। যখন আমি কিশোরী, তখনই ফুটবল খেলা শুরু করি। এরপর সিরিয়ার জাতীয় দলের হয়ে ২০০৫ সালের পশ্চিম এশিয়ান চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অধিকার করি।’
জানুদ আক্ষেপ করে বলেন, ‘আমি ভালো খেলতাম। কিন্তু ফুটবল ফেডারেশনের কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি।’
তিনি আরও বলেন, ‘আমাদের কোনো শক্তিশালী ঘরোয়া লিগ ছিল না। দেশের ফুটবল ফেডারেশন আমাদের আন্তর্জাতিক টুর্নামেন্টে পাঠালেও কোনো আর্থিক সহায়তা বা দলের উন্নয়ন পরিকল্পনা ছিল না।’
২০১১ সালে পেশাদার ফুটবল ছেড়ে মাহা জানুদ কোচিংয়ের দিকে ঝোঁকেন। ২০১৮ সালে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) নারীদের ফুটবলের জন্য প্রযুক্তিগত বিভাগ গঠনের নির্দেশ দিলে তিনি সিরিয়ার প্রথম নারী কোচ হিসেবে নিয়োগ পান।
কিন্তু জানুদ অভিযোগ করেন, সিরিয়ার ফুটবল ফেডারেশন (এসএফএ) তাঁর বেতন আত্মসাৎ করত।
তিনি বলেন, ‘এএফসি আমার জন্য যে বেতন বরাদ্দ করত, তা আমাকে না দিয়ে ফেডারেশন আমাকে জোর করে সই করিয়ে নিত, যেন আমি বেতন পেয়েছি।’
একই সময়ে তিনি দামেস্কের আল-মুহাফাজা ক্লাবের সহকারী কোচ ছিলেন। তিনি বলেন, তৎকালীন সরকার তাঁকে ‘নারীর ক্ষমতায়নের প্রতীক’ হিসেবে ব্যবহার করলেও বাস্তবে কোনো স্বীকৃতি দেয়নি।
জানুদ অভিযোগ করে বলেন, ‘বিশ্বজুড়ে আমাকে প্রথম নারী কোচ হিসেবে প্রচার করা হলেও, সিরিয়ার কর্মকর্তারা আমাকে কোনো ধন্যবাদ পর্যন্ত জানায়নি। কোনো নৈতিক বা আর্থিক স্বীকৃতি দেয়নি।’
২০২০ সালে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে গেলে তিনি সিরিয়া ছেড়ে ওমানের নারী ফুটবল দলের সঙ্গে কাজ শুরু করেন। এরপর ২০২৩ সালে আইসল্যান্ডে চলে যান জানুদ।
মাহা জানুদ বর্তমানে সিরিয়ার রাজনৈতিক পরিবর্তনের দিকে চেয়ে আছেন। জানুদ বলেন, ‘সিরিয়া এখন নতুন জন্মের যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের দীর্ঘদিনের স্বৈরশাসনের অবসান হওয়ায় সবাই আনন্দিত। তবে আমরা যেন এক আগুন থেকে আরেক আগুনে ঝাঁপ না দিই।’
যুদ্ধের মধ্যেও সিরিয়ার পুরুষ ফুটবল দল এশিয়ায় প্রতিদ্বন্দ্বিতা ধরে রেখেছে। তবে নারী ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা রয়েছে।
নতুন প্রশাসন বলেছে, ‘নারীদের শিক্ষা ও খেলাধুলা চালিয়ে নেওয়া হবে’। তবে বাস্তবে কী হয়, সেটাই দেখার বিষয় বলে মনে করেন জানুদ। তিনি বলেন, ‘নারীদের খেলার সুযোগ এবং বাজেট বরাদ্দ যদি নিশ্চিত করা হয়, তবে সিরিয়ার ভবিষ্যৎ বদলে যেতে পারে।’
সিরিয়ায় ফিরতে চান কি না জানতে চাইলে মাহা জানুদ বলেন, ‘সিরিয়া যদি সত্যিই নিরাপদ হয় এবং ন্যায়সংগত সংবিধানের ভিত্তিতে পরিচালিত হয়, তবে ফিরতে চাই।’
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণ ভারতের জন্য টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। অস্ত্র রপ্তানি বাড়ানোর দায়িত্বে কর্মরত এক ভারতীয় কর্মকর্তা বলেন, পশ্চিমা দেশগুলো তাদের অস্ত্রভান্ডার ইউক্রেনে পাঠিয়েছে। রাশিয়ার কারখানাগুলো শুধু তাদের যুদ্ধের জন্যই অস্ত্র তৈরি করছে। ফলে যেসব দেশ ওয়াশিংটন...
১ ঘণ্টা আগেসম্প্রতি এক ভিডিওতে ভারতের দীর্ঘ পথের ট্রেনযাত্রাকে ‘মানসিকভাবে ভেঙে পড়ার’ মতো অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন ফরাসি ইউটিউবার ভিক্টর ব্লাহো। তিনি বিদেশি পর্যটকদের পরামর্শ দিয়েছেন, পর্যাপ্ত প্রস্তুতি বা ভালো বাজেট না থাকলে ভারতের দীর্ঘ দূরত্বের ট্রেনভ্রমণ এড়িয়ে চলা উচিত।
২ ঘণ্টা আগেবিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) আশঙ্কা প্রকাশ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নীতির কারণে চলতি বছরই বিশ্বজুড়ে পণ্যবাণিজ্য হ্রাস পাবে। এ ছাড়াও পারস্পরিক শুল্ক আরোপ ও রাজনৈতিক অনিশ্চয়তাসহ বিভিন্ন গভীর নেতিবাচক ঝুঁকি রয়েছে, যা বিশ্ব বাণিজ্যে আরও বড় ধরনের পতন ডেকে আনতে পারে।
৩ ঘণ্টা আগেবর্তমানে ছোট ওষুধ (পিল বা ক্যাপসুল) বাজারে আসার ৯ বছর পর মেডিকেয়ার মূল্য আলোচনার জন্য যোগ্য হয়। ট্রাম্প প্রশাসন এটিকে ১৩ বছর করতে চায়, যা বায়োটেক ওষুধের সমতুল্য। তবে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো দাবি করেছিল, বর্তমান নিয়ম নতুন ওষুধ উদ্ভাবনকে বাধাগ্রস্ত করে। আগে এই বিষয় নিয়ে তারা আলোচনা করতে
৪ ঘণ্টা আগে