Ajker Patrika

যুক্তরাষ্ট্রের ফিলিস্তিন রাষ্ট্র প্রস্তাবকে ‘সন্ত্রাসবাদের পুরস্কার’ বললেন নেতানিয়াহু  

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ০৪
যুক্তরাষ্ট্রের ফিলিস্তিন রাষ্ট্র প্রস্তাবকে ‘সন্ত্রাসবাদের পুরস্কার’ বললেন নেতানিয়াহু  

ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতি প্রত্যাখ্যান করে মন্ত্রিসভায় একটি প্রস্তাব উত্থাপন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ রোববার নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এ প্রস্তাবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিকে ‘সন্ত্রাসের পুরস্কার’ বলে আখ্যা দেওয়া হয়েছে।

ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুসারে, প্রস্তাবটিতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ‘সুনির্দিষ্ট সময়সীমা’ প্রস্তাব করার মার্কিন পরিকল্পনার বিরোধিতা করা হয়েছে।

নেতানিয়াহু মন্ত্রীদের বলেন, একতরফাভাবে ইসরায়েলের ওপর ফিলিস্তিন রাষ্ট্র চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার বিষয়ে আন্তর্জাতিক মহলে সম্প্রতি শোনা মন্তব্যের আলোকে তিনি তাঁদের স্বাক্ষর করার জন্য একটি বিবৃতি এনেছেন।

গতকাল শনিবার তেল আবিবে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে রাষ্ট্রীয় চুক্তির বিষয়ে ‘আন্তর্জাতিক হুকুম’ মেনে নেবে না। শুধু পূর্বশর্ত ছাড়া সরাসরি আলোচনার মাধ্যমে এমন লক্ষ্যে পৌঁছানো যেতে পারে বলে দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় অনুসারে ওই প্রস্তাবে বলা হয়েছে, ফিলিস্তিনিদের সঙ্গে স্থায়ী সমঝোতার বিষয়ে আন্তর্জাতিক সব ‘হুকুম’ প্রত্যাখ্যান করছে ইসরায়েল। এ ধরনের সমঝোতা কোনো ধরনের পূর্বশর্ত ছাড়া কেবল পক্ষগুলোর মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমেই সম্ভব। ফিলিস্তিন রাষ্ট্রকে একতরফাভাবে স্বীকৃতির বিরোধিতা অব্যাহত রাখবে ইসরায়েল। গত ৭ অক্টোবরের হত্যাকাণ্ডের পর এ ধরনের স্বীকৃতি সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে এবং ভবিষ্যতে যেকোনো শান্তি চুক্তিকে বাধাগ্রস্ত করবে। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা করতে কায়রোতে প্রতিনিধি পাঠিয়েছিল ইসরায়েল। তবে হামাসের দাবিগুলোকে ‘অবাস্তব’ আখ্যা দিয়ে যুদ্ধবিরতির আলোচনা স্থগিত করেছেন নেতানিয়াহু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত