অনলাইন ডেস্ক
ইসরায়েলি হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটের সাত কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে তেহরান। পর্যবেক্ষকেরা বলছেন, গাজায় যুদ্ধনীতি নিয়ে পশ্চিমা চাপে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও বিস্তৃত করার ফন্দি আঁটছেন। ইরানির কূটনীতিককে হত্যা এই পরিকল্পনারই অংশ। ইরান হুমকি দিয়েছে, তারা এর এমন প্রতিশোধ নেবে যে, ইসরায়েল ওই ঘটনার জন্য নিজেই অনুশোচনা করবে!
এদিকে রোববার (৭ এপ্রিল) একটি আধা–সরকারি ইরানি সংবাদ সংস্থা একটি ইনফোগ্রাফ প্রকাশ করেছে। সেখানে ইরানের অস্ত্রাগার থেকে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম নয়টি ক্ষেপণাস্ত্রের একটি চিত্র তুলে ধরা হয়েছে।
বার্তা সংস্থা আইএসএনএর ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইরানের সেই নয় ক্ষেপণাস্ত্রের একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলো:
[‘পাল্লা’ বলতে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করার সক্ষমতা এবং গতির হিসাবে ‘মাক ১২’ বলতে শব্দের গতির ১২ গুণ বোঝানো হয়। যেখানে শব্দের গতি সেকেন্ডে ৩৪৩ মিটার।]
১. সেজ্জিল
পাল্লা: ২০০০–২৫০০ কিলোমিটার
গতি: মাক ১২–১৪
২. খোররামশহর ৪ (খাইবার)
পাল্লা: ২০০০ কিলোমিটার
গতি: বায়ুমণ্ডলের বাইরে মাক ১৬; বায়ুমণ্ডলের ভেতরে মাক ৮
৩. এমাদ
পাল্লা: ২০০০ কিলোমিটার
গতি: মাক ৭.২
৪. শাহাব ৩
পাল্লা: ২০০০ কিলোমিটার
গতি: মাক ৭
৫. কদর
পাল্লা: ১৯৫০ কিলোমিটার
গতি: মাক ৯
৬. পাভেহ
পাল্লা: ১৬৫০ কিলোমিটার
গতি: ঘণ্টায় ৬০০–৯০০ কিলোমিটার
৭. খাইবারশেকান
পাল্লা: ১৪৫০ কিলোমিটার
গতি: ঘণ্টায় ৫০০০ কিলোমিটার
৮. ফাত্তাহ ২
পাল্লা: ১৪০০ কিলোমিটারের বেশি
গতি: মাক ৫
৯. হজ কাসেম
পাল্লা: ১৪০০ কিলোমিটার
গতি: মাক ৫
সিরিয়ার রাজধানীতে গত সোমবার বিমান হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাতজন সদস্য নিহত হন। এর মধ্যে দুই সিনিয়র কমান্ডারও রয়েছেন। গত অক্টোবর থেকে চলমান ইসরায়েল–হামাস যুদ্ধের কারণে উত্তেজনাপূর্ণ অঞ্চলটিতে ওই হামলার পর উত্তেজনা আরও বেড়েছে।
নিহতদের মধ্যে মোহাম্মদ–রেজা জাহেদি ছিলেন সবচেয়ে উচ্চ পদমর্যাদার ব্যক্তি। জাহেদি লেবানন এবং সিরিয়ায় আইআরজিসির বিদেশি অপারেশন শাখা কুদস ফোর্সের অপারেশন তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন।
ইরাকে কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেইমানি ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর থেকে জাহেদি সর্বোচ্চ র্যাঙ্কের কোনো ইরানি কমান্ডার যাকে হত্যা করা হলো।
গত শনিবার ইরানে জাহেদির জানাজায় বক্তৃতা দেওয়ার সময় একজন সিনিয়র ইরানি সামরিক কর্মকর্তা ওই হামলার কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন।
ইসরায়েলি হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটের সাত কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে তেহরান। পর্যবেক্ষকেরা বলছেন, গাজায় যুদ্ধনীতি নিয়ে পশ্চিমা চাপে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও বিস্তৃত করার ফন্দি আঁটছেন। ইরানির কূটনীতিককে হত্যা এই পরিকল্পনারই অংশ। ইরান হুমকি দিয়েছে, তারা এর এমন প্রতিশোধ নেবে যে, ইসরায়েল ওই ঘটনার জন্য নিজেই অনুশোচনা করবে!
এদিকে রোববার (৭ এপ্রিল) একটি আধা–সরকারি ইরানি সংবাদ সংস্থা একটি ইনফোগ্রাফ প্রকাশ করেছে। সেখানে ইরানের অস্ত্রাগার থেকে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম নয়টি ক্ষেপণাস্ত্রের একটি চিত্র তুলে ধরা হয়েছে।
বার্তা সংস্থা আইএসএনএর ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইরানের সেই নয় ক্ষেপণাস্ত্রের একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলো:
[‘পাল্লা’ বলতে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করার সক্ষমতা এবং গতির হিসাবে ‘মাক ১২’ বলতে শব্দের গতির ১২ গুণ বোঝানো হয়। যেখানে শব্দের গতি সেকেন্ডে ৩৪৩ মিটার।]
১. সেজ্জিল
পাল্লা: ২০০০–২৫০০ কিলোমিটার
গতি: মাক ১২–১৪
২. খোররামশহর ৪ (খাইবার)
পাল্লা: ২০০০ কিলোমিটার
গতি: বায়ুমণ্ডলের বাইরে মাক ১৬; বায়ুমণ্ডলের ভেতরে মাক ৮
৩. এমাদ
পাল্লা: ২০০০ কিলোমিটার
গতি: মাক ৭.২
৪. শাহাব ৩
পাল্লা: ২০০০ কিলোমিটার
গতি: মাক ৭
৫. কদর
পাল্লা: ১৯৫০ কিলোমিটার
গতি: মাক ৯
৬. পাভেহ
পাল্লা: ১৬৫০ কিলোমিটার
গতি: ঘণ্টায় ৬০০–৯০০ কিলোমিটার
৭. খাইবারশেকান
পাল্লা: ১৪৫০ কিলোমিটার
গতি: ঘণ্টায় ৫০০০ কিলোমিটার
৮. ফাত্তাহ ২
পাল্লা: ১৪০০ কিলোমিটারের বেশি
গতি: মাক ৫
৯. হজ কাসেম
পাল্লা: ১৪০০ কিলোমিটার
গতি: মাক ৫
সিরিয়ার রাজধানীতে গত সোমবার বিমান হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাতজন সদস্য নিহত হন। এর মধ্যে দুই সিনিয়র কমান্ডারও রয়েছেন। গত অক্টোবর থেকে চলমান ইসরায়েল–হামাস যুদ্ধের কারণে উত্তেজনাপূর্ণ অঞ্চলটিতে ওই হামলার পর উত্তেজনা আরও বেড়েছে।
নিহতদের মধ্যে মোহাম্মদ–রেজা জাহেদি ছিলেন সবচেয়ে উচ্চ পদমর্যাদার ব্যক্তি। জাহেদি লেবানন এবং সিরিয়ায় আইআরজিসির বিদেশি অপারেশন শাখা কুদস ফোর্সের অপারেশন তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন।
ইরাকে কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেইমানি ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর থেকে জাহেদি সর্বোচ্চ র্যাঙ্কের কোনো ইরানি কমান্ডার যাকে হত্যা করা হলো।
গত শনিবার ইরানে জাহেদির জানাজায় বক্তৃতা দেওয়ার সময় একজন সিনিয়র ইরানি সামরিক কর্মকর্তা ওই হামলার কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন।
ইউরোপের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করা ও সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য পাঁচ ধাপে বাস্তবায়নযোগ্য একটি পরিকল্পনা ঘোষণা করেছে ইউরোপীয় কমিশন। কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেয়ন গত মঙ্গলবার ৮৬০ কোটি তথা ৮৬ হাজার কোটি ডলারের বেশি অর্থের এই প্যাকেজের পরিকল্পনার কথা ঘোষণা করেন।
১ ঘণ্টা আগেসামরিক মহড়ার সময় ভুলবশত লোকালয়ে বোমাবর্ষণ করেছে দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনী। কোনো প্রাণহানি না ঘটলেও, এতে আহত হয়েছেন অন্তত ৭ জন। যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে সীমান্তবর্তী শহর পোচিয়নে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রিটেনের রাজধানী লন্ডনে খালিস্তানপন্থী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সফর ব্যাহত করার চেষ্টা করেছিল। এমনকি তাঁর ওপর আক্রমণের চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। এ সময়, জয়শঙ্করের উপস্থিতিতে ভারতীয় পতাকাও ছিঁড়ে ফেলা হয়।
৩ ঘণ্টা আগেশিশুদের মারধরের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন ইংল্যান্ডের শিশু চিকিৎসকেরা। বর্তমানে যুক্তিসংগত কারণে শিশুদের মারধর করা আইনগতভাবে বৈধ। কিন্তু চিকিৎসকেরা সেটিও চান না। তাই এই বিষয়ে, বর্তমান আইন সংশোধনে ব্রিটিশ পার্লামেন্টে একটি বিল উত্থাপন করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে এ তথ্য
৪ ঘণ্টা আগে